30/07/2023
#রেজাউল করিম হত্যার বিচার চাই!
#বেফাক সভাপতির, পদতেগ চাই😡
যাত্রাবাড়ী বড় মাদরাসায় পড়তো রেজাউল করিম। পারিবারিকভাবে আর্থিক সংকটের কারণে পড়াশোনার পাশাপাশি টুপি আতর তাসবীহ ইত্যাদি বিক্রি করে প্রয়োজন মেটাতো।
সপ্তাহের প্রতি শুক্রবার জুমার পূর্বে বিভিন্ন মসজিদে গিয়ে এগুলো বিক্রি করতো, গতকাল গোলাপ শাহ মসজিদ থেকে বিক্রি শেষ করে মাদ্রাসায় ফেরার পথে বাইতুল মোকাররম প্রাঙ্গনে আ'লীগের দুই পক্ষের সংঘ*র্ষের আটকে পরে, পরে বিপক্ষদলের কর্মী ভেবে তাকে পি*টিয়ে ও ছুড়ি দিয়ে শহী*দ করা হয় 😥😥
অথচ বিষয়টি কেন যেন আড়ালে চলে গেছে৷ সাধারণ মানুষ তো বটেই, সংবাদ মাধ্যমেও তাকে নিয়ে কোনো বিশেষ আলোচনা নেই। কেউ হয়তো শুধু খবর প্রকাশ করেই দায় সেড়েছে। কেউ হয়তো তারও প্রয়োজন বোধ করেনি! কারণ কি? মাদরাসা ছাত্র!
একবার ভাবুন তো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের সাথে এমন হতো তবে কি হতো?
আর বেফাক বিব্রিতী দেয় ২,দিন পরে😡
ভাবতেই অবাক লাগে😡
আগে বুঝতাম না,, কেন জাহান্নামের প্রথম কাতারে
আলেম রা কেন থাকবে🥲
আরো বড় আশ্চর্যের বিষয় হল রেজাউল যে মাদ্রাসার ছাত্র সেখানকার মুহতামিম এদেশের শীর্ষ একজন আলেম। সারা দেশের ওলামায়ে কেরামের অভিভাবক। তারাও বিষয়টি নিয়ে নিশ্চুপ। বরং শোনা যাচ্ছে বিষয়টি নিয়ে আন্দোলন করা হলে নাকি মাদ্রাসার ছাত্রদের বহিষ্কার করা হবে। আল্লাহ পাক আমাদের এই ধরনের হেকমতের জিল্লতি থেকে রক্ষা করুন।
(নিহতের নাম হাফেজ রেজাউল করিম। শেরপুরর নকলায় তার গ্রামের বাড়ি। বয়স মাত্র ২১ বছর)