হাতের কাজ করা আমার সখ

হাতের কাজ করা আমার সখ হাতের কাজ আমার সখ।তাই আমি নিজে শিখি আর

02/12/2023

ভূমিকম্প হয়ে গেলো।
আল্লাহ হেফাজত করুন।

30/11/2023

অরগানিক মেহেদি স্টক এ চলে এসেছে♥️
বড় সাইজ ১৩০ টাকা
মিডিয়াম ১০০ টাকা
দ্রুত অর্ডার করুন
সারা দেশে ডেলিভারি দেয়া হয়

28/11/2023
26/11/2023

২৯ শে ডিসেম্বর থেকে হবে অনলাইন ক্লে ক্লাস

26/11/2023

১৫ই ডিসেম্বর থেকে শুরু হবে আমাদের বেসিক আর্ট ক্লাস।সম্পূর্ণ ২মাসের কোর্স।ফি ১২৫০টাকা

26/11/2023

#অনলাইন_কাঠের_গহনা_ক্লাস(লাইভ ক্লাস)

আসসালামু আলাইকুম

কাঠের উপর রঙ তুলি দিয়ে আর্ট করে যে কোন গহিনা বা শোপিস আপনিও করতে পারবেন আমাদের এই ক্লাসের মাধ্যমে।

এই ক্লাসে যা যা থাকছে👇

💐রঙ নিয়ে ধারনা

💐রঙ এর ব্যবহার

💐রঙ উঠে না যাওয়ার টেকনিক

💐কাঠের উপর দৃশ্য আর্ট

💐কানের দুল

💐লকেট,নেকলেস বানানো

💐হাতের চুড়ি,রিং

💐আয়না

💐থাকছে সেল আইডিয়া

📍৫দিনের কোর্স(২২শে ডিসেম্বর থেকেতারিখ।যদি কোন সমস্যা হয় ডেট চেঞ্জ হতে পারে)

📍২২শে ডিসেম্বর তারিখ সন্ধ্যা ৬.৩০মিনিট থেকে ক্লাস শুরু (ক্লাস বুঝে ১০মিনিট থেকে ২ঘন্টা হতে পারে।)

📍ক্লাস ফি ২৫০টাকা।

📍লাইভ ক্লাস হবে ৫দিন।

📍রেজিস্ট্রেশন এর শেষ তারিখ ২০শে ডিসেম্বর তারিখ

💐আপাতত কোন অফলাইন ক্লাস নেই।অনলাইনে যে কোন জায়গা থেকে ক্লাস করতে পারেন ক্লাসে জয়েন না হতে পারলেও পরে ক্লাস করে নিতে পারবেন।

💐ক্লাসটি করতে আপনাকে সম্পূর্ণ টাকা বিকাশ,নগদ বা রকেট সেন্ড মানি বা ক্যাশ ইন করে দিয়ে।পেজে লাস্ট ৩ডিজিট(০০০) বলবেন।যে নাম্বার থেকে আপনি বিকাশ করবেন সেই নাম্বারের।

💐যাদের নূন্যতম জ্ঞান নেই অনলাইন সম্পর্কে তারা আগে ভালো করে খোঁজ নিয়ে বুঝে পরে রেজিষ্ট্রেশন করবেন।অনেকেই না বুঝে টাকা দেন পরে পেজে ঝামেলা করেন।এই দায় ভার আমাদের নয়।

💐লাইভক্লাস শেভ থাকবে ৬মাস।এই ক্লাসের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে তার মেয়াদ ১৫দিন।এর মধ্যে আপনারা কাজ ট্রাই করবেন।

❌কোর্স ফি ফিক্সড, ডিস্কাউন্ট,বাকি ইত্যাদি বলা থেকে বিরত থাকুন❌

❌বিকাশ,নগদ,রকেট এ টাকা না দিয়ে মোবাইল রিচার্জ করলে টাকা গ্রহণ যোগ্য হবে না।সে ক্ষেত্রে আবার টাকা দিয়ে পরেই ক্লাসে এন্ট্রি❌

