Hossain Mohammad Salim

Hossain Mohammad  Salim I am leading Hezbut Tawheed (hezbuttawheed.org), a non-political organization based in Bangladesh. Hossain Mohammad Salim is the high command of Hezbut Tawheed.

Hezbut Tawheed is a non-political organization based in Bangladesh. Founder of Hezbut Tawheed: The Honorable Emam-uz-Zaman Muhammad Bayazeed Khan Panni. He was born in the Panni family of Tangail on the holy night, Laila tul Barat in 1925, corresponding to the 11th of March. He left this world for his eternal abode on the 16th of January 2012. Founding date of Hezbut Tawheed: 16th February 1995 (C

E) at Korotia, Tangail. Type: Hezbut Tawheed is a completely nonpolitical reformist movement, the main theme of which is to unite humankind based on truth and resist the root cause of all unrest among humanity, the Dajjal, to reaffirm the global peace promised by the Almighty. Present chain of Allegiance: It is the Almighty Himself who orchestrated the creation of the Hezbut Tawheed and guided it through the last 22 years. The Almighty chose the Honorable Emam-uz-Zaman among all the mankind to found Hezbut Tawheed as the Leader of the Time. After his demise, the duty of the Emam is being carried out by the inheritor of his ideals, Hossain Mohammad Salim. He is the eldest son of Nurul Hoque (member) of Pokra village of the Shonaimuri Thana in Noakhali district. He was born in 1972. He earned the meritorious feat of securing the first class first in BSS exams held under the National University and obtained his Post Graduate Degree in Political Science. Aim: Is to unite the entire humanity under the real teachings of Islam. Ideals, in short: The only way of reprieve from this present tumultuous situation prevalent all around the world is the Creator’s word, His order. The entire humankind inclusive of the population known as Moslems have today espoused various manmade ideals and systems to govern their lives. As result, the whole world in embroiled in bloodshed, unrest, conflict and inequality. There is no place that is in peace and tranquility. No system or ism designed by man has been successful in bringing peace and order in the lives of humankind and the situation is deteriorating daily. It is Hezbut Tawheed’s contention that peace and equality, justice and tranquility can only be achieved when the Lord Creator’s word, His ordinance is established and implemented as a whole on the collective life of mankind, there is no alternative to this, as the prevalent systems have utterly failed to provide peace, security in any form. The face of Islam we see all over the world today is in fact the opposite of the true nature of this faith. Over the last 1400 years, the real Islam that Allah revealed has gradually lost its true nature at the hands of the religion mongering clergy and is currently headed at the opposite direction. In His Infinite Mercy, the Almighty has bestowed the correct understanding of Islam to the Leader of the Time Muhammad Bayazeed Khan Panni. Hezbut Tawheed is the bearer of this true Islam. Faith/religion are all revealed for the benefit of the humankind. No monetary remuneration can be accepted for faith, if any transaction is involved in it, it is bound to become perverted. Therefore, all action of faith will be undertaken selflessly, without any payment and reward for these can only be expected from Allah. The straight and simple path of Serat-ul-Mustaqeem has been turned into a maze of differing ideas and theories thanks to the microscopic examinations and analysis by the scores of Alems, Fakihs, Mufassers. The result being the total disintegration into thousands of mazhab, ferkas and subdivision of the hitherto united, unfazed Ummat-e-Muhammadi. On the other hand, the Sufis, inclined towards the spiritual only have been completely successful in turning the extrovert, explosive nature of the nation into an introvert, implosive one where they have become lifeless and listless. The outcome has been that the once all powerful, dynamic warriors who conquered half the world have today retrograded into a community totally worship oriented and divided into thousands of spiritual tarikas. The combined effects of these two groups have brought a complete change in the very idea of Islam. The concept of striving to establish peace on earth has been replaced by enhancing one’s spirituality and the minute observations of various masla-masaels within the very limited scope of one’s personal private life. After the Muslim nation was defeated and overrun by the British in this subcontinent, the latter devised an ingenious devilish plan to further strengthen their iron hold over the vanquished, so that they are never able to raise their heads again. To control the mind and psyche of their subjects, they introduced two parallel systems of education, such as the madrasah system and the general education system. They opened this madrasah system of education in all areas they occupied to teach the locals a revised, opposite directed Islam of their liking. They retained the post of principals of these institutions for long 146 years to teach their version of ‘Islam’. Principles:
1. Hezbut Tawheed will try to emulate the Messenger of Allah (sm) in every possible manner.
2. Hezbut Tawheed will have no secret agenda or activities all will be transparent and visible as daylight.
3. No member of Hezbut Tawheed can be involved in any illegal activity or come in contact with any illegal weapons or arms if anyone is caught in doing so the Emam himself will hand over that person to the authorities.
4. Hezbut Tawheed will not accept any monetary support from anyone not belonging to this movement.
5. No member of Hezbut Tawheed will be involved with any prevalent political parties.
6. No member of Hezbut Tawheed will remain unemployed, everyone will seek livelihood through lawful means. Programme: The Hezbut Tawheed follows the same exact agenda or programme that the Almighty bestowed on His Messenger (sm) to establish peace for mankind. The Messenger of Allah (sm) and his companions, the Ummat-e-Muhannadi complied with to establish the Deen-ul-Huq the True way of life. The Messenger of Allah (sm) handed down this agenda to his companions saying, -‘‘Allah has given me this now I bequeath it to you before I depart”, the sequence of this hadis is:-
1) To unite
2) To listen (to the orders of the leader)
3) To adhere (to the order)
4) Hejrat or migrate (from injustice) and
5) Lastly strive to one’s utmost capability to establish Deen-ul-Huq on earth. The Messenger of Allah has stated that whoever wanders a palm’s length from this programme takes off the binding of Islam from his neck, unless he repents and asks for forgiveness, also whoever beckons towards the Age of Ignorance is verily a fuel for hellfire even if were to claim a Moslem, established regular prayer, from Al-Haaris Al Asharaeri (RA) Ahmed, Tirmizi Meshkat, Baab-ul- Imarat. Affiliates:
Tawheed Prokashan
Tawheed Kabadi Team
Dainik Bajroshokti
Yildirim Media
Web portal: Bangladesher Patro (www.bangladesherpatro.com)
Online Television: Jatiya TV (www.jatiyatv.com)
Official website: http://www.hezbuttawheed.org

