Time Bangla News

Time Bangla News সরকার নিবন্ধন নং-১৫
আদন্দ সংবাদ সবসময়...

কক্সবাজার উখিয়া সীমান্তে ৬৪ বিজিবির কাছে এক আরাকান আর্মি সদস্যের আত্মসমর্পণ! মতিউল ইসলাম (কক্সবাজার) সম্প্রতি সময়ে মায়...
12/08/2025

কক্সবাজার উখিয়া সীমান্তে ৬৪ বিজিবির কাছে এক আরাকান আর্মি সদস্যের আত্মসমর্পণ!

মতিউল ইসলাম (কক্সবাজার)

সম্প্রতি সময়ে মায়নমারের বিদ্রোহী গোষ্টী এবং আরাকান আর্মির চলমান সংঘর্ষে।কয়েক মাস পর পর আরাকান আর্মিরা বাংলাদেশ সীমান্তে এসে বিজিবির কাছে আত্মসমর্পণ করে। পালিয়ে আসা আরকান আর্মি সদস্য জীবনের তথ্য অনুযায়ী, মংডুর ক্যাম্প থেকে আরকান আর্মির ৩০০ সদস্য পালিয়ে গেছে তারা যে কোন মুহূর্তে বাংলাদেশ বিজিবির কাছে আত্মসমর্পণ করতে পারে।
অনুসন্ধান আরো জানা গেছে,
কক্সবাজারের উখিয়া সীমান্তে আরাকান আর্মির এক সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী জীবন তঞ্চঙ্গা (২১) নিজেকে বাংলাদেশের নাগরিক দাবী করেছে। স্বীকারোক্তির বরাত দিয়ে বিজিবি জানিয়েছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে জীবন।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সোমবার সকাল ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে মিয়ানমার থেকে ‘অস্ত্রসহ ওই অনুপ্রবেশকারি’ বিজিবির কাছে আত্মসমর্পণ করে। তার কাছে ছিলো অত্যাধুনিক একটি বিদেশি একে-৪৭, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন।

লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, আরাকান আর্মির সদস্য জীবন তঞ্চঙ্গা সীমান্ত পার করে এসে বিজিবি সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এসময় বিজিবির সদস্যরা অস্ত্রটি জব্দ করে তাকে হেফাজতে নেয়।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তের ওপারে মংডুর একটি ক্যাম্প থেকে পালিয়ে ব্যক্তিগত নিরাপত্তা হুমকির আশঙ্কায় বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। সে জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে আরো প্রায় ৩শর মতো আরাকান আর্মির সদস্য মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়েছে। তারাও যেকোনো সময় পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এসে আত্মসমর্পণ করতে পারে।

পালিয়ে যাওয়া ওইসব সদস্য বাংলাদেশী নাগরিক কি-না- এমন কোনো তথ্য আত্মসমর্পণকারী বিজিবির কাছে দিয়েছে কি-না জানতে চাইলে লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, সে সবাইকে চিনে না, তাই এমন কোনো তথ্য দেয়নি। তারা ক্যাম্পে টিকতে না পেরে পালাচ্ছে।

আত্মসমর্পণকারী ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়াও সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।এই বিষয়ে উখিয়া থানার বিচক্ষণ অফিসার ইনচার্জ আরিফ হোসেনের বক্তব্য দেওয়া হলে তিনি বলেন, জীবনের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়া সম্পন্ন করে,তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নারী-শিশুসহ দগ্ধ ২৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে  রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন...
21/07/2025

উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নারী-শিশুসহ দগ্ধ ২৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে


রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এছাড়া অন্যান্য হাসপাতালে অসংখ্য শিক্ষার্থী চিকিৎসা নিতে জরুরি বিভাগে রয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী-শিশুসহ অন্তত ২৬ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী রয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

উল্লেখ্য, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও।

21/07/2025

উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত


রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি মাইলস্টোন কলেজের ক্যাম্পাসের ওপর আছড়ে পড়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার প্রিয়াঙ্কা হালদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন দুপুর ১টা ১৮ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে আমাদের পাঁচটি ইউনিট কাজ করছে।