❌ক্লাস জয়েন করে আবার বলবেন করবো না বা আইডি চেঞ্জ করেন তাহলে সরি একবার টাকা দিবেন একবার আইডি এন্ট্রি পাবে।আর একবার আইডি এন্ট্রি পাওয়ার পর নো এক্সচেঞ্জ ও রিফান্ড❌

ধন্যবাদ

26/11/2023

১লা ডিসেম্বর থেকে শুরু হবে আমাদের অনলাইন টাই ডাই ক্লাস।ফি ৬১০টাকা

গল্পটি পড়তে পারেন খুব সুন্দর আমি এই পর্যন্ত পড়লাম।ভালোই লাগছে
25/11/2023

গল্পটি পড়তে পারেন খুব সুন্দর আমি এই পর্যন্ত পড়লাম।ভালোই লাগছে

গল্পঃ সে কে
লিখাঃ নওমিতা সুপ্তি
পর্ব১০

আয়ানের কথা শোনে নাজিয়া দিন দিন অবাক হচ্ছে। এরকম একটা ছেলে পাওয়া সত্যিই ভাগ্য!
আয়ান মুচকি হেসে খাওয়া শেষ করে চলে গেল বাহিরে।
বাগানে বসে আছে। বাড়ির চারপাশটা পর্যবেক্ষণ করছে। একটা জায়গায় চোখ আটকে যায়।
একটা মেয়ে দাঁড়িয়ে জানালার পাশে। চুলগুলো এলোমেলো। সাদা রঙের একটা কামিজ পরনে। আকাশের দিকে তাকিয়ে আছে।

আয়ান চারপাশটা দেখে এক দৌড়ে ছুটে চলে গেল ঘরের ভিতর।
নিয়ানা আয়ানকে দেখে চমকে পর্দার পিছনে লুকিয়ে যায়।
আয়ান বলল আসসালামু আলাইকুম। পর্দার পিছন থেকে আমার কাছে আসুন।
নিয়ানা ভয়ে ভয়ে আয়ানের সামনে আসে।

আয়ান নিয়ানার মাথায় হাত রেখে চোখ বুঝতেই পুরো ঘর মনে হচ্ছে ঘুর্ণিঝড় হচ্ছে। মনে হচ্ছে পুরো ঘর অন্ধকার হয়ে গেছে।
অন্ধকারের মধ্যে এক কালো বিড়াল হসপিটালে বেডে শুয়ে থাকা এক গর্ভবতী মহিলার পেটের উপর বসে আছে। চারপাশে আরো কিছু কালো পোশাক পরা লোক বলছে হুক হুক হুক বলে জুড়ে জুড়ে হংকার করছে।
তার মধ্যে হঠাৎ মহিলাটির ব্যথা শুরু হয়ে যায় আর তার নরমাল ডেলিভারি শুরু হয়ে যায়।
বাচ্চাটি কালো পশমে ঢাকা। চোখ দুটো বিড়ালের চোখের মতো।
হঠাৎ অন্ধকার আলোকিত হয়ে যায় আর আলোতে জন্ম নেই এক সুন্দর পরীর মতো ফুটফুটে মেয়ে। যার চোখের মনি বিড়ালের চোখের মতো। যে জন্ম থেকেই অটিস্টিকের মতো আচরন।
দুইটার পার্থক্য একটাই। যা আয়ান বুঝে গেছে।
হাত টা ছেড়ে দিতেই নিয়ানা জ্ঞান হারায়।
ওকে বিছানায় শুয়ে দিয়ে আয়ান চলে যায় বাগানে।
চারপাশে খোঁজ করতে থাকে কালো বিড়াল।

নাজিয়া দুপুরের রান্না শেষ করে। গোসল করে আসতেই নোভা বলল নামাজটা পড়ে ফেলুন ভাবি! হতেও পারে আপনার নামাজের ফযিলতে আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে।

নাজিয়া উযু করার জন্য নিজের রুমে আসার সময় খেয়াল করলো নোভা নামাজ পড়ছে। তাহলে পিছনে কে ছিল?
নাজিয়া কিছুটা ভয় পায়। আবার নিজেকে নিজেই সান্ত্বনা দেয় সব মনের ভুল।
উযু করে নামাজ পড়তে দাড়িয়ে যায়।

