29/05/2025
আমার সাথে কেন এমনটা হলো.......
২০১৩ সাল, বয়স তখন ১৮/১৯ বছর। খুব শান্ত স্বভাবের মিষ্টি মেয়ে মেঘলা। এক দেখাতে অনেকেই তার প্রেমে পরে যায়। তারা ৪ ভাই ২ বোন, বোনের মধ্যে সে বড়। ছোট বোন, ভাই আর মাকে নিয়ে থাকতো এক ভাড়া বাসায়। ছোট বোনের বিয়ে হয়েছে অনেক আগে কিন্তু মেঘলা জীবন এ বড়ো কিছু হবার ইচ্ছে তাই পড়াশোনা এর পাশাপাশি চাকুরী করে। তাদের সংসারে একমাত্র উপার্জন ব্যাক্তি শুধু মেঘলা।
তাদের পরিবারে এক ব্যাক্তির আগমন হয়, যে সবার প্রতি খুব কেয়ারিং ছিল। মেঘলার মা'কে সে আন্টি বলে ডাকতো। তারা মানে মেঘলার পরিবার তাকে (আমিন খান) কে খুব পছন্দ করতে শুরু করে।
২০১৩ সালে ২৩ শে মার্চ মেঘলার ছোট বোন হসপিটালে ছেলে সন্তানের জন্ম দেয়। ঠিক তার পরের দিন ২৪ তারিখ সাভারে রানা প্লাজা ধংশ হয়। অনেক মানুষ মারা যায়, আহা কি করুন দৃশ্য যা সহ্য করার মতো না।
২৫ তারিখ গার্মেন্টস শিল্প ছুটি হয়ে যায়, অনেক আন্দোলন। মেঘলা প্রথমবারের মতো এমন কিছু দেখতে পেল। বোন কে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসতে হবে। অনেক টাকা লাগবে, তখন মেঘলার কাছে এতো টাকা ছিল না। তার মা তাদের সেই আমিন ভাইয়াকে সবটা জানায়, এবং টাকা টা ধার হিসেবে চায়।
কিছু টাকা বাসায় ছিল তাই মেঘলা বাসায় আসে টাকা নিতে। হঠাৎ করে দরজায় কড়া নাড়তে শুনে দরজা খুলে দেখে তাদের সেই প্রিয় আমিন ভাইয়া। ফাঁকা বাসা তারপরও মনে কোন সন্দেহ না নিয়েই দরজা খুলে দেয় মেঘলা এবং বলে সে এখুনি হসপিটালে যাচ্ছে ছোট বোন কে বাসায় নিয়ে আসার জন্য।
কিন্তু তার সাথে এমন কিছু ঘটতে যাচ্ছে তা সে কখনো কল্পনাও করতে পারে নি।
দুই দিন পর বাকি গল্প টা পোস্ট হবে...........