Publications:
Islamer Prakrita Ruprekha (The Real outline of Islam)
Islamer Prakrita Salah (The Real Salah of Islam)
The Dajjal? The Judeo-Christian ‘Civilization’! (Bengali and English)
Hezbut Tawheed-er Lokkho o Uddeashya (The Objective and Purpose of Hezbut Tawheed.) Jehad, Qetal o Santrash (Struggle, Fight and Terrorism)
Activities: Over the last 22 years, Hezbut Tawheed has been carrying out its activities completely in accordance with the laws and regulations of the country. It is primarily engaged in beckoning humankind towards the global unity under one leader through the writings of the Emam-uz-Zaman booklets, newspapers and handbills that carry this message to people of all walks of life. The members of Hezbut Tawheed are tirelessly engaged in distributing and selling these in buses, trains, launches, roads and book stalls. In keeping with this idea, we have arranged seminars at Shilpokola Academy, National Press Clubs. National Museum, City Corporation Auditorium, Public Library Seminar Hall, Dhaka University Senate Hall, in presence of ministers and of the Government MPs, leaders and respected elders of all religious faiths to exchange ideas and views as well as regularly meet with high officials of different law enforcing agencies to familiarize them with our activities and our publications. Source of Funding: The expenditure of the movement is met and shared by all members who contribute towards the fund from their income and inherited property. Uniqueness: During the 22 years since its inception, Hezbut Tawheed is unique in its achievement of its members having broken no laws of the land or committing no crime. The proof of this is that although 450 false cases were filed and prosecuted against Hezbut Tawheed and its members, there is not a single instance where any wrongdoing or law break was proved against any of its members. Consequently, there has been no instance of conviction. This is a feat unique to Hezbut Tawheed not even any law-enforcing agency can show any parallel.

সুজন হত্যাকারীদের দ্রুত বিচার ও হেযবুত তওহীদ কর্মীদের নিরাপত্তার দাবিতে পাবনায় সংবাদ সম্মেলনতিন বছর আগে সংঘটিত সন্ত্রাসী...
24/08/2025

সুজন হত্যাকারীদের দ্রুত বিচার ও হেযবুত তওহীদ কর্মীদের নিরাপত্তার দাবিতে পাবনায় সংবাদ সম্মেলন

তিন বছর আগে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত হেযবুত তওহীদের সদস্য সুজন মণ্ডলের হত্যাকারীদের দ্রুত বিচার ও সংগঠনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পাবনায় সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।

২৪ আগস্ট (রবিবার) বিকাল ৪টায় সংগঠনটির পাবনা জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের পাবনা জেলা সভাপতি মো. মাহতাব উদ্দিন।

