22/03/2025
হীরার লোভ ও বুদ্ধিমান শিকারী
একবার এক ছোট্ট ইঁদুর খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে রাজপ্রাসাদে ঢুকে পড়ল। আশেপাশে ভালো কিছু খুঁজতে গিয়ে সে হঠাৎ চকচক করা একটা বস্তু দেখে ভেবেই নিল, এটা নিশ্চয়ই কোনো সুস্বাদু খাবার! দ্বিতীয়বার ভাবার সুযোগ না দিয়েই গিলে ফেলল সেই বস্তুটি, যা আসলে ছিল এক মহামূল্যবান হীরা!
এদিকে সকালে রাজার মুকুট থেকে হীরাটি হারিয়ে যাওয়ায় রাজপ্রাসাদে তোলপাড় শুরু হয়ে গেল। রাজার হীরা চুরি! রাজা সঙ্গে সঙ্গে রাজ্যের সেরা জ্যোতিষীকে ডেকে পাঠালেন। গণনা করে জ্যোতিষী জানালেন, হীরাটি কোনো মানুষ নয়, এক ইঁদুর গিলে ফেলেছে!
রাজা সেনাপতিকে আদেশ দিলেন, “যেভাবেই হোক, আমার হীরা ফেরত চাই!” সেনাপতি রাজ্যে ঢেঁড়া পিটিয়ে ঘোষণা দিলেন— “যে ব্যক্তি হীরা উদ্ধার করতে পারবে, তাকে রাজকোষ থেকে বিশাল পুরস্কার দেওয়া হবে!”
একজন বুদ্ধিমান শিকারী এই ঘোষণার কথা শুনে রাজসভায় হাজির হলো। সে বলল, “মহারাজ, আমি হীরা উদ্ধার করতে পারবো!” রাজা অনুমতি দিলেন, আর শিকারী তৎক্ষণাৎ ইঁদুর খোঁজার কাজে নেমে পড়ল।
শিকারী এক পর্যায়ে দেখল, হাজার হাজার ইঁদুর দৌড়াদৌড়ি করছে, একে অপরের সঙ্গে মিশে আছে। কিন্তু একটা ইঁদুর সবার থেকে দূরে, এক কোণে এক ইটের ওপর বসে আছে। তার চোখেমুখে এক অদ্ভুত গর্বের ভাব, যেন সে ইঁদুরদের রাজা!
শিকারী হেসে উঠল, তারপর সে কোনো দ্বিধা না করেই ওই ইঁদুরটাকে ধরে ফেলল। পেট চিরতেই চকচকে হীরাটি বেরিয়ে এলো! শিকারী রাজার সামনে গিয়ে তা তুলে ধরল।
রাজা খুশি হয়ে বললেন, “তুমি এত হাজার ইঁদুরের মধ্যে কিভাবে বুঝলে যে এই ইঁদুরটাই হীরা গিলে ফেলেছে?”
শিকারী মুচকি হেসে বলল, “মহারাজ, এটা খুবই সহজ! যে মূর্খ হঠাৎ করে ধনী হয়ে যায়, সে নিজের পুরোনো সাথীদের ভুলে গিয়ে নিজেকে আলাদা ভাবতে শুরু করে। এই ইঁদুরটাও হীরা গিলে নিজেকে ইঁদুরদের রাজা ভেবে বসেছিল। তাই সে বাকিদের সঙ্গে মিশতে চাইছিল না। এটাই ওর সবচেয়ে বড় ভুল!”
নীতিকথা:
হঠাৎ ধনবান হয়ে গেলে যারা অহংকারী হয়ে পড়ে এবং আপনজনদের এড়িয়ে চলে, তারা নিজের ধ্বংস নিজেই ডেকে আনে!