17/07/2025
শিশু ময়না।🥺😞😭
দু’দিন নিখোঁজ থাকার পর
ওকে পাওয়া গেলো র*ক্তাক্ত, নি*থর,
একটি মসজিদের দ্বিতীয় তলায়।
হ্যাঁ, মসজিদ! যা একটি পবিএ স্থান,
সেই জায়গায় ধ*র্ষণ ও হ*ত্যার মতো পা*শবিকতা!
এই ঘটনার জন্য ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আজ শুধু স্তব্ধ না,
লজ্জিতও!
এই ঘটনা শুধু ময়নার না,
এটা পুরো জাতির বিবেকের অবক্ষয়!
কতদিন আমরা এভাবে চোখ বন্ধ করে থাকব?😡😡
ধ*র্ষকের সাময়িক চাহিদা মেটানোর জন্য কত শিশু নিধন করবে এসব জা*রজরা! 😡😡
দেশে এখন দরকার ইসলামিক প্রথা মেনে ধ*র্ষণের শাস্তি রজম হ*ত্যা,তাহলেই এসব বন্ধ হবে।
ধ*র্ষিতার নাম থেকে বেশি ধ*র্ষকরে নাম বেশি ভাইরাল করুন যাতে এসব পা*পাচার বন্ধ হয়।
আছিয়ার মতো আরেকটি নিষ্পাপ জীবনের পরিসমাপ্তি হলো 🥺
এসব ছোট শিশুরা আর কত ধ*র্ষিত হবে!
একজন মানুষের জীবনের চাইতে ধ*র্ষকের চাহিদা মেটানো কি এতটাই বেশি যে ৯ বছরের শিশু রেহাই পায় না তাদের নোং*রা দৃষ্টি থেকে!
ধ*র্ষণ করে শিশু নিধন করে যারা,তারা কি আদৌ মানুষের কাতারে পড়ে!🤬
এদের ঘরে কি বোন আর মেয়ে সন্তান কি নেই যে অন্যের বাচ্চার দিকে নোং-রা নজর দিতে দু'বার ভাবে না!
যেখানে বাপ-ভাইয়ের ভূমিকা পালন করার কথা সেখানে কিভাবে ধর্ষ-ণ করে তারা এসব ছোট বাচ্চাদের! 😡
ভাবতে অবাক লাগে তারা কারো পুএ,কারো কারো ভাই,কারো স্বামী,কারো বাবা!
ধিক্কার জানাই এসব নর*পশুদের, রক্ষকের বদলে ভক্ষক হওয়ার জন্য!🤬
ছিঃ বাংলাদেশ 😡 ছিঃ বাংলাদেশ 😡