সংবাদ সম্মেলনে মাহতাব উদ্দিন বলেন, “সুজন হত্যাকাণ্ডের তিন বছর পার হলেও এখনও পর্যন্ত মামলার চার্জ গঠন হয়নি। অথচ এই মামলায় ১৪ জনকে আসামি করা হলেও প্রধান আসামি মো. আলাল শেখ ছাড়া বাকিরা সবাই জামিনে মুক্ত রয়েছে। জামিনে থাকা আসামিরা মামলার বাদী, সাক্ষী এবং আমাদের কর্মীদের নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে ও নতুন করে হামলা চালাচ্ছে।”

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে সংগঠনের কর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুত বিচার ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালের ২৩ আগস্ট রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে হেযবুত তওহীদের একটি কার্যালয়ে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সুজন মণ্ডলসহ ১০ জনেরও বেশি কর্মী। পরদিন ২৪ আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজন।

সংবাদ সম্মেলনে সুজন মন্ডলের স্ত্রী শাহানা খাতুন সন্তানকে কোলে নিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন, এই সন্তান জন্মের পর তার বাবাকে দেখেনি, সে শুধু তার বাবার কাছে যেতে চায়। এই কষ্ট আমি কিভাবে সহ্য করব। এসময় তিনি হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করেন।

এদিকে হামলায় মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত আমিনুল ইসলাম নামে অপর এক সদস্য এখনো মস্তিষ্কজনিত জটিলতায় ভুগছেন এবং তার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন বলে জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘসূত্রতাজনিত বিচার প্রক্রিয়া এবং আসামিদের প্রকাশ্যে ঘুরে বেড়ানো সংশ্লিষ্টদের উদাসীনতার প্রমাণ। পুনরায় হামলার আশঙ্কায় আতঙ্কিত কর্মীরা মানবিক সহায়তা ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রত্যাশা করছেন।

24/08/2025

এই ছাত্ররাই আগামীর বাংলাদেশকে পথ দেখাবে ইনশা’আল্লাহ।

[ভিডিও: হেযবুত তওহীদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় সম্মেলন ২০২৫]

হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগেবর্ণাঢ্য ছাত্র সম্মেলন অনুষ্ঠিতদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ছাত্র-ছাত্রী...
23/08/2025

হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে
বর্ণাঢ্য ছাত্র সম্মেলন অনুষ্ঠিত

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে রাজধানী ঢাকায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সম্মেলন। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা’।

সম্মেলন ঘিরে আইডিইবি মিলনায়তনে দিনভর ছিল প্রাণের উচ্ছ্বাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র ফোরামের সদস্যদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। উপচে পড়া উপস্থিতির কারণে হলে স্থান সংকুলান না হওয়ায় বাইরে অবস্থান করেন অনেকেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতেই স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।

প্রধান অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের ইমাম বলেন, “এদেশের প্রতিটি বিপ্লবে-সংগ্রামে তরুণ ছাত্র সমাজ সবার সামনে থেকে ভূমিকা পালন করেছে। তাদের রক্তের বিনিময়ে অত্যাচারী-জালিম শাসকের পতন ঘটেছে। কিন্তু তরুণদের এই অর্জনকে পুজি করে লাভবান হয়েছে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল। তাদের হঠকারিতার সামনে তরুণদের আত্মত্যাগ ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, তরুণদের সামনে এখন কোনো আদর্শ নেই। আদর্শের এই শূন্যতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী একেকটি গোষ্ঠী তাদেরকে একেকদিকে ধাবিত করে আসছে। এই অব্স্থায় হেযবুত তওহীদ তাদের সামনে তুলে ধরছে মহান সৃষ্টিকর্তাপ্রদত্ত আদর্শ, যে আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে রাসুলুল্লাহ (স.) আরবের জাহেলি সমাজ বদলে দিয়েছিলেন।

