Techno Verge

Techno Verge Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Techno Verge, Social Media Agency, Dhaka.
(1)

ব্যবসার সাফল্য একটি সুদূরপ্রসারী যাত্রা। যা শুরু হয় সঠিক পরিকল্পনা পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মধ্য দিয়ে। বাংলাদেশে আমরাই ডাটা ড্রিভেন মার্কেট স্টাডিজি দিয়ে থাকি। আস্থা রাখুন, আমাদের দীর্ঘ ৮ বছরের অভিজ্ঞতার এবং ডাটা ড্রিভেন মার্কেট স্ট্রাটেজির উপর।

TOP 10 AI tools to level up your life 🤑📈1. ChatGPT.com – solves anything2. RecCloud.com – converts speech to text3. MidJ...
04/08/2025

TOP 10 AI tools to level up your life 🤑📈

1. ChatGPT.com – solves anything
2. RecCloud.com – converts speech to text
3. MidJourney.com – generates art
4. Replit.com – writes and runs code
5. Synthesia.ai – creates AI videos
6. Soundraw.io – produces music in seconds
7. Fliki.ai – turns text into TikToks
8. Starry.ai – creates AI avatars
9. SlidesAI.io – makes presentations for you
10. PicWish.com– edits photos fast

A conversational AI system that listens, learns, and challenges

22/07/2025
ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'...
20/06/2025

ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!'

১. ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে আ'ঘা'ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন, আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে, ওরা আপনার সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্র'তা'রক চক্র

২. ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু, তাঁর কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন, ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাঁদের আস্তানাতে নিয়ে ব্লাক মে*ইল করবে।

৩. শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা, রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা, এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪. রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাঁদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না, সব হারাবেন, মেয়ে দিয়ে ব্লাক মে'ইল করবে।

৫.গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌ*লতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬. যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম, আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭. রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছি*নতাই করে ছাদ থাকে ফেলে দেয়

৮.লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯.যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০.হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নে*শাখোর ওঁত পেতে থাকে ছি*নতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে, সচেতনতা সৃষ্টিতে শে*য়ার করে সকলকে জা'নি'য়ে দিন।

ভালো থাকুন, সুস্থ থাকুন,
সৃষ্টিকর্তাকে স্মরণে রাখুন।
- সংগৃহীত

🎬 কিভাবে AI দিয়ে ভিডিও বানাবেন নিজের ভয়েস ছাড়াই?Topic:  ✅ ধাপ ১: স্ক্রিপ্ট লিখুন (আপনার ভিডিওর লেখাটা তৈরি করুন)আপনি যা ...
17/06/2025

🎬 কিভাবে AI দিয়ে ভিডিও বানাবেন নিজের ভয়েস ছাড়াই?

Topic:

✅ ধাপ ১: স্ক্রিপ্ট লিখুন (আপনার ভিডিওর লেখাটা তৈরি করুন)

আপনি যা বলতে চান, সেটা সুন্দরভাবে বাংলা বা ইংরেজিতে লিখে নিন।

উদাহরণ:
"আজ আমরা জানব কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়…"

---

✅ ধাপ ২: AI ভয়েস ব্যবহার করুন (Text to Speech)

আপনার লেখাটাকে কণ্ঠে পরিণত করবে AI, আপনার নিজের ভয়েস লাগবে না।

🛠️ সেরা ফ্রি বাংলা AI ভয়েস ওয়েবসাইট:

1. 🔗 https://elevenlabs.io (English only - ভালো মানের)

2. 🔗 https://bhashini.gov.in/tts (বাংলা সাপোর্ট করে)

3. 🔗 https://ttsdemo.com (বাংলা Text-to-Speech)

---

✅ ধাপ ৩: ভিডিও বানান AI টুল দিয়ে (Text → Video)

🛠️ সেরা ফ্রি ভিডিও তৈরি করার AI টুলস:

