Md: Imran khan Emon 00.7

Md: Imran khan Emon 00.7 অন্যায়ের বিরুদ্ধে সব সময় লড়ে যাবো।যারা পাশে থাকতে চান তারা পেজইটি ফলো এন্ড লাইক করে পাশে থাকবেন।

06/06/2023

জয় বাংলা
গরম সামলা
শেখ হাছিনার উন্নতি
সন্ধ্যার পরে মোমবাতি

12/05/2023

উন্নয়নের চুদনে কারেন্ট থাকে না ভুবনে!

নতুন  বছরের ধান  ২২ বৈশাখ ১৪৩০।
05/05/2023

নতুন বছরের ধান ২২ বৈশাখ ১৪৩০।

গ্রাম বাংলার খেলাধুলা।
03/05/2023

গ্রাম বাংলার খেলাধুলা।

29/04/2023

সকল এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই-বোনদের জন্য
❁দোয়া রইল-❤️🤲🌸
আগামী কাল 𝐒𝐒𝐂 পরীক্ষা শুরু হবে |
সবাই তাদের জন্য দোয়া করবেন। তারা যেন 𝐒𝐒𝐂 পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাদের মা-বাবার মুখ উজ্জ্বল করতে পারে।
𝐒𝐒𝐂 2023 🤲😊❤️ 🤲
হে আল্লাহ তুমি সকল পরীক্ষার্থী ভাই-বোনদের মনের ভয় দূর করে দাও। তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে দাও।🤲🤲🤲
আমিন।

এটাই সেই রাস্তা যেখানে বিকেল হইলেই হাজারো মানুষের ভির জমে..! 🥰🥀লোকেশনঃ #উধুনিয়া, #উল্লাপাড়া, #সিরাজগঞ্জ
29/04/2023

এটাই সেই রাস্তা যেখানে বিকেল হইলেই হাজারো মানুষের ভির জমে..! 🥰🥀
লোকেশনঃ
#উধুনিয়া, #উল্লাপাড়া, #সিরাজগঞ্জ

 #শোক_সংবাদ  #খাদুলী,  #বড়পাঙাসীইউনিয়ন,  #উল্লাপাড়া,  #সিরাজগঞ্জ। খাদুলী উত্তরপাড়ার  #আব্দুল_মান্নান_মোল্লা অনাকাঙ্ক্ষি...
19/04/2023

#শোক_সংবাদ
#খাদুলী, #বড়পাঙাসীইউনিয়ন, #উল্লাপাড়া, #সিরাজগঞ্জ।

খাদুলী উত্তরপাড়ার #আব্দুল_মান্নান_মোল্লা অনাকাঙ্ক্ষিত ভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন।

[ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]

আজ সকালবেলা খাদুলী থেকে মোটরসাইকেল-যোগে মোহনপুর যাবার পথে বড়পাঙ্গাসী মাদ্রাসা মোড়ে অনাকাঙ্ক্ষিতভাবে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পরে।
মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও পিছনে বসে থাকা #মান্নান কাকা গুরুতর আহত অবস্থায় উল্লাপাড়া হাসপাতালে নেওয়ার পথে শ্যামলী পাওয়ার আগেই মারা যান।

পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেকটি মানুষেরই মৃত্যু অবধারিত পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই; যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান কর তারপরেও।
(সুরা নিসা, আয়াত, ৭৮)

একটা হাদিসে দেখেছিলাম, মানুষ ঈমানী অবস্থায় দুর্ঘটনায় মারা গেলে আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করেন রমজান মাসে রোজা রাখা অবস্থায়, দুর্ঘটনায় মারা গেছে উনি আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করেন। আমিন।

আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধরার মতো তৌফিক দান করেন আমিন-সুম্মা-আমীন

17/04/2023

সারা বিশ্ব হেরে যাচ্ছে তাপমাত্রার কাছে
তাপমাত্রা হেরে যাচ্ছে একজন রোজাদার ব্যক্তির কাছে।
"আলহামদুলিল্লাহ"

08/04/2023

বাংলাদেশের জাতীয় ফল তরমুজ হলেই পারতো, ভিতরে লাল উপরে সবুজ চেতনা সমৃদ্ধ ফল।

স্যালুট বিদ্যানন্দ, স্যালুট তাহসান ভাই। এটাকে বলে মানবতা। কুর্নিশ করি আপনাদের। সালাম ঠুকি আপনার চরনে।।
06/04/2023

স্যালুট বিদ্যানন্দ, স্যালুট তাহসান ভাই। এটাকে বলে মানবতা। কুর্নিশ করি আপনাদের। সালাম ঠুকি আপনার চরনে।।

06/04/2023
শহিদুল্লাহ হল পুকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
05/04/2023