এদিকে বিমানটি বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বলে জানিয়েছে ) মানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

বিমান সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির।

21/07/2025

ব্রেকিং নিউজ
বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বি জি আই প্রশিক্ষণ বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়,

কক্সবাজার বিডিএস জরিপের নামে সার্ভেয়ারদের দুর্নীতি,কোটি  টাকা আত্মসাৎ এর অভিযোগ! পর্ব -১ মতিউল ইসলাম কক্সবাজার প্রতিনিধ...
21/07/2025

কক্সবাজার বিডিএস জরিপের নামে সার্ভেয়ারদের দুর্নীতি,কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ! পর্ব -১

মতিউল ইসলাম কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের বিডিএস জরিপে চরম দুর্নীতি ও অনিয়মের ফলে ভূমি মালিকরা হয়রানির শিকার হচ্ছে।খতিয়ান সৃজনের নামে কোটি কোটি টাকা আত্মসাথের অভিযোগ রয়েছে। আরো অভিযোগ আছে সার্ভেয়ার মাসুম হোসেন, সার্ভেয়ার বশর চৌধুরী, সার্ভেয়ার আকাশ, সার্ভেয়ার সগীর এবং সহকারী আরমানের বিরুদ্ধে, অর্থ ছাড়া সেবা না দেওয়ার অভিযোগ আছে।
টাকা ছাড়া খতিয়ান সৃজন করার আবেদন করলে বিভিন্ন তালবাহানা। অভিযোগ আছে
খসড়া খতিয়ান ও আপত্তি নেওয়ার নিয়ম থাকলেও প্রতি খতিয়ান ও আপত্তি দায়ের করার জন্য নিচ্ছে ১০০০ টাকার পরচা ৩০০০ টাকা করে নেয়া হচ্ছে।কিছু কিছু ক্ষেত্রে ৫/৬ হাজার টাকাও নিচ্ছে এমন অভিযোগ ভূমি মালিকদের। এতে করে চরম ক্ষুদ্ধ কক্সবাজার সদর উপজেলার ভূক্তভোগী ভূমি মালিকরা।
সূত্রে জানা যায় - চট্টগ্রাম দিয়ারা অফিসের সেটেলমেন্ট অফিসার সুজন ত্রিপুরা নিজস্ব লোক দিয়ে ডিপি ক্যাম্প পরিচালনা করছে।
গত ২৪/০৬/২০২৫ দুর্নীতি দায়ে ডিপি ক্যাম্পের আলমগীর হোসেন ও প্রজ্ঞানন্দ ভিক্ষু নামে দুইজন অসাধু কর্মকর্তাদের বদলি হলেও
উদ্ধতম কর্মকর্তাদের দৃষ্টির অগোচরে রয়ে গেছে অনেক দুর্নীতিবাজ সার্ভেয়ার। তাদের বিরুদ্ধে আরো অভিযোগ আছে তারা বিডিএস জরিপের সাধারণ গ্রাহকদের কাছ থেকে খতিয়ানের বিভিন্ন সমস্যা দেখিয়ে বিভিন্ন কলাকৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ দুর্নীতিবাজ সার্ভেয়ারদের বিরুদ্ধে। এসব সার্ভেয়ারদের অপরাধ সনাক্ত করে কক্সবাজার সদর ঝিলংজা মৌজার দায়িত্বরত যে সার্ভেয়ার রয়েছে তাদের দ্রুত অপসারণ করা না হলে, কক্সবাজার সদরে আরো বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা । তাদের এই অসৎ কর্মকাণ্ডের কারণে উদ্ধতম কর্তৃপক্ষের মান সম্মান নিয়ে বিপাকে পড়বেন বলে মন্তব্য করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
অনুসন্ধান আরো জানা গেছে সেটেলমেন্ট অফিসার সুজন ত্রিপুরার নিজস্ব লোক
দিয়ে ঘুষ বাণিজ্য সহ নানান অনিয়ম করাচ্ছে । তথ্য মতে, ডিপি ক্যাম্পে নামে মাত্র একজন সহকারী সেটেলমেন্ট অফিসার আবু শাহীন আযাদ থাকলেও মূল ডিপি ক্যাম্প পরিচালনা করছে সুজন ত্রিপুরা। জমির মালিকদের বাধ্য করা হচ্ছে টাকা দিতে।

