12/09/2025
নিম্নে বর্ণিত কারণে ভারতের সাথে একতরফা চুক্তিসমূহ বাতিল করা উচিত। এছাড়াও
"স্বদেশী পণ্য কিনে হউন ধন্য। শিল্প বাঁচান, বেকারত্ব দূর করুন। যে সকল পণ্য এদেশে উৎপন্ন হয় সেগুলো নিজে কিনুন এবং কিনতে উৎসাহিত করুন। যেগুলো এদেশে নেই অথবা ঘাটতি রয়েছে সেগুলো আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যাচাই করে ক্রয় করা উচিত।
নিম্নলিখিত কারণে ভারত এবং ইসরাইলের পণ্য (Code 729, 890) বয়কট করুন":
১। সীমান্তে হত্যা,
২। একতরফা ট্রানজিট ব্যবহার (বেনাপোল থেকে তামাবিল ও আখাউড়া, বাংলাবন্দ থেকে ঘুমধুম), ৩। নদীর উজানে বাঁধ দিয়ে মরুভূমিতে পরিনত,
৪। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও প্রশ্রয়,
৫। আমাদের কর্মক্ষেত্র দখল (১৫ লাখ+১১ লাখ),
৬। একতরফা বাণিজ্যিক শোষণ এবং দেশীয় শিল্প কারখানা ধ্বংস,
৭। আমাদের স্বার্বভৌমত্বের উপর খবরদারি,
৮। শিক্ষাক্রম ধ্বংস, নাচগানের শিক্ষাক্রম চালু,
৯। আকাশ সংস্কৃতির মাধ্যমে আগ্রাসন,
১০। আমাদের টিভি মিডিয়ায় ভারতীয় বিজ্ঞাপনের দখল এবং এদেশের বিরুদ্ধে অপপ্রচার,
১১। রোহিঙ্গা বিষয়ে মায়ানমারকে সহযোগিতা,
১২। প্রায় ফ্রীতে চট্টগ্রাম বন্দর ব্যবহার।
১৩। এদেশের উপর দিয়ে চলাচলকারী উড়োজাহাজের আকাশ ক্লিয়ারেন্স ফি গ্রহণ।
১৪। "বিগ বি" প্রকল্পের আওতায় মাতারবাড়ী থেকে পার্বত্য চট্টগ্রাম হয়ে সেভেন সিস্টার্স পর্যন্ত বাংলাদেশের খরচে রাস্তা তৈরি করা হচ্ছে।
১৫। সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টকে জোর করে টাটা গাড়ি চাপিয়ে দেয়া ইত্যাদি অনেক বিষয়।
১৬। জোর করে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে বাধ্য করা ইত্যাদি।
১৭। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং "র" এর এজেন্ট কর্তৃক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ।
১৮। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার একচেটিয়া মিথ্যাচার এবং সম্প্রীতির বন্ধন নড়বড়ে করে দেয়া।
১৯। বেশি মাত্রায় দাদাগিরি, অবৈধ নির্বাচনে ইন্ধন জোগানো, এক তরফা অর্থনৈতিক, রাজনৈতিক সুবিধা গ্রহণ। এদেশের সার্বভৌমত্বে বৃদ্ধাঙ্গুলি দেখানো ইত্যাদি।
২০। আশির দশকে সুন্দরবনের দক্ষিণে জেগে উঠা দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল।
২১। দুর্নীতিবাজদের আশ্রয় প্রদান।
২২। "র" এর এজেন্ট দ্বারা শ্রমিকদেরকে উস্কে দিয়ে গার্মেন্টস শিল্প ধ্বংসের পাঁয়তারা।
২৩। "র" এর এজেন্ট দ্বারা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অরাজকতা সৃষ্টি ইত্যাদি।
২৪। সংখ্যালঘুর নাটক সাজিয়ে আন্তর্জাতিকতার রূপ দিচ্ছে।
২৫। "ইসকন" এর মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অসাম্প্রদায়িকতা উস্কে দেয়া।
২৬। এদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বুদ্ধি প্রতিবন্ধী সরকারের আমলে মোট ২০ টি চুক্তি এবং ৬৬ টি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে বাধ্য করা।
২৭। ফেনীর পাশে মীরেরসরাই এলাকায় ১৫০০ একর জায়গা ইপিজেড হিসেবে বরাদ্দ নিয়ে রাজনৈতিক (গোয়েন্দাগিরির) কাজে ব্যবহার করছে।
২৮। এদেশ থেকে নিরিহ মানুষকে গুম করে ভারতের কারাগারে আটক রাখা (গত ০৫ মার্চ ২০২৫ তারিখে গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী ১০৬৭ জন অদ্যাবধি ভারতের কারাগারে আটক রয়েছে)।
২৯। চামড়ার মূল্য কমিয়ে চামড়া শিল্প ধ্বংসের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বিলুপ্ত করার পরিকল্পনা।
৩০। হায়দরাবাদ এবং সিকিমের মত অঙ্গ রাজ্য করার নীল নকশা প্রণয়ন।
৩১। এদেশের সামরিক সামগ্রী ক্রয়ে বাধা প্রদান, লালমনিরহাট, ফেনী ও কুমিল্লা এয়ার ফিল্ড চালু করতে বাধা প্রদান।
৩২। রোহিঙ্গা ও বাংলাভাষীদের এদেশে অবৈধ পুশ ইন ইত্যাদি।
আপনার টাকা (ডলার) থাকলে মূল্য যাচাই করে যেকোন দেশের পণ্য কিনতে পারবেন। কোন দেশ মাগনা পণ্য দেয় না।
So patriots should boycott Indian products and also media.
শেয়ার করুন।