26/05/2025
তর্কে জড়ানোর স্বভাব টা এখন আর আমার ভিতরে নাই। ছিলো এক সময়, কেউ অযৌক্তিক কথা বলতেছে শুনলেই মেজাজ হারাইয়া তার সাথে তর্কে জড়াইতাম। কিংবা খুব ছোটখাটো বিষয় নিয়াও মাথা গরম করে ফেলতাম।
এখন আর এইসবের শক্তি পাইনা। তর্কে জড়ানোর আগ্রহ তো হারাইয়াই গেছে, এমনকি কেউ খোচা মারলেও চুপ থাকি প্রতিক্রিয়া দেইনা। কেউ রাগ করলে রাগ ভাঙাইতে মন চায়না, ভাঙাইনা। কেউ ভুল বুঝলেও তাকে সঠিক টা বোঝানোর ইচ্ছা হয়না।
জানিনা কিভাবে এতটা বদলে গেছি। তবে এই বদলে যাওয়াটা জরুরী। চুপচাপ হয়ে যাওয়ার মাঝে এক অন্যরকম শান্তি হলো, অপ্রয়োজনীয় কথা খুব একটা বলা হয়না।