ডিপি ক্যাম্পের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলেও কৌশলে আপত্তি গ্রহণের সময় বৃদ্ধি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এই সিন্ডিকেটরা । এখনো আপত্তি চলমান থাকলেও
আলমগীরের নেতৃত্বে রয়েছে আরেকটি দালাল চক্র তাদের দিয়ে আপত্তি শুনানির সময় মামলার রায় পক্ষে দেওয়ার আশ্বাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ ভুক্তভোগী জমির মালিকদের।

এছাড়া ও শাহীন আযাদের বিরুদ্ধে ও মাঝে মধ্যে এই সিন্ডিকেট দ্বারা ষড়যন্ত্র হচ্ছে এমনটি জানালেন নামপ্রকাশে অনিচ্ছুক ডিপি ক্যাম্পের এক কর্মচারী।

নজরুল ইসলাম নামের একজন জানান- ডিপি ক্যাম্পে প্রতিটি আপত্তি কেইসে ৩/৪ হাজার করে দিতে হচ্ছে। এই বিষয়ে সুজন ত্রিপুরা নামের একজন কে অভিযোগ দেওয়ায় লোক দেখানো অফিসে তার নিয়ন্ত্রিত সিন্ডিকেট টিকে বকাবকি করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এখনো বহাল তবিয়তে ঐ সিন্ডিকেটর সৈয়দ আলী এবং
সুজন ত্রিপুরা ডিপি ক্যাম্পের এই দুর্নীতিবাজ সিন্ডিকেট এর অন্যতম মাফিয়া।

তেতৈয়া মৌজার ডিপি ক্যাম্পের সেবা নিয়ে নাখোশ স্থানীয় লোকেরাও। সেবাগ্রহীতাদের অভিযোগ এ অফিসে ঘুষ ছাড়া কোনো সেবাই মিলে না। এ অনিয়মের সাথে অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত। এছাড়াও রয়েছে দালালদের দৌরাত্ন্য।

সেবাগ্রহীতাদের অভিযোগে জানা গেছে, জমির রেকর্ডের খসড়া পর্চা, জমি আপত্তি দায়ের সংক্রান্ত সব সেবার ক্ষেত্রেই অতিরিক্ত টাকা গুণতে হয়। এর যোগসূত্র হচ্ছে চট্টগ্রাম সেটেলমেন্ট অফিসার সুজন ত্রিপুরা ।

জোনাল সেটেলমেন্ট অফিসের ওয়েবসাইটে প্রদর্শিত সিটিজেন চার্টার অনুযায়ী, ভূমি মালিকদের নিকট থেকে নির্দিষ্ট অংকের রাজস্ব কোর্ট ফি নেওয়ার কথা থাকলেও অতিরিক্ত টাকা নিচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে। অনেকে ভয়ে আপত্তি শুনানি করার সময় ক্ষতি হবে চিন্তা করে কথা বলছে না। এই সিন্ডিকেটটি বহিরাগত দালাল দিয়ে জমির মালিকদের এই বার্তা দিচ্ছে।

এ বিষয়ে সুজন ত্রিপুরা কাছে বক্তব্য নেওয়া জন্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি, তাই তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। এসব অপরাধীদের বিরুদ্ধে দ্রুতআইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছেন কক্সবাজারের সচেতন মহল।

17/07/2025

কক্সবাজার অবৈধ ভবনের বিরুদ্ধে, টাইম বাংলা নিউজের ধারাবাহিক প্রতিবেদনের পর গুড়িয়ে দিল ভবন #২০২৫ #টাইম বাংলা নিউজ

কক্সবাজা অবৈধ ভবনের বিরুদ্ধে  টাইম বাংলা লিউজের প্রতিবেদনের পর গুঁড়িয়ে দিয়েছ  ভবন মতিউল ইসলাম(মতি) :কক্সবাজার উন্নয়ন ...
17/07/2025

কক্সবাজা অবৈধ ভবনের বিরুদ্ধে টাইম বাংলা লিউজের প্রতিবেদনের পর গুঁড়িয়ে দিয়েছ ভবন

মতিউল ইসলাম(মতি) :

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি টিম নিয়মিত অবৈধ ভবন দেখে আসলেও নীরবতা পালনে রহস্য কী ?

