12/09/2025
✨ ডাকসু নির্বাচন ও নেতৃত্বের সংস্কৃতি থেকে শিক্ষা ✨
ডাকসুর ভিপি ও জুলাই আন্দোলনের অন্যতম নায়ক আবু সাদিক কায়েম-এর পাশে যে তরুণকে দেখা যায়, তিনি আর কেউ নন — বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল গোলাম পরোয়ার সাহেবের ছেলে।
👉 সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ক্যাম্পাসে শিবিরসহ বিভিন্ন এক্টিভিজমে সক্রিয়।
👉 ডাকসু নির্বাচনে শিবির প্যানেল করতে গিয়ে তাকে রাখা হয়নি।
👉 আশ্চর্যের বিষয়, এই সিদ্ধান্তে না শিবির, না জামায়াত, না সেক্রেটারী জেনারেল—কেউ কোনো হস্তক্ষেপ করেনি।
👉 সাদিক কায়েম ও তার টিম যেভাবে ভেবেছে, সেটাকেই তিনি হাসিমুখে মেনে নিয়েছেন।
মনোনয়ন না পেয়েও তিনি সাধারণ কর্মীর মতো দিনরাত সাদিক কায়েমের পাশে থেকেছেন। নির্বাচনের দিনও ভিপির সঙ্গে ছুটেছেন, সিনেট ভবনে গলা ফাটিয়ে স্লোগান তুলেছেন।
এখন একটু অন্য দলের দিকে তাকাই—
মনে করুন, মির্জা ফখরুল বা ওবায়দুল কাদের সাহেবের ছেলে যদি এভাবে রাজনীতিতে থাকতো, তাহলে কি তারা তাকে মনোনয়ন না দিয়ে সাধারণ কর্মীর মতো থাকতে দিতো?
তাদের ছেলেরা কি শাখা সভাপতির আনুগত্য করে মাঠে-ঘাটে লড়াই করতো?
নাকি ভিআইপি লাইফস্টাইলে থেকেই সরাসরি পদ-পদবি পেয়ে যেতো?
🟢 এখানেই মূল পার্থক্য।
এ জায়গায় অন্য সব দল শিবিরের কাছে হারবে।
যদি কাজ করার সুষ্ঠু পরিবেশ মেলে, শিবিরই একদিন বৈপ্লবিকভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে সমৃদ্ধ করতে সক্ষম হবে।
#ডাকসু #নেতৃত্ব #বাংলাদেশ #রাজনীতি #ঢাবি #শিবির #আবু_সাদিক_কায়েম #নতুন_প্রজন্ম #ভিপি #ছাত্ররাজনীতি #পরিবর্তন #আদর্শ #সততা #ত্যাগ #রাজনৈতিক_সংস্কৃতি #বাংলার_ভবিষ্যৎ