Ms Tech Bangla

Ms Tech Bangla জীবনের প্রতিটি মুহূর্তে নতুন কিছু শেখা যায়, শুধু চাই মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি।

25/07/2025

army civil job pharmacist | ফার্মাসিস্ট পদের কাজ কি? Civilian Job আর্মিতে ফার্মাসিস্ট চাকরি

11/07/2025

🖥️ অফিস নয়, ঘরে বসেই বিশ্বজয়!
ফ্রিল্যান্সিং মানেই স্বাধীনতা, পরিশ্রম আর সীমাহীন সম্ভাবনা।
সময় এখন স্কিল শেখার, আয় করার, নিজের পায়ে দাঁড়ানোর!

09/07/2025

নামজারি :
নামজারি বা মিউটেশন অর্থ হলো বর্তমানে থাকা খতিয়ান থেকে নতুন মালিকের নাম সংযোজন করে নতুন একটি খতিয়ান তৈরি করা।

নামজারির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানুন।

নামজারি করার প্রয়োজনীয় ডকুমেন্টস।
1. জমির দলিল এর সার্টিফাইড কপি/মূল কপি
2. এস এ খতিয়ান, আর এস খতিয়ান বা যে খতিয়ান থেকে দলিল হয়েছে সেইটার কপি
3. ওয়ারিশান সনদ (হাল) এর কপি যদি ওয়ারিশ সম্পত্তি হয়
4. ছবি (যদি জন্ম নিবন্ধন দিয়া নামজারী হয়)
5. বায়া দলিল এর কপি যদি প্রয়োজন হয়
6. মোবাইল নাম্বার
7. এনআইডি/জাতীয় পরিচয়পত্র
8. কর/খাজনার রশিদ

✅ ১ম ধাপঃ
সকল ডকুমেন্ট নিয়ে mutation.land.gov.bd প্রবেশ করে নাগরিক/কম্পিউটার কর্ণার থেকে অনলাইনে আবেদন করবেন। একটা আইডি নাম্বার পড়বে বা কেস নাম্বার এটা আপনার মোবাইলে সাথে সাথে এসএমএস পাবেন।

✅ ২য় ধাপ:
আবেদন ফাইল কপি ইউনিয়ন ভূমি অফিস এ যাবে তদন্তে আপনার সব কিছু ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব পাঠাবে উপজেলা ভূমি অফিসে।

✅৩য় ধাপ: এসিল্যান্ড অফিস আপনাকে একটি শুনানির তারিখ দিবে এসএমএসের মাধ্যমে। কাজ সম্পন্ন হলে তারপর ডিসিআর ফি দিয়ে দুই একদিন পর অনলাইনে কিউআর কোডযুক্ত নামজারি তুলতে পারবেন।

নামজারি প্রক্রিয়া শেষ হতে ১৫ থেকে ৩০ দিন সময় লাগতে পারে। মোট খরচ হবে ১১৭০ টাকা।

নামজারি খতিয়ান আবেদন বিষয়ক তথ্যের জন্য কলসেন্টারের 16122 নম্বরে অথবা ভূমিসেবা সংক্রান্ত সমস্যা জানানোর জন্য hotline.land.gov.bd লিংক ব্যবহার করুন।

09/07/2025

Sure cash account খোলার নিয়ম | SureCash Registration Process

05/07/2025

> যে টেক শিখে, সে ক্যারিয়ার গড়ে।
কোড হোক বা কনটেন্ট—প্রযুক্তির জগতে সবাইকেই দরকার!

  village playground
04/07/2025

village playground

04/07/2025

প্রযুক্তি অনেক এগিয়েছে… কিন্তু চার্জ শেষ হলেই আমরাও শেষ! 🔋

03/07/2025

সময়ের সাথে তাল মিলাতে হলে প্রযুক্তির ভাষা শিখতেই হবে।
ডিজিটাল যুগে অজ্ঞতা নয়, জ্ঞানই হোক শক্তি।

বৃষ্টি আসার আগে খেলার মাঠে আগ মুহূর্ত
01/07/2025

বৃষ্টি আসার আগে খেলার মাঠে আগ মুহূর্ত

01/07/2025

নতুন ফোন মানেই শুধু ক্যামেরা না—পারফরমেন্স, ব্যাটারি, UI সবকিছুই এখন গুরুত্বপূর্ণ!
আপনি কোন ফোন ইউজ করছেন?

01/07/2025

🤖 AI এখন শুধু ভবিষ্যৎ না—এটা আমাদের বর্তমান!
যারা এখনই মানিয়ে নিতে পারবে, তারাই আগামী দিনের লিডার!

01/07/2025

🔌 প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে জীবন…
যে এখনো পিছিয়ে আছে, সে আগামীকাল টিকে থাকতে পারবে না।

Address

Gazipur
Tongi
1710

Alerts

Be the first to know and let us send you an email when Ms Tech Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ms Tech Bangla:

Share