উক্ত এলাকায় একাধিক পাহাড় কাটার অভিযোগ, পাহাড় কেটে অবৈধ ভবন নির্মাণের অভিযোগ থাকা সত্বেও নেই কোন বন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান। কাদের ইন্ধনে উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর নীরব ভুমিকা পালন করছে।বিষয়টি জনগণের কাছে প্রশ্নবিদ্ধ।

আওয়ামী লীগ সরকার পতনের পর কক্সবাজার শহরে স্বৈরাচার আওয়ামী সমর্থক নেতাদের সিন্ডিকেটে চলছে পর্যটন জোন কলাতলীতে, প্রতিযোগিতা দিয়ে একের পর এক অবৈধ ভবন নির্মাণের হিড়িক। দ্বিতলকে করা হচ্ছে বহুতলে,আবার কোথাও সড়ক দখল করে চলছে ভবন নির্মান। অনেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই খাস খতিয়ানভুক্ত জায়গায় নির্মাণ করছে বহুতল ভবন। শুধুমাত্র কলাতলীর সৈকত পাড়া মসজিদের দক্ষিণ পাশের পাহাড়ের লাগোয়া জায়গায় গড়ে তোলা হচ্ছে ৫/৬ তলা বিশিষ্ট ৪ টি ভবন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কউক, চাঁদাবাজ ও কথিত সাংবাদিকদের ম্যানেজ করার জন্য রয়েছে আলাদা টিম সিন্ডিকেট ।
এদিকে কলাতলীর বিশেষ এলাকাকে ইকোলুজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষণা করা হলেও কেউ মানছেনা এই আইন।কক্সবাজার সৈকত থেকে উপরে ৩০০ মিটারে নতুন কোন স্থাপনা নির্মাণে ২০১৮ সালে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। ভবন তৈরীতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ও জেলা প্রশাসন এবং অন্য প্রতিষ্ঠানের সঠিক অনুমতির ও প্রয়োজন মনে করছেন না প্রভাবশালীরা।
কয়েকদিন পূর্বে সৈকত পাড়া জামে মসজিদের পাশে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়-মসজিদের দক্ষিণ পাশেই আবাসিক হোটেল রিগ্যাল হোমের অনতিদূরে খাস খতিয়ানভুক্ত পাহাড়ি জায়গায় নির্মাণ করা হচ্ছে একটি বহুতল ভবন। ইতিমধ্যে ভবনটি ছয়তলা পর্যন্ত ছাদ ঢালাই করা হয়েছে। সৈকত পাড়া এলাকার কয়েকজন বাসিন্দা জানায়, এ ছয়তলা ভবনটি নির্মাণ করেন বিভিন্ন জেলা থেকে আসা উক্ত এলাকার ৪-৬জন দোকানদার। উক্ত দোকানদাররা জানান এ ভবনটি দোকান মালিক সমিতির আওতাধীন করা হচ্ছে, এবং উক্ত এলাকার সমাজ কমিটির সদস্যগণ অবগত আছে এবং তারা দেখাশোনা ও করে বলে জানিয়েছে। উক্ত ভবন নির্মাণ কারীরা এদিকে উক্ত ভবনের ঠিক সামনে অবস্থিত চা দোকানদার ভুট্টো জানান উক্ত ভবন নির্মানের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে। এবং উক্ত ভবনটি সমাজের অন্তর্ভুক্ত একটি সমিতির উদ্যোগে নির্মাণ করা হচ্ছে। নামধারী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক বলেন, আপনার কোন বিষয় জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। পরিবেশ অধিদপ্তর ও উন্নয়ন কর্তৃপক্ষ ভবনটি নির্মাণের বিষয়ে অবগত বলেও দাবী করেন তারা।