আসসালামু আলাইকুম। ভাইজান কাজ হয়ে গেছে।
আয়ান সালামের উত্তর নিয়ে বলে আমার কালো বিড়াল চাই! কোথা থেকে আনবে তা জানি না। কিন্তু ওই বিড়ালটাই আমার চাই।
বিড়ালটা আর নিয়ানা একসাথে হলেই নিয়ানা সুস্থ হয়ে যাবে। পরীর মতো একটা মেয়ে।

ঠিকআছে ভাইজান আমরা খোঁজ করবো।

আয়ান নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে আছে।
হঠাৎ খেয়াল করলো দারোয়ানের পায়ে একটা তাবিজ বাঁধা। তাবিজটা দেখে আয়ান মনে করতে থাকে কোথায় দেখেছে এরকম একটা তাবিজ?

পিছন থেকে বলল এ তাবিজ একমাত্র ইফ্রিদদের ঘরেই থাকে। তাদের দাড়া কিছু শয়তান এই তাবিজ আনিয়ে মানুষের ক্ষতি করে।
তবে এই তাবিজের রহস্যের সাথে নিয়ানার রহস্য জুড়িয়ে আছে।
যদি তুমি সঠিক ভাবে পর্যবেক্ষন করো তাহলে সবটা তোমার কাছে পরিষ্কার!

আয়ান নিচে গিয়ে দারোয়ানকে খুঁজে। খুঁজতে খুঁজতে তাকে পেয়ে যায়।
তার চেহারা দেখে মনেই হচ্ছে না সে খারাপ তবুও আয়ান দারোয়ান কে সালাম দিয়ে বলল
আপনার সাথে কথা বলতে পারি?

দারোয়ান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। অনেকবছর ধরে এ বাড়িতে থাকছেন সে।
সালামের উত্তর নিয়ে বলল জ্বি আব্বুজান বলেন কি বলবেন?
আয়ান কথা বলতে বলতে হঠাৎ বলল আপনার মাথায় তো সাপ!

দারোয়ান হাত দিতেই ভয়ে চিৎকার দিতেই আয়ান তার মাথায় হাত দিয়ে চলে যায় তার জগতে!
পুরো পৃথিবীতে ভুমিকম্প হচ্ছে। বন্যা হচ্ছে।
একদল মানুষ দৌড়াদৌড়ি করছে। তার মধ্যে এক বাবা তার সন্তান পরিবার হারিয়ে কাঁদছে।
হঠাৎ সবকিছু ঠিক হতেই একটা সুন্দর হাত সেই লোকটির কাঁধে হাত রাখে।
তাকে উঠায় আর তাকে বাবা বলে সম্বোধন করেন। তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। তার সেবা করেন। কিন্তু সে একজন মহিলা। চেহারা বোঝা যাচ্ছে না। হাতে একটা ট্যাটু কিন্তু কি লিখা সবটাই ঘোলা। একটা ঈগলের ছবি।

সেখানে এক লোক আসে। লোকটি আর কেউ নয়। নিয়ানার বাবা। তার সাথে করে সেই লোকটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর এ বাড়িতেই তার আশ্রয়স্থল।
আশ্রিতা লোকটাই হচ্ছে মতিন মিঞা। মানে দারোয়ান।

হঠাৎ একটা আলো আসে। আলোর মধ্যে সেই ট্যাটু আঁকা হাত। হাতে তাবিজ। যা মতিন মিঞার হাতে দিয়ে বলছে এটা সাথে থাকলে নিয়ানা সুস্থ হয়ে যাবে।

হঠাৎ গাড়ির হর্ণের আওয়াজ।
দারোয়ান চোখ খুলতেই সে ভাবছে কিরে আমি এখানে দাঁড়িয়ে আছি কেনো? আমি তো বিশ্রাম নিতে এসেছি।