শহিদুল্লাহ হল পুকুর, ঢাকা বিশ্ববিদ্যালয়।

04/04/2023

🗣️
'সবাই শেষ, এক্কেবারে শেষ; কেউ কিচ্ছু বের করতে পারে নাই'
ভয়াবহ আগুনে দাউ দাউ করে জ্বলছে বঙ্গবাজার মার্কেট!
পানি দিয়ে আগুন নাকি নিভানো সম্ভব হচ্ছে না।ধারণা করা যাচ্ছে,"আগুন জ্বলতে জ্বলতে যদি একটা সময় নিভে যায়!"
দ্রুত বেড়ে চলেছে বঙ্গবাজার মার্কেটের আগুন, পুড়ে ছাই হচ্ছে দোকান!আল্লাহ তুমি রহমত করো,মালিক.। হে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দেন। আমিন 🤲🤲🤲

28/03/2023
ফুল টাইম ✅৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিল মুসলিম দেশ মরক্কো 👏👏  ⚽⚽⚽ মরক্কো ২ - ১ ব্রাজিল
26/03/2023

ফুল টাইম ✅

৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিল মুসলিম দেশ মরক্কো 👏👏

⚽⚽⚽
মরক্কো ২ - ১ ব্রাজিল

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন।ইনস্টাগ্রামে মার...
25/03/2023

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন।

ইনস্টাগ্রামে মার্ক জাকারবার্গ তাদের তৃতীয় কন্যা অরেলিয়া চ্যান জাকারবার্গকে পৃথিবীতে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন।

তিনি পোস্টে লেখেন, পৃথিবীতে স্বাগতম অরেলিয়া চ্যান জাকারবার্গ! তুমি ছোট্ট একটি আশীর্বাদ। পোস্ট করা একটি ছবিতে জাকারবার্গকে তার নবজাতকের দিকে তাকিয়ে হাসতে দেখা যায়।

আজকে আকাশের চাঁদের দিকে দেখো,,,,,,,আমার জীবনে আজকের মতো  চাদ কোনো দিন  দেখি নাই,,,,সবাই চাঁদ টা দেখো,,, একদম অন্য রকম,,,...
24/03/2023

আজকে আকাশের চাঁদের দিকে দেখো,,,,,,,
আমার জীবনে আজকের মতো চাদ কোনো দিন দেখি নাই,,,,
সবাই চাঁদ টা দেখো,,, একদম অন্য রকম,,, মনে হয় আরবি হরফ (বা)।

চাঁদের শাককী তারা এটা।
২৪.০৩.২০২৩

23/03/2023

১২০ টাকায় পুলিশের চাকুরি।

03/03/2023

২৩/৩/২০২৩
বৃহস্পতিবার
প্রথম রোজা, খুশি হয়ে থাকলে
আলহামদুলিল্লাহ

03/03/2023

ফেসবুকে রিলেশন করে বিয়ে করার স্বপ্ন দেখা😏

আর রিকশা দিয়ে বিদেশ যাওয়া একই কথা🐸🔪

03/03/2023

দুবাইয়ে আবারো কোরআন তেলওয়াতে এ ১ম স্থান অর্জন করলো বাংলাদেশের ছেলে হাফেজ ওয়াসিফ আহমাদ। ❤️🇧🇩

আলহামদুলিল্লাহ
সুত্রঃসাইবার ৭১

18/02/2023

খাদুলী নিউজ।

12/02/2023

আজ মহান কোরআন শরীফ
এর 1444 বছর পূর্ণ হলো।
- আলহামদুলিল্লাহ 💜

08/02/2023

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ৩৮০০ মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। আল্লাহ আমাদের নিহত মুসলিম ভাই-বোনদের শাহাদাতের মর্যাদা দান করুন, তাদের পরিবারকে ধৈর্যধারণের তাওফিক দিন। আহত-নিহতদের উদ্ধার কাজে যারা সহযোগিতা করছেন, আল্লাহ তাদের উত্তম বিনিময় দিন।

মানুষ যে কত অসহায়, মাঝেমধ্যে এই ধররনের কিছু ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়। এসব ঘটনা প্রমাণ করে— আমাদের অর্থ-বিত্ত, ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি মাটিতে মিশে যাওয়া এক মুহূর্তের ব্যাপার মাত্র; তবু আমাদের অহঙ্কারের অন্ত নেই, দাম্ভিকতার শেষ নেই। দুনিয়ার মোহে আমরা অন্ধ হয়ে আছি।

