27/08/2025
ক্ষমতা কখনোই দায়িত্বশীলদের জন্য সুখের নয় সুবিধা বাদিদের জন্য সুখের। যেমনটা আমাদের দেশে বিশ্বকে জানাতে হবে- নেতৃত্ব মানে বিলাসিতা নয়, দায়িত্ব আর সাদাসিধে জীবন।
তিনি কোনো সাধারণ শ্রমিক নন, তবুও কর্মস্থলে যান সাইকেল চালিয়ে।
তিনি একজন আফগান মন্ত্রী, অথচ তাঁর জুতার দাম মাত্র ১০০-১২০ টাকা।
এ দৃশ্য মনে করিয়ে দেয়- আসল নেতৃত্ব ক্ষমতা বা প্রভাব দেখানো নয়, বরং সরল জীবনের দৃষ্টান্ত স্থাপন করা।
আমরা ইউরোপের নেতাদের জীবনযাপন দেখে মুগ্ধ হই, কিন্তু হযরত ওমর (রাঃ) এর উত্তরসূরীদের সেই ত্যাগী, সাধারণ জীবন আমাদের মনে স্পন্দন তোলে না।
প্রকৃত নেতা তার সাদামাটা জীবনে, তার জবাবদিহিতায়, আর মানুষের প্রতি দায়বদ্ধতায়।
এই বার্তা ছড়িয়ে দেওয়া দরকার- যেন বিশ্ব বুঝতে পারে, নেতৃত্ব মানে মানুষের সেবা, বিলাসিতা নয়।
কপি পোস্ট