নাজিয়া নাজিমকে বলছে তুমি এসেছো? আরে সাথে তো নাইমাও আছে দেখছি। কেমন আছো নাইমা?
নাইমা মুচকি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি।
নিয়ানা কোথায়?
নাজিয়া বলল ও তো ওর ঘরে।
নোভা আর নাইম এসে নাজিমের সাথে কথা বলছে।
আয়ান এসে সালাম দিতেই নাইমা আয়ানের দিকে ঘুরে তাকায়।
আয়ানের দিকে তাকাতেই নাইমার কেমন অস্বস্তি লাগছিল। কেমন জ্বালাপোড়া করছিল।

আয়ানকে দেখে নাজিম বলছে মাশাআল্লাহ আয়ান বাবা কত বড় হয়ে গেছে নাইম।

নাইম বলল হুম বাবাকে ছাড়িয়ে গেছে।
নোভা আর নাজিয়া হাতেহাতে কাজ করছে।
এদিকে আয়ানের প্রশংসায় পঞ্চ মুখ নাজিম আর নাইম

নাইমা দ্রুত নিয়ানার রুমে যায়।
নিয়ানাকে জড়িয়ে ধরে বলে নিয়ানা মামুনী আর মাত্র কয়টা দিন তারপর তুমি হবে আমার
বলতেই
কেউ একজন বলল তার আগেই আপনি হবেন আমার স্বীকারী।

হঠাৎ করেই উধাও।
নাইমা আশেপাশে তাকায় কাউকেই দেখতে পায় না।
মনের ভিতর ভয় কাজ করে। আর নিজেকে নিজে বলতে থাকে সময় খুব কম। কেউ হয়তো জেনে ফেলেছে। যা করতে হবে দ্রুত!
আমার পথের কাটা আমাকে দুর করতেই হবে!
তার জন্য যা করছি ঠিক করছি।

রাতে নাইমা নিয়ানার ঘরে বসে নিয়ানার মাথার চুল বেঁধে দিচ্ছে।

নাজিম নাইম নোভা গল্প করছে আর খেলা দেখছে।
নাজিয়া রান্না করছে।

আয়ান এসে নাজিয়ার সাথে হাতেহাতে গল্প করছে। হঠাৎ করেই জিজ্ঞেস করে নাইমা আন্টি উনি আঙ্কেলের কি হোন?
নাজিয়া বলল আরে নাইমা?
ও তো তোমার আঙ্কেলের বান্ধবী! ছোট বেলার বান্ধবী।
আয়ান বলল তার বিয়ে হয়নি? মানে তার সাথে তার সন্তান নেই তাই বললাম।
না বাবা তার তো বিয়েই হয়নি। সন্তান থাকবে কি করে?
ওহ! আঙ্কেলের সাথে তার সম্পর্ক অনেক ভালো।

নাহ! সাপ আর বেজি ছিল। নাইমাকে তো সহ্য করতে পারতো না। কারণ কি জানো?
কি?
আমাকে বিয়ে করার পর নাইমা আমার পিছনে লাগতো। অনেক ক্ষতি করার চেষ্টাও করেছিল
কিন্তু পারেনি
তোমার আঙ্কেল তো ওকে দেখতেই পারতো না।
জানো তো আমার মেয়েটা যখন গর্ভে আসলো হঠাৎই নাইমা ভালো হয়ে গেল। আমার কেয়ার করা শুরু করলো। কিন্তু আমার মেয়েটা অসুস্থ হয়ে জন্ম নিলো।
তারপর থেকেই তোমার আঙ্কেল ভেঙ্গে পরে। আর নাইমা তার আরো ভালো বন্ধু হয়ে যায়।

আয়ান বলল ওহ আচ্ছা। আন্টি আপনার কি কখনো মনে হয় না একটা খারাপ মানুষ হঠাৎ করে আপনার ভালো চায়তে শুরু করলো তার পিছনে এমন কি কোনো রহস্য নেই তো? বা তার খারাপ উদ্দেশ্য?

নাজিয়া আয়ানের দিকে তাকাতেই নাজিয়া বলে উঠলো কখনো তো এভাবে ভাবিনি বাবা!
তাহলে কি নাইমার দুটো মুখোশ??

চলবে......
(গল্প পড়ে মন্তব্য করবেন। কেমন হয়েছে!)

