Mosa'S Sphere

Mosa'S Sphere এমন এক ক্ষুদ্র মানবী যাহার আকাশ ভরা স্বপ্ন কিন্তু বাস্তবে তাহা শুন্য 🥀

22/07/2025

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ",

" হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে",

" বাবা আর অফিস যাবার পথে সত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না", "মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"

" কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"

"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না",,,,,,,,,, সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে🙂
" আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা",,,,,🙂

২১.০৭.২৫(উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনা)

I can't even imagine the mental state of this country!ব্রিটিশ আমলের ভিক্ষা করে আনা বিমানের ট্রেইনিং করতে হয় ঢাকার মত জনব...
21/07/2025

I can't even imagine the mental state of this country!
ব্রিটিশ আমলের ভিক্ষা করে আনা বিমানের ট্রেইনিং করতে হয় ঢাকার মত জনবহুল একটা এলাকায়!!
Stay Strong 😢

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

18/07/2025

বেশি কিছুনা একটু হাটতে বের হয়েছিলাম। গাছ পাগল মানুষ হইলে যা হয় আরকি 😂

15/07/2025

🖤🌻

14/07/2025

বারান্দা বাগানের ফুলেরা 🌸

টানা ৪/৫ দিন বৃষ্টির ফলাফল 🥺
13/07/2025

টানা ৪/৫ দিন বৃষ্টির ফলাফল 🥺

07/07/2025

অনেকদিন পর রংধনু দেখলাম। ঢাকায় আসার পর তেমন একটা দেখা হয়নি।

বয়স কোনো ম্যাটার না ,ব্যাডা মানুষ ব্যাডা মানুষ-ই 🤨।আমার আন্ডাবাচ্চাকে নিয়ে এই প্রথমবার মেট্রোরেলে উঠেছিলাম। এই বেডায় দুই...
06/07/2025

বয়স কোনো ম্যাটার না ,ব্যাডা মানুষ ব্যাডা মানুষ-ই 🤨।

আমার আন্ডাবাচ্চাকে নিয়ে এই প্রথমবার মেট্রোরেলে উঠেছিলাম। এই বেডায় দুইহাত দিয়া শুধু আশেপাশের মেয়ে মানুষের হাত ধরে বসে থাকে। আশেপাশে যতগুলো মেয়ে ছিলো মোটামুটি সব গুলা মেয়ের কোলে উঠসে।

এমনভাবে মেয়েদের দিকে তাকাই ছিলো বিশেষ করে এই মহিলার দিকে। দুইহাত দিয়ে ধরে আছে তো আছে কোনোভাবেই ছাড়াতে পারিনা। মনে হয় কত জন্মের বন্ধন উনাদের।

দুইজন নায়ক-নায়িকা আর আমি হচ্ছি ভিলেন কটকটি রানী 🫠। মানে আমার ছেলে কোনভাবেই এই মেয়ের হাত ছাড়বেনা 🤧এই পোলা বড় হইলে আমি সামলাবো কিভাবে টেনশনে আছি ।

05/07/2025

আমার এত্তো বড় একটা কপাল সেটাও কিনা ফাটা কপাল 😭।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mosa'S Sphere posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share