হেযবুত তওহীদের প্রস্তাবিত এই আদর্শ প্রতিষ্ঠায় ছাত্রদেরকে এগিয়ে আসার আহ্বান জানান ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ইসলামের সঠিক শিক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই কেবল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। সমাজের প্রতিটি মানুষের জন্য সাম্য, সুশাসন, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করতে আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠার লড়াইয়ে তরুণ সমাজকে সামিল হতে হবে। অন্যথায় এই জাতি যে তিমিরে আছে, সেই তিমিরেই পড়ে থাকবে- মন্তব্য করেন হেযবুত তওহীদের এই সর্বোচ্চ নেতা।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আয়োজক ও অতিথিবৃন্দের গুরুত্বপূর্ণ বক্তব্য। খাবারের বিরতির পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, সমবেত সংগীত, জারি গানসহ নানা পরিবেশনায় মিলনায়তন মুখরিত হয়ে ওঠে। পরে প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি রাদ উল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, ঢাকা বিভাগীয় সভাপতি ও ছাত্র ফোরামের প্রধান উপদেষ্টা ডা. মাহবুব আলম মাহফুজ, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, নারী বিষয়ক যুগ্মসম্পাদক আয়েশা সিদ্দিকা সহ কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের দায়িত্বশীলরা। এছাড়াও জেলা ও বিভাগীয় পর্যায়ের সমন্বয়করা সম্মেলনে উপস্থিত ছিলেন।

আলহামদুলিল্লাহ! নতুন আলোয় আলোকিত হলো হাজার হাজার ছাত্র-ছাত্রী। কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করলো হেযবুত তওহীদ...
23/08/2025

আলহামদুলিল্লাহ! নতুন আলোয় আলোকিত হলো হাজার হাজার ছাত্র-ছাত্রী। কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে যাত্রা শুরু করলো হেযবুত তওহীদ ছাত্র ফোরাম। রাজধানী ঢাকায় আজ দিনব্যাপী এই ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হলো। মো. রাদ উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। [বিস্তারিত আসছে]

পাবনায় অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের জেলা কর্মী সম্মেলন। আজ সকাল ১০টায় পাবনার নূরজাহান কনভেনশন সেন্টারে "চলমান সংকট নিরসনে...
23/08/2025

পাবনায় অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের জেলা কর্মী সম্মেলন।
আজ সকাল ১০টায় পাবনার নূরজাহান কনভেনশন সেন্টারে "চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই" শীর্ষক এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের পাবনা জেলা সভাপতি মো: মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব নিজাম উদ্দীন বলেন, মানবরচিত ব্যবস্থা দিয়ে অতীতেও কখনও শান্তি আসেনি, ভবিষ্যতেও আসবে না। একমাত্র আল্লাহর দেওয়া বিধানই মানুষকে প্রকৃত শান্তির পথে নিয়ে যেতে পারে। তিনি আল্লাহর বিধানকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি বলেন, চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার স্বরূপ একমাত্র হেযবুত তওহীদই জাতির সামনে তুলে ধরেছে। এটাই মানবজাতির একমাত্র মুক্তির পথ।

হেযবুত তওহীদের পাবনা জেলা সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো: শামসুজ্জামান মিলন, মো: জোসেফ উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক মো: মোতালেব খান, পাবনা জেলা নারী বিষয়ক সম্পাদক নূর আসমা মিথিলা প্রমুখ।

মানবাধিকার প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে -উম্মুত তিজান মাখদুমা পন্নী শুধু একটি নির্বাচন আয়োজন করলেই দেশে ...
22/08/2025

মানবাধিকার প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে -উম্মুত তিজান মাখদুমা পন্নী

শুধু একটি নির্বাচন আয়োজন করলেই দেশে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব কি না? -এমন প্রশ্ন তুলেছেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ -এর চিকিৎসক পরিষদের মহাসচিব উম্মুত তিজান মাখদুমা পন্নী। তিনি বিশ্বজুড়ে মানবাধিকারের দ্বৈত নীতি এবং বাংলাদেশের প্রতিহিংসার রাজনৈতিক সংস্কৃতির তীব্র সমালোচনা করে বলেন- ব্যবস্থার পরিবর্তন ছাড়া শুধু নির্বাচন অর্থহীন।

শুক্রবার (২২ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চিকিৎসক পরিষদ আয়োজিত ‘জাতীয় নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
উম্মুত তিজান মাখদুমা পন্নী তার বক্তব্যে বলেন, “আমাদের দেখতে হবে মানবাধিকার বলতে আসলে কী বোঝায়। আমরা যখন দেখি নিরীহ ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা চালানো হচ্ছে, তখন ইসলামিক দেশগুলোর সংগঠনগুলো, বিশেষ করে ওআইসি, চুপ করে থাকে। আর অন্যদের কথা বাদই দিলাম। তাহলে আমরা কীভাবে বলব যে, এই পৃথিবীতে মানবাধিকারের অস্তিত্ব আছে?”