23/11/2023

আগামীকাল থেকে আমাদের লং মেহেদী কোর্স শুরু হতে যাচ্ছে যেটি ১ মাস ব্যাপী চলবে।
যারা জয়েন করতে চান আর লাস্ট ডেট পেমেন্ট করার।
তাই দ্রুত দিয়ে জয়েন করে ফেলুন❤️

19/11/2023

বলুন তো বাংলাদেশের বিভাগ কয়টি?

16/11/2023

খোঁজ নিয়ে দেখুন, আপনার খুব পছন্দের এবং কাছের মানুষগুলোই আপনার নামে সবচেয়ে বেশি সমালোচনা করে !

12/11/2023
09/11/2023
07/11/2023

#অনলাইন_বেসিক_টু_এডভান্স ডিজাইন_ফুল_মেহেদি_ক্লাস
#সার্টিফিকেট_কোর্স

তারিখঃ২৯শে নভেম্বর থেকে (১ মাসের ক্লাস)
সময়ঃসন্ধ্যা ৭টা থেকে ৮টা
ক্লাস সংখ্যা:১৮টি
পরিক্ষা :৩টি

💐ক্লাস ফি:১৫০০টাকা

🟢বিকাশ /নগদ নাম্বার 01959190479(personal)
🔴রকেট নাম্বার
01790699619(personal)
যা যা শেখানো হবেঃ

🔴বেসিক লাইন গুলো, কিভাবে টানতে হয়,কিভাবে বোল্ড করা লাগে।
🟢বেসিক ফুল(লোটাস,গোলাপ,ও অন্যান্য ফুল)
🔵সঠিক ভাবে পাতা করার নিয়ম
🟣বেসিক যে গুলো শেখানো হবে তা দিয়ে প্যাটার্ন
🟡প্যাটার্ন থেকে ডিজাইন করা
🟤 সঠিক ভাবে ফিংগার আর্ট করার কৌশন
🟢 শেডিং টেকনিক
⚪ মেহেদি ধরার সঠিক নিয়ম
🟣কোন জায়গায় প্রেসার দিবেন আর কখন হালকা হবে তা শিখানো হবে
🔴 কখন মোটা ও কখন চিকন লাইনার হবে তা জানতেন হবে
🟣মান্ডালা ডিজাইন
🟤কলকা ডিজাইন
🟢ফিলার ডিজাইন
🔵স্টার্টিং বর্ডার
🟠সেমি ব্রাইডাল
🔵ব্রাইডাল
🟣এরাবিক ডিজাইন
🔴রাজেস্থানি ডিজাইন
🟤দুবাই ডিজাইন
🟡ময়ূর আর্ট
🟣আরও থাকছে অসংখ্য টিপস

🌹আমাদের সিক্রেট ফেইসবুক গ্রুপে লাইভ মেহেদি ক্লাস। এখানে সার্টিফিকেট এর সফট কপি দেয়া হবে।নিজেরা নিজের মতো করে প্রিন্ট করে নিবেন।

🌹বিকাশ করে নিজের বুকিং দিয়ে রাখুন.

🌹ক্লাস শেষ হওয়ার পরেও আমরা সব সময় আপনাদের পাশে থাকবো।ফেইসবুক সিক্রেট গ্রুপে ক্লাস করানো হবে। ফি পেমেন্ট করার পর ক্লাস লিংক দেওয়া হবে।এবং মেসেঞ্জার গ্রুপে লিংক গ্রুপে পোস্ট করে দেয়া হবে ক্লাস শুরু হওয়ার আগের দিন।

🌹আমাদের ক্লাস শেষ এ আপনি ১০০% মেহেদি দিতে পারবেন।

❌বিঃদ্রঃ বিকাশকৃত টাকা অফেরতযোগ্য। তাই ভেবে চিনতে ক্লাসে জয়েন করবেন।❌

❌ভুল করে মোবাইল রিচার্জ দিবেন না।দিলে এইটা গ্রহণ যোগ্য হবে না❌

07/11/2023

আসসালামু আলাইকুম

#অনলাইন_গ্লাস_আর্ট_ক্লাস

তারিখঃ১০/১১ নভেম্বর (২দিন)
সময়ঃসন্ধ্যা ৬.৩০ থেকে ৮টা পর্যন্ত ক্লাস
ক্লাস ফি :৫১০টাকা
এই বছরের শেষ ব্যাচ

