28/07/2025
"🌟 ডাবল লেয়ার মালাই জর্দা 🌟
Esma's kitchen নিয়ে এলো ঘরে তৈরি, সুস্বাদু ডাবল লেয়ার মালাই জর্দা। নরম জর্দা, ঘন মালাইয়ের লেয়ার আর সঠিক মিষ্টির মিশ্রণ, যা আপনার মিষ্টির রুচিকে করবে পূর্ণ।
👉 Esma's kitchen - "ঘরোয়া স্বাদে হৃদয় জয়ের প্রতিশ্রুতি।"
👉 আমাদের ডাবল লেয়ার মালাই জর্দায় ২ লেয়ার মালাই এবং ২ লেয়ার জর্দা থাকবে। মাঝের লেয়ারে ৩/৪/৫ পিস মিষ্টি থাকবে। ১ কেজির বক্সে মিষ্টির সাইজ অনুযায়ী ১৩ থেকে ২৩ টা মিষ্টি থাকবে। হাফ কেজির বক্সে মিষ্টির সাইজ অনুযায়ী ৭ থেকে ১৩ টা মিষ্টি থাকবে।
👉 বেবি সুইট দিয়ে ১ কেজি এবং হাফ কেজি ২ সাইজের বক্স ই থাকবে। তবে বড় মিষ্টি দিয়ে শুধু মাত্র ১ কেজিই হবে।
👉 আমাদের কাছে মিনিমাম ১ দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে।
👉 ছবির সবগুলো একই খাবার শুধু মিষ্টি টা আলাদা।