অন্য দিকে ঠিক একই গলিতে দুইশো গজের মধ্যে রয়েছে ম্যারিন পার্ক কটেজ। এটি দুই তলা হলেও সরকার পরিবর্তনের সুযোগে ৫ তলা পর্যন্ত কাজ চলমান রয়েছে। গত ১ মাসের মধ্যে ৪ টি ছাদ ঢালাই শেষ করেছে কটেজের মালিক। এখানেও রয়েছে কউক ও সাংবাদিক ম্যানেজের কথা বলে টাকা হাতিয়ে নেয়া একটি সিন্ডিকেট । বিনা বাধায় চলছে ভবনের নির্মান কাজ। গেল কয়েক বছর ম্যারিন পার্ক কটেজ বহুতল করার চেষ্টা ব্যর্থ হলেও এক মাসের মধ্যেই উঠে গেছে পাঁচ তলা ভবন। অনেকে কউক'কে ম্যানেজ করে এসব ভবন নির্মাণ করছে বলে দাবি করেছেন।
শুধুমাত্র সৈকতপাড়া মসজিদ এর পেছনের গলিতে আধা কিলোমিটার এর মধ্যেই গড়ে উঠছে অর্ধ ডজন অবৈধ ভবন। গণপূর্তের নির্মিত শিশু উদ্যানের পিছনের গলিতেই গেলে দেখা মেলে এসব অবৈধ ভবন নির্মাণের হিড়িক। ভবন মালিকের অনেকেই নিজেদের নিবন্ধিত জায়গায় নির্মাণের দাবি করলেও প্রকৃতপক্ষে এসব জায়গা খাস খতিয়ানভুক্ত বলে জানান অনেকে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ করে জানিয়েছেন, কলাতলীর সাতটি পয়েন্টে সুযোগ বুঝেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে অবৈধ ভবন মালিকরা। এর মধ্যে সবচেয়ে বেশি নির্মাণ করা হচ্ছে সৈকত পাডা মসজিদ সংলগ্ন পেছনের গলির উভয় পাশের এক কিলোমিটার জায়গায়। কেউ একতলা ভবনকে পাঁচ তলায় রূপান্তর করছে, আবার অনেকেই নতুন করে বহুতলভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। সরকারি জায়গায় এবং সম্পূর্ণ পাহাড়ের সাথে লাগোয়া কিভাবে ভবন নির্মাণ করা হচ্ছে , সেটি অনেকের কাছে বিস্ময়। অনেকটা প্রতিযোগিতা দিয়েই চলছে এসব ভবন নির্মাণের কাজ। অনেকের অভিযোগ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ শুধুমাত্র স্মরণ আবাসিক এলাকার মধ্যেই নজরদারি বাড়িয়ে ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু সৈকত পাড়ার আশেপাশের এলাকায় গণহারে বেড়ে উঠছে অবৈধ স্থাপনা। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিস্প্রভ ভূমিকার কারণে সহজেই এসব অবৈধ ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করার জন্য রয়েছে একটি সিন্ডিকেট। ঐ সিন্ডিকেট প্রতিটি ভবন থেকে গণহারে চাঁদাবাজি করছে বলেও অভিযোগ রয়েছে।

উন্নয়ন কর্তৃপক্ষের কতিপয় কর্মকর্তা ভবন নির্মাণের খবর জানার পরেও অজ্ঞাত কারণে চুপ রয়েছেন বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। কতিপয় কর্মকর্তা ভবন নির্মাণস্থল পরিদর্শনে এসে ম্যানেজ হয়ে ফিরে গেছে বলে জানিয়েছেন একাধিক সূত্র।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন জানান, ওই লোকেশনে অবৈধ ভবণ নির্মাণের বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। আমি আগামীকালের মধ্যেই একটি টিম পাঠাবো। তারা খবরা-খবর নিয়ে অবৈধ হলে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এই বিষয়ে কাউকে ছাড় দিতে রাজি নয়। সর্বোচ্চ সততা এবং পেশাদারিত্বের মধ্যেই আমি কাজ চালিয়ে যাব।

কক্সবাজার টেকনাফে র‌্যাবকে লক্ষ্য করে গুলি,ডাকাত মো: রুবেল আটকমতিউল  ইসলাম মতি (কক্সবাজার) প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে...
17/07/2025