প্রিয়নবী (সা.)-এর ভাষ্যানুযায়ী কিয়ামতের আগে অত্যধিক ভূমিকম্প হবে। কিয়ামতের নিকটবর্তী সময়ে বড় বড় ভূমিকম্প হওয়া হাদীস দ্বারা প্রমাণিত। (সহীহ বুখারী-৯৮৯) কাজেই আমাদের উচিত, ভূমিকম্প বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগ দেখলে আল্লাহর শরণাপন্ন হওয়া, আল্লাহর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা এবং আখিরাতের সম্বল আহরণের চেষ্টা বাড়িয়ে দেওয়া। আল্লাহ আমাদের তাওফিক দিন।

07/02/2023

১২ বছরের পড়াশোনার সাধনা, ৮ তারিখ ১১:৩০ এ ফলাফল!
শীঘ্রই তোমার রব তোমাকে এত ভালো ফল শোনাবে, যে তুমি খুশি হয়ে যাবে.!!

🌸ইনশাআল্লাহ🌸

05/02/2023

কোন কাননের ফুল গো তুমি। কোন আকাশের চাঁদ গো তুমি। কোন রাখালের মধুর বাঁশির দুম। জালাইলা আগুন বুকে। ...

26/01/2023

ভালোবাসার আরেক নাম মোমেনা আলী বিজ্ঞান স্কুল 💝
হাজারো সৃতি নিয়ে ছেড়ে এসেছি তোমাকে❤️‍🩹
আজও অনেক মনে পড়ে সেই দিনগুলো 🙂

23/01/2023

উধুনিয়া বৈচিত্র্যময়।
উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

18/01/2023

বড় পাঙ্গাসী ইউনিয়নে।
মাটিকাটা পাঙ্গাসী গ্রামে।
মহা পবিত্র ওরস শরিফ. ২০২৩।

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা।অভিনন্দন বাংলাদেশ অ-১৯ নারী দলকে!
15/01/2023

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা।
অভিনন্দন বাংলাদেশ অ-১৯ নারী দলকে!

14/01/2023

🙂🌸

📸:নিজেই 😌

13/01/2023

ogo....🙈🙈

তুমি কই??😞😞
তুমি ছাড়া—🥺
আমার এক ঘন্টা কে😒😬
৬০মিনিটের মতো লাগে🙈😜🤫

13/01/2023

৪টি সুন্দর শব্দঃ🌸

সুবহানাল্লাহ্, আলহামদুলিল্লাহ্, আস্তাগফিরুল্লাহ্, আল্লাহু আকবার!'🖤

আজ শুক্রবার দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্ব ইজতেমা সফল হউক ২০২৩ ইং দেশ ও জাতির জন্য কল্যাণ হউক🤲🇧🇩
13/01/2023

আজ শুক্রবার দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বিশ্ব ইজতেমা সফল হউক ২০২৩ ইং দেশ ও জাতির জন্য কল্যাণ হউক🤲🇧🇩

12/01/2023

একটু চিল।

আলহামদুলিল্লাহ 🥰দীর্ঘ দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে( টঙ্গী) বিশ্ব ইজতেমার কা...
09/01/2023

আলহামদুলিল্লাহ
🥰দীর্ঘ দুই বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা।
উলামায়ে কেরামের তত্ত্বাবধানে( টঙ্গী) বিশ্ব ইজতেমার কাজ সম্পন্ন হয়েছে৷বিশ্ব ইজতেমা 2023 ইং
13,14,15 জানুয়ারী রোজ বৃহস্পতিবার শুক্রবার, শনিবার ৷ সমস্ত বাধার পরেও এই দ্বীনের কাজ অব্যাহত থাকুক.
বিশ্ব ইজতেমা সফল হোক! আল্লাহ তায়ালা কবুল করুক!🤲আমিন🤲

08/01/2023

___অহংকার করি না___
"কারণ"
___ আমি মাটির তৈরি মানুষ___
___সময় হলে,আবার..!___
___ওই মাটিতেই___
___মিশে যাবো...!__

08/01/2023

অন্যায়ের বিরুদ্ধে সব সময় লড়ে যাবো।যারা পাশে থাকতে চান তারা পেজইটি ফলো করে পাশে থাকবেন।

২০২৩ সালের  প্রথম পবিত্র  জুম্মা মোবারক। হে আল্লাহ আপনি আমাদের সবার গুনাহ গুলো  ক্ষমা করে দেন।আর মৃত্যু  মা-বাবার কবরের ...
06/01/2023

২০২৩ সালের প্রথম পবিত্র জুম্মা মোবারক। হে আল্লাহ আপনি আমাদের সবার গুনাহ গুলো ক্ষমা করে দেন।আর মৃত্যু মা-বাবার কবরের আজাব মাপ করে দেন। আমিন।🤲🤲🤲

Address

Ullapara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md: Imran khan Emon 00.7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md: Imran khan Emon 00.7:

Share

Category