Sirat Islamic Media

Sirat Islamic Media ইসলামিক ভিডিও, বাংলা ইসলামিক ওয়াজ, Mujahid media,New was 2022, Bangla New Waz

03/06/2024

আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর হুজুরের কন্ঠের বক্তব্য শুনলাম, কারা মুক্তির পর প্রথম মাহফিল,,,

09/03/2024

হাফেজ মাওঃ ওমর ফারুক বিক্রমপুরী

ওরা বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলো ওদের কলোনিয়াল দাস বানানোর জন্য। কিন্তু আজরের ঘরে জন্মে নিলেন ইবরাহিম। ওদের জাহিলিয়াতের কা...
22/01/2024

ওরা বিশ্ববিদ্যালয় তৈরী করেছিলো ওদের কলোনিয়াল দাস বানানোর জন্য। কিন্তু আজরের ঘরে জন্মে নিলেন ইবরাহিম। ওদের জাহিলিয়াতের কারখানায় জন্ম নিলো জাতির সাহসী সন্তানেরা। এভাবেই যুগে যুগে ঈমানের জাগরণ কুফুরের ঘুমকে হারাম করে।

Asif Mahtab Utsha ও Mohammad Sorowar Hossain স্যাররা আমাদের সম্পদ। তাদের যত্ন ও পরিচর্যা করা উচিত। তাদের দিকে অভিভাবকত্ব ও সমর্থনের হাত বাড়ানো উচিত। বিদ্যমান জাহিলিয়াতের মাঝে জ্বলে ওঠা এই ঈমানী স্ফুলিঙ্গগুলোকে দাবানলে রূপ দেয়া উচিত।
আসুন, আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াই। তাদেরকে বুঝিয়ে দেই, ঈমানের এই আন্দোলনে তারা একা নন।©️

14/09/2023

আল্লাহ তার সকল নবীদের যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন
***iAnichurRahmanAshrafi

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊনকোরআনের পাখি ৮:৪০-এ দুনিয়ার সফর শেষ করেছেন। আল্লাহ যেন জান্নাত নসিব করেন
14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন
কোরআনের পাখি ৮:৪০-এ দুনিয়ার সফর শেষ করেছেন। আল্লাহ যেন জান্নাত নসিব করেন

সত্যের জয় হবে ইনশাআল্লাহ, আজকে আদালতের প্রাঙ্গণে আল্লামা মামুনুল হকের বক্তব্য জাতিকে জানিয়ে দিলেন ।
08/08/2023

সত্যের জয় হবে ইনশাআল্লাহ, আজকে আদালতের প্রাঙ্গণে আল্লামা মামুনুল হকের বক্তব্য জাতিকে জানিয়ে দিলেন ।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,আসাদ নূর নামক  এই কুলাঙ্গার ।আমাদের প্রাণাধিক প্রিয় মহা নবী মোহসম্মাদ (সা.) কে নিষ্ঠুর...
06/08/2023

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,

আসাদ নূর নামক এই কুলাঙ্গার ।
আমাদের প্রাণাধিক প্রিয় মহা নবী মোহসম্মাদ (সা.) কে নিষ্ঠুর ও মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে।

আমি অনতিবিলম্বে এই কুলাংগার আসাদ নুর কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি।

 #রেজাউল করিম হত্যার বিচার চাই! #বেফাক সভাপতির, পদতেগ চাই😡যাত্রাবাড়ী বড় মাদরাসায় পড়তো রেজাউল করিম। পারিবারিকভাবে আর্থিক ...
30/07/2023

#রেজাউল করিম হত্যার বিচার চাই!
#বেফাক সভাপতির, পদতেগ চাই😡

যাত্রাবাড়ী বড় মাদরাসায় পড়তো রেজাউল করিম। পারিবারিকভাবে আর্থিক সংকটের কারণে পড়াশোনার পাশাপাশি টুপি আতর তাসবীহ ইত্যাদি বিক্রি করে প্রয়োজন মেটাতো।

সপ্তাহের প্রতি শুক্রবার জুমার পূর্বে বিভিন্ন মসজিদে গিয়ে এগুলো বিক্রি করতো, গতকাল গোলাপ শাহ মসজিদ থেকে বিক্রি শেষ করে মাদ্রাসায় ফেরার পথে বাইতুল মোকাররম প্রাঙ্গনে আ'লীগের দুই পক্ষের সংঘ*র্ষের আটকে পরে, পরে বিপক্ষদলের কর্মী ভেবে তাকে পি*টিয়ে ও ছুড়ি দিয়ে শহী*দ করা হয় 😥😥

অথচ বিষয়টি কেন যেন আড়ালে চলে গেছে৷ সাধারণ মানুষ তো বটেই, সংবাদ মাধ্যমেও তাকে নিয়ে কোনো বিশেষ আলোচনা নেই। কেউ হয়তো শুধু খবর প্রকাশ করেই দায় সেড়েছে। কেউ হয়তো তারও প্রয়োজন বোধ করেনি! কারণ কি? মাদরাসা ছাত্র!

একবার ভাবুন তো যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রের সাথে এমন হতো তবে কি হতো?
আর বেফাক বিব্রিতী দেয় ২,দিন পরে😡
ভাবতেই অবাক লাগে😡
আগে বুঝতাম না,, কেন জাহান্নামের প্রথম কাতারে
আলেম রা কেন থাকবে🥲

আরো বড় আশ্চর্যের বিষয় হল রেজাউল যে মাদ্রাসার ছাত্র সেখানকার মুহতামিম এদেশের শীর্ষ একজন আলেম। সারা দেশের ওলামায়ে কেরামের অভিভাবক। তারাও বিষয়টি নিয়ে নিশ্চুপ। বরং শোনা যাচ্ছে বিষয়টি নিয়ে আন্দোলন করা হলে নাকি মাদ্রাসার ছাত্রদের বহিষ্কার করা হবে। আল্লাহ পাক আমাদের এই ধরনের হেকমতের জিল্লতি থেকে রক্ষা করুন।

(নিহতের নাম হাফেজ রেজাউল করিম। শেরপুরর নকলায় তার গ্রামের বাড়ি। বয়স মাত্র ২১ বছর)

29/07/2023

কপাল ভালো বাংলাদেশের জন্ম নিছি, অন্য দেশে হলে এরকম বিনোদন আর পাইতাম না ,,

28/06/2023

তাকবীরে তাশরিক কি ভাবে অসলো তার ইতিহাস
M***i Osman Gani

19/06/2023

জাহেলিয়াতের যুগে কাফেররা যেভাবে পানির জন্য মানত করতেন
🎙️ মুফতি ওসমান গনি

Address

Tongibari
Tongibari

Alerts

Be the first to know and let us send you an email when Sirat Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sirat Islamic Media:

Share

Category