কক্সবাজার টেকনাফে র‌্যাবকে লক্ষ্য করে গুলি,ডাকাত মো: রুবেল আটক

মতিউল ইসলাম মতি (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে কুখ্যাত ডাকাত শফির অন্যতম সহযোগী ও একাধিক মামলার পলাতক আসামি মোহাম্মদ রুবেলকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-১৫।
১৬ জুলাই বুধবার দুপুরে র‌্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।
আটককৃত মোহাম্মদ রুবেল (২৭) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার আব্দুল গফুরের ছেলে।
সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী শফি ডাকাত তার সশস্ত্র সহযোগীদের নিয়ে পশ্চিম লেদা এলাকার ডাকাত খালেকের বাড়িতে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানের শুরুতেই শফি ও তার দল র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
তাদের ধাওয়া করে র‌্যাব শফির সহযোগী রুবেলকে একটি লোডেড অস্ত্রসহ আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে রুবেলের দেখানো মতে তার সহযোগীদের ফেলে যাওয়া ১টি শটগান, ৩টি দেশীয় অস্ত্র (লোকাল গান), ১২টি তাজা গুলি, ৪২টি খালি শটগান ও এলজির কার্তুজ এবং ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

র‌্যাব অধিনায়ক জানান, অভিযানে ডাকাত শফির সঙ্গে থাকা ১১ জন সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলো: মো. আলম, মো. খালেক, সৈয়দ নূর, রাসেল ওরফে আব্বুইয়া, কামাল হোসেন, আনোয়ার সাদেক, আব্দুর রহমান, রবিউল হাসান ওরফে রবিয়া, আব্দুল আউয়াল ওরফে বুড়া পতিয়া, মোহাম্মদ আসিফ ও ইমাম হোসেন।
তিনি আরও জানান, চক্রটি টেকনাফের গহীন পাহাড় ও সমতলে দীর্ঘদিন ধরে ডাকাতি, মুক্তিপণ আদায়, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত। ডাকাত শফির বিরুদ্ধে ৫টি অপহরণ, ৪টি অস্ত্র, ২টি ডাকাতির প্রস্তুতি, ৩টি মারামারি, ২টি হত্যা ও সরকারি কর্তব্যে বাধা দেওয়ার ১টিসহ মোট ১৭টি মামলা রয়েছে। তাকে এবং তার সহযোগীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

16/07/2025

ব্রেকিং
গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

16/07/2025



ডেস্ক রিপোর্ট :

গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপির পদযাত্রায় হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বর্তমানে এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন।

বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় এনসিপি নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করেন। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহনকারী একটি গাড়ির চালক বলেন, সমাবেশ শেষ করে বের হওয়ার সাথে সাথে আমাদের ওপর হামলা চালানো হয়।

এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী সংবাদমাধ্যমে বলেন, সারাদেশের আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে। আমরা সমাবেশ শেষ করে বের হওয়ার সাথে সাথে তারা আমাদের ওপর হামলা করে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা না পাওয়ার অভিযোগও করেন তিনি।

কক্সবাজার রামু মাদ্রাসাছাত্রীকে জোর পূর্বক তুলে নিয়ে ধর্ষণ: থানায় এজেহার!মতিউল ইসলাম কক্সবাজার প্রতিনিধ :  বধু সেজে শশুর...
14/07/2025

কক্সবাজার রামু মাদ্রাসাছাত্রীকে জোর পূর্বক তুলে নিয়ে ধর্ষণ: থানায় এজেহার!

মতিউল ইসলাম কক্সবাজার প্রতিনিধ :

বধু সেজে শশুর বাড়িতে আর যাওয়া হলো না, বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন, চলছিল গায়ে হলুদের অনুষ্ঠান। রাত পেরোলেই বউ সেজে শশুর বাড়ি যাওয়ার স্বপ্নে বিভোর কনে। অথচ একটিমাত্র ভিডিও’র কারণে ভেঙে তছনছ হয়ে গেল ফাহমিদা জান্নাত মাহিমার স্বপ্ন।

এই অমানবিক ঘটনাটি ঘটেছে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চেইন্দা ছড়ারকুল গ্রামে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী ফাহমিদা বাদী হয়ে রামু থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