“যখন সৌদি আরবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরে যান, তখন বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রের চুক্তি হয়, তাকে মিলিয়ন ডলারের উপহার দেওয়া হয়, কিন্তু ফিলিস্তিন সংকট নিয়ে কোনো কথাই হয় না। এই পরিস্থিতিতে বাংলাদেশে গত ১৬ বছর ধরে আমরা যে মানবাধিকার লঙ্ঘন দেখেছি, তাতে আগামীতে একটি নির্বাচন হলেই কি মানবাধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে? এর নিশ্চয়তা কী?”

“আমাদের বুঝতে হবে, দেশের বর্তমান রাজনীতি ব্রিটিশদের তৈরি করা একটি ধারাবাহিকতা মাত্র। ব্রিটিশরা গায়ের জোরে শাসন ও শোষণ করেছে, কারণ তারা জানত নির্বাচন হলে জনগণ তাদের ভোট দেবে না।”
“ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে জনগণের অনুমতি অপরিহার্য। ইসলাম আমাদের শেখায় যে, শাসক বা নেতা কেবল জনগণের সম্মতিতেই শাসন করতে পারেন। একজন নেতা হলেন আল্লাহর প্রতিনিধি, মানুষের প্রভু নন। তাকে সকল মানুষের সমান সেবা নিশ্চিত করতে হবে।”

“বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হলো, যখন কেউ বিরোধী দলে থাকে, তখন তাকে দমন-পীড়ন করা হয়। কিন্তু সেই বিরোধী দল যখন ক্ষমতায় আসে, তারাও একই কাজ করে। আমরা চিকিৎসক পরিষদের এই সভা থেকে জানাতে চাই, অতীতে যা হয়েছে, হয়েছে। ভবিষ্যতে আমরা এমন কিছুর পুনরাবৃত্তি দেখতে চাই না।”

বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবুল কাশেম চৌধুরী, গণফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহবুব হোসেন, সাপ্তাহিক জয়যাত্রার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু, বিএনপি নেতা ও শিল্পপতি কামাল জামান মোল্লা, রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার এবং পানি উন্নয়ন বোর্ডের পরিচালক শেখ গোলাম আকবর, সংগঠনের মিডিয়া সেলের প্রধান এসএম সামসুল হুদা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের মহাসচিব গাজী মোশাররফ হোসেন।

ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ময়মন...
22/08/2025

ময়মনসিংহে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রী ও কর্মীদের উপস্থিতিতে আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই নারী সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা নারীদের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একদিকে ধর্মের নামে নারীদেরকে বাক্সবন্দী করা হয়েছে, অন্যদিকে পাশ্চাত্য জীবনদর্শন নারীদেরকে ভোগ্যপণ্য বানিয়েছে। তারা বলেন, সত্যিকার অর্থে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা যেখানে নারীদের অধিকার ও সম্মান – দুটিই সুরক্ষিত থাকবে।

বক্তারা বলেন, চৌদ্দশ বছর আগে রাসুলুল্লাহ (স.) এমনই একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে পর্দার নামে কোনো নিপীড়নমূলক ব্যবস্থা নারীদের উপর চাপিয়ে দেয়া হয় নি। বরং কোরআনে যতটুকু পর্দা ফরজ করা হয়েছে ততটুকু পালন করেই নারীরা সমাজ ও রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেন। পরবর্তীতে দীনের অতিবিশ্লেষণ করে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী নারীদের উপর পর্দার নামে জবরদস্তিমূলক ব্যবস্থা চাপিয়ে দেয়, ইসলামের প্রকৃত শিক্ষার সাথে যার কোনো সম্পর্ক নেই।

বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে যদি ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠিত হয়, তাহলে নারীরা ইসলামের প্রাথমিক যুগের মতো স্বাধীনতা, সম্মান ও অধিকার চর্চা করতে পারবেন। এসময় ইসলামের সঠিক শিক্ষা বাস্তবায়নে নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বলেন, একমাত্র প্রকৃত ইসলামের আদর্শ ও তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ছাড়া নারীদের মুক্তি ও নিরাপত্তা অসম্ভব। তাই তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের ময়মনসিংহ জেলা নারী বিষয়ক সম্পাদক কাজল আক্তারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, সংগঠনটির ময়মসসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেত্রকোনা জেলা নারী বিষয়ক সম্পাদক সাকি আক্তার কলি।

20/08/2025

জুমার পূর্ণাঙ্গ আলোচনা | ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের পূর্ণাঙ্গ বক্তব্য | শহীদী জামে মসজিদ

