আত্মার খোঁজ MD Lokman khan

আত্মার খোঁজ MD Lokman khan একদিন সাদা কাপড় পড়ে,
যেতে হবে অন্ধকার কবরে ।
তোমার সব কিছু পড়ে রবে দুনিয়াতে ,
একটু ভাবো মরন কালে ত

13/09/2024

নদীর বুকে চর...
আমি কি তোগো পর.!!😒
পোস্টে রিয়েক্ট দিতে তোগো কেনো এতো ডর.??🙂

Sk
12/02/2024

Sk

15/10/2023

বাজার করতে যাওয়ার সময় রুমমেট বললো,"নতুন কোন সবজি নিয়ে আসতে।" 🙂
বাজারে গিয়ে দেখি সব সবজিই আগের শুধু কচু ছাড়া। তাই বড় দেখে একটা কচু আনলাম।
কিছুক্ষণ পর রান্না করার জন্য বুয়া এসে প্রতিদিনের মত আজও বললো,
- মামা, আইজ রান্নার জন্য কি দিবেন??🤔
- কচু দিমু।
- মামা, কি কন??😠
- কচু চিনেন না?? কচু....🙁
- মামা, গালাগালি করবেন না।😠
আমি অনেক ভালা বংশের মাইয়া। অভাবে পইড়া মাইনসের রান্না কইরা খাই। করুম না আপনেগো রান্না। তারপরও গালাগালি শুনতে পারুম না। 😡😡
আমাকে কিছুই বলার সুযোগ না দিয়ে একনাগারে কথাগুলো বলে বুয়া হনহন করে চলে গেলো। 🙁

পড়লামতো মহা বিপদে। বাহিরে গিয়ে খাওয়া সম্ভব না।ইউটিউবে দেখে তাই আল্লার নাম নিয়ে নিজেই কচু কাটতে বসে গেলাম।
কচু কাটতে গিয়ে মেজাজ গরম। এর মধ্যে গার্লফ্রেন্ড ফোন দিলো।
-কি করো?
-কাটি।
-কি কাটো?
-কচু।
-কি...?😠
-কচু চিনো না। কচু কাটি।
-এই তোমার মুখে ভালো কোন কথা নেই। 😡
আজই ব্রেকআপ করলাম। আর কখনো আমাকে ফোন দিবা না। 😡🤬

বুয়ার মত সেও এক নিশ্বাসে কথাগুলো বলে এক মিনিটের মধ্যে ব্রেকআপ করে ফেললো। 😐
অনেক কষ্টে কচু কাটা শেষ করে রান্না করলাম।

বাড়িওয়ালা আঙ্কেল আমাদেরকে খুবই স্নেহ করেন। মাঝে মধ্যেই আমাদের জন্য বাসা থেকে খাবার পাঠিয়ে দেন।আজ আঙ্কেল আমাদের বাসায় আসলেন। ভাবলাম, আঙ্কেলকে একটু কচু দিই। নতুন সবজি পছন্দ করবে।রুমমেট কে বললাম,"আঙ্কেলকে একটু কচু দে।"
আঙ্কেল বললো,"কি দিতে বলছো??" 😠
বললাম,"আঙ্কেল, কচু দিতে বলছি। অনেক বড় কচু।"
আঙ্কেলও ভুল বুঝলো। বললো, বাসা ছেড়ে দিতে। 😡

খাবার খেতে বসে কচুর বাটির দিকে তাকিয়ে রুমমেট কে বললাম,"এই কচু বাসায় আসার আগে বাসায় একটা বুয়া ছিলো, আমার একটা গার্লফ্রেন্ড ছিলো, কত সুন্দর একটা দুই রুমের বাসা ছিলো। একটা কচু সব কেড়ে নিলো।" 🙂

রুমমেট বললো,"আরে চিন্তা করিস না। কচুর এক বুয়া ছিলো। তরকারিতে এক দিনও ঠিক করে লবন দেয় না। তোর কচুর এক গার্লফ্রেন্ড ছিলো। সারা দিনই ঝগড়া করতো। আর এটা একটা কচুর বাড়ি। গ্যাস, পানি কোনটাই ঠিক মতো থাকে না। 😡

আমি রুমমেটের দিয়ে তাকিয়ে বললাম,"কচু শব্দটা দিয়ে যে গালাগালি করা যায় তোর কথা শুনে এখন বুঝলাম।" 😐😐😐😐

