এআই ফিল্মস

এআই ফিল্মস Watch our videos, share with others, and enjoy a new level of entertainment!"

Chayani Rasulpur, Rasulpur, Post Office: Rasulpur,
Gafargaon, Mymensing
"AI Films – A new platform for creating Reels videos and reaction content using AI technology.

নববর্ষের র‍্যালির জন্য তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই প্...
13/04/2025

নববর্ষের র‍্যালির জন্য তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই প্রতিকৃতিটি নির্মাণ করা হচ্ছে। বাঁশ দিয়ে তৈরি এই প্রতিকৃতি র‍্যালিতে প্রদর্শিত হবে স্বৈরাচারবিরোধী প্রতীক হিসেবে।

শিল্পী মাহমুদুল হাসান বলেন, "আমাদের এবারের নববর্ষের প্রতিপাদ্য— নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অপসান। এই বার্তা পৌঁছে দিতে চাই সকল মানুষের কাছে।"

নববর্ষের আনন্দ হোক অন্যায়ের প্রতিবাদে শক্তির উৎস!

পেজ: এআই ফিল্মস
#এআইফিল্মস #নববর্ষ২০২৫ #স্বৈরাচারের_প্রতিকৃতি #চারুকলা #র‍্যালি #ফ্যাসিবাদ_বিরোধী

নববর্ষের র‌্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের প্রতিকৃতি। বাঁশ দিয়ে ...
13/04/2025

নববর্ষের র‌্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের প্রতিকৃতি। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি।

মঙ্গলবার (৮ এপ্রিল) চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিকৃতিটি তৈরিতে ব্যস্ত থাকতে দেখা যায়। প্রতিকৃতি তৈরির অন্যতম শিল্পী ভাস্কর্য মাহমুদুল হাসান বলেন, আমাদের এবারের নববর্ষের প্রতিপাদ্য ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।

দৈত্যাকৃতির প্রতিকৃতির পরিকল্পনা কীভাবে এসেছে জানতে চাইলে চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম বলেন, নববর্ষ উদযাপন কমিটি, অনুষদের বর্তমান-সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মিলিতভাবে এমন একটি প্রতিকৃতি প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছেন।

02/04/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Alan Jeriko Rihi, Laily Akther Jannat, Md Abul Hashem, Ismail Sirajgi, Sagar Kuntal, Selet Fua Ahmed Mahin, Kingi Hone , Pi Vendor

30/03/2025
পেঁয়াজ সংকট: ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন উত্তেজনাসম্প্রতি পেঁয়াজ ইস্যুতে ভারত ও বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে। ভারতের ক...
28/03/2025

পেঁয়াজ সংকট: ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন উত্তেজনা

সম্প্রতি পেঁয়াজ ইস্যুতে ভারত ও বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে। ভারতের কৃষি নীতির পরিবর্তন ও রপ্তানি নিষেধাজ্ঞার ফলে সীমান্তে পেঁয়াজের বিশাল মজুদ তৈরি হয়েছে।

ভারতে পেঁয়াজ সংকটের কারণে বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে, যার ফলে বাংলাদেশও প্রভাবিত হচ্ছে। অন্যদিকে, সীমান্তে শত শত টন পেঁয়াজ পচে যাচ্ছে, যা কৃষকদের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের মধ্যে পেঁয়াজ বাণিজ্য পুনরায় স্বাভাবিক না হলে সাধারণ জনগণের ওপর চাপ আরও বাড়বে।

এ বিষয়ে আপনার মতামত কী? আপনি কি মনে করেন, সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত? মন্তব্যে জানান!

ড. ইউনূসকে নিয়ে এতদিন একটা সাধারণ ধারণা ছিল—তিনি মূলত ইউরোপ-আমেরিকার ঘনিষ্ঠ। সেই হিসেবে চীন বা রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্...
28/03/2025

ড. ইউনূসকে নিয়ে এতদিন একটা সাধারণ ধারণা ছিল—তিনি মূলত ইউরোপ-আমেরিকার ঘনিষ্ঠ। সেই হিসেবে চীন বা রাশিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক শীতল হওয়ার কথা।

কিন্তু আজ জানলাম, বাস্তবতা পুরোই ভিন্ন! তিনি চীনের কাছের মানুষই নন, বরং হাইনান প্রদেশের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। ভাবুন একবার!

আমাদের দেশে কেউ একটা সাধারণ কমিটির সভাপতি হলেও হম্বিতম্বি শেষ থাকে না। অথচ এই মানুষটি চীনের সরকারি উপদেষ্টা ছিলেন, আর আমরা সেই খবর পর্যন্ত রাখিনি!

শফিক ভাইয়ের কাছে শুনলাম বিষয়টা, কারণ ইউনূস সাহেব কখনো নিজে এসব প্রচার করেননি।

আমার এক প্রফেসর বলেছিলেন, তিনি যখন জাপানে পিএইচডি করছিলেন, তখন একবার ড. ইউনূস সেখানে সফরে যান। জাপানিজরা সাধারণত ছুটি দিতে চায় না, কিন্তু সেদিন তাঁরা নিজ উদ্যোগেই বলেছিল—"এত বড় একজন মানুষ আসছেন, তোমার অবশ্যই তাঁকে দেখতে যাওয়া উচিত।"

ফজলু ভাই বলতেন, ড. ইউনূস যত বড়, আমরা যতটা ভাবি, তিনি তার চেয়েও বড়। এখন বুঝি, কথাটা সত্যি!

