Lebuwala02 Bolg

Lebuwala02 Bolg লেবুওয়ালা র ভালবাসা নাও,
দলে দলে যোগ দাও
(3)

01/07/2025

আম্মু একবার বলেছিলো, শোন, কেউই এতটা ব্যস্ত নয়, যে দুটো মুহূর্ত সময়ও কিনা বের করতে পারবে না তোর জন্য আসলে তুইই তাদের ততটা Important না, যতটা কিনা তুই তাদের ভাবিস!☺️

I felt that hard.❤️

26/06/2025

কিছু মানুষ সেচ্ছায় একা হয়ে যায়। কি অদ্ভুত কারণে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নেয়। সব কিছু ছেড়ে ছু'ড়ে নেয় এক নিঃসঙ্গ জীবন। যেন, একা থাকার মতো আনন্দ আর কিছুতেই নেই।🖤

26/06/2025

কাউকে ভালোবাসলে তাকে ঠকায়েন না তাকে ভালো একটা সুন্দর জীবন উপহার দিয়েন..!💟

24/06/2025

নামাজ শুধু ফরজ নয়, এটা তোমার হৃদয়ের আরাম, তোমার রবের সঙ্গে সংযোগ।" 🕌

23/06/2025

২ মিনিটের মধ্যে আমার ফোনে বৌয়ের মেসেজ এলো "আমি রাতেই ফিরছি আর্জেন্ট দরকার আছে, ট্যাক্সি পাচ্ছি না দাঁড়িয়ে আছি, ঘর থেকে তুমি বা অন্য কেউ থাকলে যেন না বেরোয়, সামনের বাড়ির জয়িতা বৌদি নজর রাখছে "

সামনের ফ্ল্যাটের জয়িতা বৌদি কে Unknown নম্বর থেকে মেসেজ করলাম "

আপনার বর অফিসে মালা বলে মেয়েটি কে বিয়ে করতে যাচ্ছে কাল আমতলা মন্দিরে দুপুরে বিয়ে করবে, বিশ্বাস না করলে আপনার ব্যাপার, ইতি -আপনার শুভাকাঙ্খী "একটু পরেই ওদের ফ্ল্যাটে চরম হৈ চৈ বাসন পত্র ফেলার আওয়াজ শোনা যাচ্ছে।

পাশের বাড়ির সোনালী বৌদি কে Unknown নম্বর থেকে মেসেজ করলাম "-আপনার বর আমাকে পাগলের মতো ভালোবাসে, আপনি আমাদের প্রেমে কাঁটা হয়ে কেনো বসে আছেন, লজ্জা করে না আপনার? এখনও বরের ফোন চেক করে দেখুন, আমার নম্বর থেকে ৪/৫ টা I Love You মেসেজ অন্তত পেয়ে যাবেন। একটু পরেই চরম গন্ডগোলের আওয়াজ পেলাম পাড়াময় চিৎকার হচ্ছে।

*সামনের বাড়ির রিটায়ার্ড জেঠু কে Unknown নম্বর থেকে মেসেজ করলাম "

আপনার বাড়ির ছাদের দরজা কাটছে ৩/৪ জন লোক মুখে কাপড় বেঁধে, তাড়াতাড়ি ছাদে যান একটু পরেই ওদের বাড়ির সবাই শুনছি ছাদে হল্লা করছে এবার আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, কোলবালিশ টা টেনে নিলাম - কি শান্তি তে ঘুম এলো।

20/06/2025

মনে চাপা কষ্টের বোঝা অনেক ভারী।চাপা কষ্টের মাঝে হাসি মুখের আড়ালে অনেক কিছু লুকিয়ে থাকে।রাত গভীর হয়, আর আমার মনের ভেতর অজানা এক কষ্টের সুর বাজে।চাপা কষ্টে দিনগুলো কাটে, রাতগুলো কেটে যায় ভাবনার জালে।চাপা কষ্টের অজুহাতে আমি নিজের কাছে নিজেই অপরাধী।🤐🤐

20/06/2025

"নিশ্চয় আল্লাহ সমস্ত গু'না'হ ক্ষমা করে দিবেন!😊
নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু!
সূরা যুমার : (আয়াত ৫৩)🤎

14/06/2025

মনকে পরিস্কার রাখো কারণ শেষ হিসাবটা কর্মের হবে অর্থের বা সুন্দর্যের না।

11/06/2025

‎গতকাল মোবাইল নষ্ট হওয়ায় রাত ৯ টায় শুয়ে পড়া আমি;আর এইদিকে গুরুতর অসুস্থ ভেবে ঘুমের মধ্যেই আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া আমার পরিবারের লোকজন;চোখ খুলে দেখি আমি ICU তে.!🙂

এইডা ক্যমন আইলাইনার, কেউ নাম জানলে জানান, 🤣🤣
20/05/2025

এইডা ক্যমন আইলাইনার,
কেউ নাম জানলে জানান,
🤣🤣

Thanks 🙏🏻
17/05/2025

Thanks 🙏🏻

নতুন বিয়াইন বাড়ী দাওয়াতে গেলাম
17/05/2025

নতুন বিয়াইন বাড়ী দাওয়াতে গেলাম

Address

Tongi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lebuwala02 Bolg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share