゚viral ゚ ゚viralシ #অপ্রকাশিত_চিঠি

14/10/2023

যখন ক্লাস 3/4 এ পড়ি, আমার এক বান্ধবীকে দেখতাম প্রতিদিন টিফিনে আলু ভাজি আর ভাত আনতো!
বেশকিছু দিন লক্ষ্য করার পর আমার কাছে ব্যাপারটা অন্যরকম লাগলো!
চেষ্টা চালালাম ওর সাথে ভালো একটা সম্পর্কের। আর ভালো সম্পর্ক হয়েও গেলো!
পরিবারের কথা জানতে চাইলাম, সদস্য সংখ্যা বেশি হওয়ায় বাবার পক্ষে ভালো খাবার আনা সম্ভব ছিলো না!

আমি নিজেই ওকে একদিন বললাম,বান্ধবী,, আমার মা মুরগীর মাংস আর ভাত দেয় আমার না,,,,
খেতে ভালো লাগে না, আর আলু ভাজি আমার মায়েরটা ভালো হয় না!
তুমি আমার টিফিন খাও, তোমারটা আমাকে দাও।
কৌশলে ওকে আমি আমার টিফিন গুলো খাওয়াইতাম।
আমার মা এখনও জানে না, আমি কোনদিও টিফিন খাই নি!

কলেজ জীবনে এসেও,,
আমার একজন রুমমেটের অনেক খারাপ অবস্থা! ঠিকমত মিলের টাকাও দিতে পারতো না!
মাসের মধ্যে ২০/২৫ দিনেই আমি ওনার টাকা দিয়ে দিতাম।
পরনের জামা বলতে, ৩/৪ টার উপর ছিলো না!
পায়ের জুতাটাও সেলাই করা!

একদিন আমাকে এসে বলে,,, ছোট বিধায় মনি বলেই ডাকতো! মনি,,,, একটা প্রাইভেট পড়াতে পারলে ভালো হতো!মাসে ৫০০৳ হলেই আমার হাতখরচ টা হয়ে যেত!
বললাম ভাল আইডিয়া আপু,, দেখি খুঁজে পাই কি না!
আমি মানুষের সাথে সহজেই মিশতে পারায় পরিচিতি একটু বেশিই ছিলো!

বিকালে একদিন খুঁজতে থাকলাম,, পেয়ে গেলাম 5/6 ক্লাস এর একটা মেয়ে। কিন্তু তার মা ২০০ টাকার উপরে পড়াতে পারবে না, কারন তারও অভাব!
তারপরও ওনাকে বললাম,,, আপু ৫০০৳ চাইলে রাজি হয়ে যাবেন, বাকি গুলো আমি দিবো।
আমার কথা জানাবেন না ভুলেও।সেও রাজি হয়ে গেলো!

মাস শেষে ৫০০ টাকা আপুর হাতে আমি নিজেই দেই।
টাকাটা হাতে পেয়েই, কি যে খুশি,,,!
সাথে সাথে বলে উঠলো,, মনি চলো মার্কেটে যাই একটা জামা কিনে আনি! আমিও খুশি চলেন,,, ৩০০ টাকা দিয়ে সস্তা মার্কেটে একটা জামা কিনলাম দুজন মিলে।

আস্তে আস্তে গল্প করতে লাগলাম,,, আব্বা ঢাকা থেকে আমার জন্য ৩ জোড়া জুতা আনছে , এক জোড়া আপনাকে গিফট করছে!
না নিলে আব্বা কিন্তু খুব রাগ করবে!কৌশলে জুতা, কসমেটিকস আমি সব কিছুই দিয়ে দেই!
বিনিময়ে আমি তার খুশি গুলো ভোগ করি হৃদয় নিয়ে!
এত বেশি আনন্দ লাগে আমি লিখে প্রকাশ করতে পারবো না!

✍️কারো জন্য কিছু করতে পারার মধ্যে যা আনন্দ তা আমি ছোট্ট বেলা থেকেই ভোগ করে আসছি। আলহামদুলিল্লাহ।

ছবিতে আব্বা, মা,ছোট ভাই, আর আমি ❤️

My family 🥰

pray for us 🙏

Address

আমার বসা উলিপুর কুড়িগ্রামে
Ulipur

Telephone

+8801304619108

Website

Alerts

Be the first to know and let us send you an email when আত্মার খোঁজ MD Lokman khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share