1. 🎞️ https://invideo.io

আপনার লেখা দিয়ে ভিডিও বানায়

টেমপ্লেট, ভয়েস ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়

2. 🎞️ https://pictory.ai

শুধু লেখা দিন → ভিডিও পাবেন

ফ্রি ট্রায়াল আছে

3. 🎞️ https://www.veed.io

সহজ ইন্টারফেস, লেখা দিয়ে ভিডিও করা যায়

বাংলা সাবটাইটেলও দেওয়া যায়

---

✅ ধাপ ৪: ব্যাকগ্রাউন্ড মিউজিক ও ছবি দিন

🖼️ ফ্রি ছবি ও ভিডিও ক্লিপ পেতে:

🔗 https://pexels.com

🔗 https://pixabay.com

🔗 https://unsplash.com

🎵 ফ্রি মিউজিক পেতে:

🔗 https://studio.youtube.com → Audio Library (YouTube এর ফ্রি মিউজিক লাইব্রেরি)

---

✅ ধাপ ৫: ভিডিও এডিট ও ডাউনলোড করুন

ফ্রি ভিডিও এডিটিং টুল:

🛠️ https://www.capcut.com (PC ও মোবাইলে কাজ করে)

🛠️ https://clipchamp.com (Windows 11 এর মধ্যে থাকে)

🛠️ Kinemaster (Android)

---

✅ একটি সহজ উদাহরণ (প্রসেস)

1. আপনি লেখলেন: “ইউটিউব থেকে আয় করার ৫টি উপায়...”

2. ElevenLabs বা Bhāshini তে গিয়ে কণ্ঠ তৈরি করলেন।

3. Invideo বা Pictory তে গিয়ে লেখাটা দিলেন → ভিডিও বানালেন।

4. CapCut দিয়ে একটু এডিট করলেন → YouTube বা Facebook এ দিলেন।



📌 বিশেষ টিপস:

ভিডিও ৩০ সেকেন্ড – ২ মিনিটের মধ্যে রাখুন।

সঠিক টাইটেল ও থাম্বনেইল দিন।

কপিরাইট ফ্রি মিউজিক ও ছবি ব্যবহার করুন।

নিয়মিত আপলোড দিন, ধৈর্য ধরুন!

Create the most realistic speech with our AI audio tools in 1000s of voices and 32 languages. Easy to use API's and SDK's. Scalable, secure, and customizable voice solutions tailored for enterprise needs. Pioneering research in Text to Speech and AI Voice Generation.

Shout out to my newest followers! Excited to have you onboard! Bd Imran Khan, MD Akram Hossain, Md Rakib Hossain
25/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Bd Imran Khan, MD Akram Hossain, Md Rakib Hossain

17/04/2025

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

এই রকম আরো ভাল ভাল পোষ্ট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাহ।

If this doesn't make your, nothing will make your day😜😎😜
07/04/2025

If this doesn't make your, nothing will make your day😜😎😜

Bill Gates Wants To 'Tax The Robots' That Take Your Job - And Some Say It Could Fund Universal Basic Income To Replace L...
03/04/2025

Bill Gates Wants To 'Tax The Robots' That Take Your Job - And Some Say It Could Fund Universal Basic Income To Replace Lost Wages

China: The Rise of Fully Autonomous Dark Factories: 24/7 Smart Manufacturing Without Workers or LightsThe Next Industria...
17/03/2025

China: The Rise of Fully Autonomous Dark Factories: 24/7 Smart Manufacturing Without Workers or Lights

The Next Industrial Revolution
The manufacturing sector is experiencing a paradigm shift, fueled by advancements in automation, artificial intelligence (AI), the Internet of Things (IoT), and data-driven analytics. A major breakthrough in this transformation is the rise of fully autonomous "dark factories"—high-tech facilities that function without human intervention, operating 24/7 to maximize efficiency, precision, and output.

Understanding Dark Factories
A dark factory is an advanced production facility that runs entirely on automation, eliminating the need for on-site human workers. These factories leverage AI-driven robotics, interconnected IoT systems, and sophisticated automation protocols to maintain seamless operations. Since they do not require human presence, they function without lighting, reducing energy consumption and operational costs while ensuring consistent product quality.