যা যা শেখানো হবেঃ

🟡রঙ দিয়ে ধারণা
🔴ফয়েল পেপার আর্ট
🟤গ্লাসে আর্ট করার টেকলিক
🟣আউট লাইনারের কাজ
🟢রঙ উঠে যাবে না
🟠কিভাবে আর্ট করবেন তার নিয়ে পেপার প্র‍্যাক্টিস
🔵ফ্রি হ্যান্ড কিভাবে করবেন
🔴গ্লাস ছাড়া আর কি কি কাজ করা যায় তার আইডিয়া

🌿বিকাশ করে নিজের বুকিং দিয়ে রাখুন.

🌿ক্লাস শেষ হওয়ার পরেও আমরা সব সময় আপনাদের পাশে থাকবো
ফেইসবুকের সিক্রেট গ্রুপে ক্লাস করানো হয়। ফি পেমেন্ট করার পর ক্লাস লিংক দেওয়া হবে।

❌কোন মানুষের সাথে লিংক বা ভিডিও শেয়ার করা যাবে না❌

বিঃদ্রঃ বিকাশকৃত টাকা অফেরতযোগ্য। তাই ভেবে চিনতে ক্লাসে জয়েন করবেন।যেহেতু আমরা ক্লাসে আগে থেকেই সব দিয়ে রাখি তাই আমরা কোন ক্লাসের টাকা ফেরত দিব না।

💚সারাজীবন সেভ থাকবে💚

❌ভুল করে মোবাইল রিচার্জ দিবেন না।দিলে এইটা গ্রহণ যোগ্য হবে না❌

06/11/2023
04/11/2023

২৯শে নভেম্বর থেকে শুরু হবে আমাদের মেহেদি ক্লাস

02/11/2023

ইয়ে মানে 🙄মেসেঞ্জারে
কে কে যেন আমার ফোন
নাম্বার চেয়েছেন 😊এখানে
ফোন নাম্বার টা দিয়ে দিচ্ছি🙃
০১৭৩ বোকার মধ্যে পটেটো 😃
লারবেন চারবেন খাইবেন 🤣
এই নাম্বারে কল দিলে আমারে পাইবেন 😄😄
😂😂😂😂😂😂😂😂😂

01/11/2023

গ্লাস প্রিন্ট ক্লাস ১০ম নভেম্বর থেকে শুরু ফি ৫১০টাকা

01/11/2023

পাঞ্চ নিডল ক্লাস শুরু হবে ৩য় নভেম্বর। ফি ৫১০টাকা।

31/10/2023

পাঞ্চ নিডল ক্লাস ৫১০টাকা(৩য় নভেম্বর)
কুশিকাটার অনলাইন ক্লাস ২৫৫০টাকা(৩য় নভেম্বর)
গ্লাস প্রিন্ট ক্লাস ৫১০টাকা (১০ম নভেম্বর)
মেহেদি ক্লাস ১৫০০টাকা অনলাইন ক্লাস (২৯নভেম্বর)
মাঝের একটা সপ্তাহ ফাকা এখানে ২৫কে উপলক্ষে কেক ক্লাস হবে।

30/10/2023

আপনারা প্লিজ ম্যাসেজ অপশন অফ রেখে পেজে টেক্সট করবেন না 🙂

29/10/2023

❝D❞ দিয়ে ইংরেজি শব্দ তৈরি করুন,
অন্যজন তার শেষের অক্ষর দিয়ে নতুন শব্দ তৈরি করবে!🥰🥰

29/10/2023

অনলাইন মেহেদি ক্লাস শুরু হবে এই নভেম্বর মাসে।ফি ১৫০০টাকা।১মাসে ১৮টি ক্লাস ও ৩টি পরিক্ষা মূলক ক্লাস হবে।

Address

Savar
1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাতের কাজ করা আমার সখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাতের কাজ করা আমার সখ:

Videos

Share

Category

Nearby media companies