এবার বরিশাল প্রেসক্লাবে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা তুলে ধরল হেযবুত তাওহীদ। আজ বুধবার  সকাল ১১ টায় ...
20/08/2025

এবার বরিশাল প্রেসক্লাবে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা তুলে ধরল হেযবুত তাওহীদ। আজ বুধবার সকাল ১১ টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সাংবাদিক, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। এসময় তিনি বলেন, বর্তমানে গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি নামে বিশ্বব্যাপী যে মানবরচিত ব্যবস্থা চলছে, তা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশেও মানুষের জীবনের নিরাপত্তা, আইনশৃঙ্খলা, অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা সহ সামগ্রিক পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। তিনি বলেন, বিদ্যমান এই ব্যবস্থা চালু রেখে যতই সংস্কার করা হোক তাতে সংকটের সমাধান আসবে না। বরং আমূল পরিবর্তনের মধ্য দিয়ে নতুন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যে ব্যবস্থার মূল ভিত্তি হবে আল্লাহর দেয়া বিধান। তাহলেই সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে।

বরিশাল জেলা হেযবুত তওহীদের সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উকবা, কেন্দ্রীয় নারী বিভাগের যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা, বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, ঢাকা বিভাগের সহ-সভাপতি আল-আমিন সবুজ, বরিশাল মহানগর হেযবুত তওহীদের সভাপতি নুর মোহাম্মদ আরিফ প্রমুখ। হেযবুত তওহীদের প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক ভূইয়া, জাগো নারী পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোপাল সরকার, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান প্রিন্স প্রমুখ।

এসময় বক্তারা ইসলামের বিধি-বিধানের আলোকে আধুনিক রাষ্ট্রব্যবস্থাকে কিভাবে ঢেলে সাজানো যায়, তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রনীতি, বিচারব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর অধিকার ও সামাজিক সুরক্ষাসহ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ কিভাবে পরিচালিত হতে পারে, তার রূপরেখা তুলে ধরেন।

19/08/2025

যাদের বাপ-দাদা ইসলাম কায়েমের সুযোগ পাননি, সেরাতুল মুস্তাকিমের সন্ধান পাননি, তারা কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন?

নোয়াখালীতে হাজারো মানুষের অংশগ্রহণেহেযবুত তওহীদের কর্মী সম্মেলননোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। '...
19/08/2025

নোয়াখালীতে হাজারো মানুষের অংশগ্রহণে
হেযবুত তওহীদের কর্মী সম্মেলন

নোয়াখালীতে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 'চলমান আগ্রাসন থেকে মুসলমানদের রক্ষার উপায়: তওহীদের উপর ঐক্যবদ্ধ হওয়া' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাইমুড়ী উপজেলার শহীদী জামে মসজিদ প্রাঙ্গনে আজ মঙ্গলবার এই দিনব্যাপী কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তাওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, বর্তমানে বিশ্বব্যাপী মুসলিমদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে তা থেকে মুক্তির একমাত্র উপায় মুসলিম বিশ্বের ঐক্য। ঐক্য ছাড়া মুসলিমদের মুক্তির কোনো পথ খোলা নেই।

তিনি বলেন, মুসলিম জাতি বর্তমানে নানা ফেরকা মাজহাব ও দল-উপদলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত লিপ্ত। এই বিভক্তি মুছে দিয়ে তওহীদের ঘোষণার উপর তাদেরকে এক হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ- অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই- তওহীদের এই ঘোষণাই হতে পারে মুসলিম বিশ্বের মুক্তির মূলমন্ত্র – এমনটাই মন্তব্য করেন ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের সর্বোচ্চ এই নেতা বলেন- হেযবুত তওহীদের এই আহ্বান মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে সমাজ গড়ে তুলতে সংগঠনের সদস্যদেরকে জীবন ও সম্পদ উৎসর্গ করে সংগ্রাম করে যাওয়ার আহ্বান জানান তিনি।

নোয়াখালী জেলা হেযবুত তওহীদ আয়োজিত এই কর্মী সম্মেলনে সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পুরুষদের পাশাপাশি নারী কর্মীরাও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

18/08/2025

আমাকে কথা বলতে দিচ্ছে না কেন? | হোসাইন মোহাম্মদ সেলিম | Hossain Mohammad Salim

Address

House 03, Road 20/A, Uttara
Turag
1230

Alerts

Be the first to know and let us send you an email when Hossain Mohammad Salim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hossain Mohammad Salim:

Share