Core Features of Fully Automated Factories
1. End-to-End Automation
Dark factories integrate robotics and AI to manage all aspects of production, from material handling and assembly to packaging and quality assurance. This reduces human error, accelerates production, and ensures high precision in manufacturing.

2. Intelligent Machine Networks
With AI and IoT connectivity, machinery within dark factories communicates in real-time, making autonomous adjustments and predicting maintenance needs. This proactive approach enhances operational efficiency and minimizes downtime.

3. AI-Powered Quality Control
Machine learning algorithms continuously monitor products for inconsistencies and defects. This automated quality assurance process ensures superior product standards while reducing material waste and rework.

4. Ultra-Clean Manufacturing Environments
Industries such as electronics and pharmaceuticals require contamination-free environments. Dark factories use autonomous air purification and dust-removal systems to maintain sterile conditions without human intervention.

5. High-Speed, Scalable Production
Automation allows for unparalleled production speed, with some facilities capable of assembling units in mere seconds. The scalability of dark factories enables manufacturers to meet growing demand without compromising on quality.

6. Energy-Efficient & Sustainable Operations
Dark factories optimize energy consumption by dynamically adjusting power use based on demand. This not only lowers operational costs but also promotes eco-friendly manufacturing practices.

The Rise of Smart Manufacturing Investments
The expansion of dark factories is driven by substantial investments in automation and AI technologies. Companies worldwide are channeling billions into developing these next-generation production hubs, recognizing their ability to enhance efficiency, reduce costs, and maintain superior quality.

Modern dark factories span vast areas and are capable of producing high-tech products, including consumer electronics, automobiles, and pharmaceuticals. These facilities set new benchmarks for manufacturing scalability and cost-effectiveness.

The Evolution of Industrial Automation
Dark factories represent the next frontier in industrial automation. Earlier advancements laid the groundwork for robotic production lines, AI-driven analytics, and real-time monitoring. Today, fully autonomous factories are redefining how products are manufactured, with greater speed, efficiency, and consistency than ever before.

How Dark Factories Will Shape the Future
The transition to fully autonomous manufacturing will have far-reaching implications:

Higher Productivity: Uninterrupted 24/7 operation significantly boosts production output.
Enhanced Quality Assurance: AI-driven real-time monitoring minimizes defects and maximizes reliability.
Sustainable Manufacturing: Automated energy management systems contribute to eco-friendly production.
Shifting Workforce Demands: While manual labor declines, demand for skilled professionals in AI, robotics, and data science grows.
Global Industrial Competitiveness: Companies adopting smart factories gain a competitive advantage in efficiency and innovation.
Conclusion: A New Era of Manufacturing
Dark factories are no longer just a futuristic vision—they are actively reshaping the manufacturing industry. By harnessing AI, IoT, and automation, companies can unlock unprecedented efficiency, scalability, and sustainability.

As technology continues to evolve, fully autonomous factories will become the new standard, revolutionizing global production and setting the stage for a future driven by intelligent automation. The manufacturing industry is stepping into an era where speed, precision, and sustainability define success.

26/09/2024

আমাদের কাজের ছেলে, কথার নয়।

⬛ We Mourn Saheed Lieutenant Tanzim [ 82 BMA Long Course, ASC ]. May Allah Grant you the Highest Place in Jannah.A young...
24/09/2024

⬛ We Mourn Saheed Lieutenant Tanzim [ 82 BMA Long Course, ASC ]. May Allah Grant you the Highest Place in Jannah.

A young, vibrant, promising officer aged just 24. A good soul sacrificed his life. He was attacked with knife and stabbed thrice on neck while conductingin a Joint Operation last night against some criminals..at Chakoria, Ramu.

And do not say about those who are killed in the way of Allah, "They are dead." Rather, they are alive, but you perceive [it] not.
--------- Surah Al-Baqarah :154

There is no greater glory than dying in active service. Bravo Soldier.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Techno Verge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share