এই মানুষটিকে শুধু আমেরিকা বা ইউরোপ নয়, চীন-রাশিয়া থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত কাজে লাগিয়েছে। অথচ আমরা, এই জাতি, তাঁকে নিজেদের জন্য কাজে লাগাতে পারিনি! কী দুর্ভাগ্য আমাদের!

রমজানের শেষ দশকের বিশেষ আমলমসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল-সুদাইস রমজানের শেষ দশকের জন্য একটি সহজ কিন্তু অত্য...
22/03/2025

রমজানের শেষ দশকের বিশেষ আমল

মসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল-সুদাইস রমজানের শেষ দশকের জন্য একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের পরামর্শ দিয়েছেন—

১️⃣ প্রতিদিন সামান্য দান করুন – এক টাকা বা এক দিরহাম দান করুন। যদি এটি লাইলাতুল কদরের রাতে হয়, তবে আপনি ১০০০ মাস বা ৮৪ বছরের প্রতিদিনের দানের সওয়াব পাবেন।

2️⃣ দুই রাকাত নফল নামাজ পড়ুন – এই সামান্য ইবাদত যদি কদরের রাতে হয়, তবে ৮৪ বছর ধরে প্রতিদিন এটি আদায়ের সওয়াব লাভ করবেন।

3️⃣ তিনবার সূরা ইখলাস পাঠ করুন – এটি যদি কদরের রাতের মধ্যে পড়ে, তবে পুরো কুরআন একবার খতম করার সওয়াব পাবেন।

আমল ছড়িয়ে দিন, সওয়াব অর্জন করুন

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে আহ্বান করে, সে সেই আমলকারীর সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু আমলকারীর সওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।

হীরার লোভ ও বুদ্ধিমান শিকারীএকবার এক ছোট্ট ইঁদুর খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে রাজপ্রাসাদে ঢুকে পড়ল। আশেপাশে ভালো কিছু খুঁ...
22/03/2025

হীরার লোভ ও বুদ্ধিমান শিকারী

একবার এক ছোট্ট ইঁদুর খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে রাজপ্রাসাদে ঢুকে পড়ল। আশেপাশে ভালো কিছু খুঁজতে গিয়ে সে হঠাৎ চকচক করা একটা বস্তু দেখে ভেবেই নিল, এটা নিশ্চয়ই কোনো সুস্বাদু খাবার! দ্বিতীয়বার ভাবার সুযোগ না দিয়েই গিলে ফেলল সেই বস্তুটি, যা আসলে ছিল এক মহামূল্যবান হীরা!

এদিকে সকালে রাজার মুকুট থেকে হীরাটি হারিয়ে যাওয়ায় রাজপ্রাসাদে তোলপাড় শুরু হয়ে গেল। রাজার হীরা চুরি! রাজা সঙ্গে সঙ্গে রাজ্যের সেরা জ্যোতিষীকে ডেকে পাঠালেন। গণনা করে জ্যোতিষী জানালেন, হীরাটি কোনো মানুষ নয়, এক ইঁদুর গিলে ফেলেছে!

রাজা সেনাপতিকে আদেশ দিলেন, “যেভাবেই হোক, আমার হীরা ফেরত চাই!” সেনাপতি রাজ্যে ঢেঁড়া পিটিয়ে ঘোষণা দিলেন— “যে ব্যক্তি হীরা উদ্ধার করতে পারবে, তাকে রাজকোষ থেকে বিশাল পুরস্কার দেওয়া হবে!”

একজন বুদ্ধিমান শিকারী এই ঘোষণার কথা শুনে রাজসভায় হাজির হলো। সে বলল, “মহারাজ, আমি হীরা উদ্ধার করতে পারবো!” রাজা অনুমতি দিলেন, আর শিকারী তৎক্ষণাৎ ইঁদুর খোঁজার কাজে নেমে পড়ল।

শিকারী এক পর্যায়ে দেখল, হাজার হাজার ইঁদুর দৌড়াদৌড়ি করছে, একে অপরের সঙ্গে মিশে আছে। কিন্তু একটা ইঁদুর সবার থেকে দূরে, এক কোণে এক ইটের ওপর বসে আছে। তার চোখেমুখে এক অদ্ভুত গর্বের ভাব, যেন সে ইঁদুরদের রাজা!

শিকারী হেসে উঠল, তারপর সে কোনো দ্বিধা না করেই ওই ইঁদুরটাকে ধরে ফেলল। পেট চিরতেই চকচকে হীরাটি বেরিয়ে এলো! শিকারী রাজার সামনে গিয়ে তা তুলে ধরল।

রাজা খুশি হয়ে বললেন, “তুমি এত হাজার ইঁদুরের মধ্যে কিভাবে বুঝলে যে এই ইঁদুরটাই হীরা গিলে ফেলেছে?”

শিকারী মুচকি হেসে বলল, “মহারাজ, এটা খুবই সহজ! যে মূর্খ হঠাৎ করে ধনী হয়ে যায়, সে নিজের পুরোনো সাথীদের ভুলে গিয়ে নিজেকে আলাদা ভাবতে শুরু করে। এই ইঁদুরটাও হীরা গিলে নিজেকে ইঁদুরদের রাজা ভেবে বসেছিল। তাই সে বাকিদের সঙ্গে মিশতে চাইছিল না। এটাই ওর সবচেয়ে বড় ভুল!”

নীতিকথা:

হঠাৎ ধনবান হয়ে গেলে যারা অহংকারী হয়ে পড়ে এবং আপনজনদের এড়িয়ে চলে, তারা নিজের ধ্বংস নিজেই ডেকে আনে!

Address

Tongi Gazipur
Tongi
2223

Website

Alerts

Be the first to know and let us send you an email when এআই ফিল্মস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share