ভুক্তভোগীর পরিবার ও দায়ের করা লিখিত এজাহার সূত্রে জানা যায়, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চেইন্দা ছড়ারকুল এলাকার সৌদি প্রবাসী ফজল করিমে মেয়ে ফাহমিদা জান্নাত মাহিমা ফকিরা মুরা মাদ্রাসায় পড়াকালে তাকে প্রতিনিয়ত ইভটিজিং ও উত্যক্ত করত রিয়াদ নামে এক বখাটে। সে একই ইউনিয়নের আছমারঘোনা, খরাতি ঘোনা এলাকার মৃত মোস্তফার বখাটে পুত্র।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে রিয়াদের পরিবারকে বারবার নালিশ জানালেও বখাটে রিয়াদ বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছিল। বখাটে রিয়াদের ধারাবাহিক উৎপাতে এক পর্যায়ে ফাহমিদাকে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেন তার পরিবার।

সম্প্রতি পার্শ্ববর্তী এলাকার জনৈক শহিদুল আলম এর সাথে পারিবারিকভাবে বিবাহ ঠিক করে তার পরিবার। এবং যথারীতি কাবিন নামাও সম্পন্ন হয়। গেলো ১১ জুলাই ফাহমিদা জান্নাত মাহিমাকে আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে সম্পন্ন করে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার দিনক্ষণ চুড়ান্ত করে বর শহিদুল আলম ও তার বাড়ীর লোকজন ।

এমতাবস্থায় গত ০১ জুলাই দুপুরে ফাহমিদা কম্পিউটার ট্রেনিং এর ক্লাস শেষ করে বাড়ী ফেরার পথে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ছাদের পাড়া এলাকায় নির্জন স্থানে পৌছিলে আগে থেকে উৎপাতে থাকা বখাটে মোহাম্মদ রিয়াদ তার সহযোগীদের নিয়ে ফাহমিদাকে জোর পূর্বক সিএনজি টেক্সী যোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে কক্সবাজার শহরের অজ্ঞাতনামা একটি কক্ষে আটকে রেখে জোর পূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে এবং তার ব্যবহৃরিত মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে।

এর পরে একই দিন সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকার সময় বনতলা রাস্তার মাথায় ফাহমিদাকে নামিয়ে দিয়ে ধর্ষক রিয়াদ সটকে পড়ে। বিষয়টি ভুক্তভোগী ছাত্রী তার পরিবারকে জানালেও তারা বিয়ে ভেঙে যাওয়ার ভয়ে বিষয়টি চেপে রাখে।

এতো কিছুর পরও বিবাহের দুই দিন পূর্বে অর্থাৎ গত ০৯ জুলাই দূর্ধর্ষ ছিনতাইকারী ধর্ষক রিয়াদ তার মোবাইলে ধারণকৃত আপত্তিকর ছবি ও ভিডিও ভুক্তভোগীর হবু বর জনৈক শহিদুল আলম এর নিকট পাঠলে বিয়ের আগের রাত মেহেদী অনুষ্ঠান চলাকালে বরপক্ষ বিয়ে ভেঙ্গে দেন।

এই ঘটনায় চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ে মেয়েটি ও তার পরিবার। বিয়ের যাবতীয় ব্যয় ও নানা আনুষ্ঠানিকতায় প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ফাহমিদার পরিবার। এই ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উক্ত ধর্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন ফাহমিদার পরিবার।

কক্সবাজার টেকনাফ বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণমতিউল ইসলাম (কক্সবাজার) প্রতিনিধি::কক্সবাজারের ...
13/07/2025

কক্সবাজার টেকনাফ বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মতিউল ইসলাম (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের টেকনাফে বন্যায় প্লাবিত সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি সমুদ্র তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিতকল্পে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণের ফলে টেকনাফ উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে স্থানীয় মানুষ পানি বন্দি হয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় ১০ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টা ৩০ মিনিট হতে বিকাল ৪ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও ওব্ররাং এলাকায় বন্যা কবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারদের সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Address

Tungipara

Alerts

Be the first to know and let us send you an email when Time Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Time Bangla News:

Share

Category