সন্ধ্যাবিলাস

সন্ধ্যাবিলাস 💔 নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি 💔 জীবনযুদ্ধে হেরে যাওয়া একজন মানুষ, নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি প্রতিদিন।
(1)

08/01/2026

যখন রুকইয়া-কারীরা ও রোগী জিনদের কথা বিশ্বাস করা বন্ধ করে দেয়… তখনই রোগীর আরোগ্য শুরু হয়।

জিনেরা খুব বেশি মিথ্যা বলে।

বরং তাদের ক্ষেত্রে মিথ্যাই মূল, আর সত্য বলা খুবই বিরল ব্যতিক্রম।
তারপরও দেখা যায় কিছু রুকইয়া-কারী রোগী ও তার পরিবার

জিনের সাথে দীর্ঘ কথোপকথন করে
তাদের জগৎ ও অবস্থা সম্পর্কে জেরা করে
জিনের প্রশংসায় আনন্দ পায়—
“তুমি শক্তিশালী রুকইয়া-কারী”,
“তুমি আমাদের খুব কষ্ট দাও”

অথচ তারা জানে না—এটি এক ভয়ংকর জীনের খেলা
জিন মিথ্যা বলে:
তার প্রবেশের কারণ নিয়ে
(বদনজরের হিংসার কারন বলে আশেক বলে, অথচ ঢুকেছে জাদুর মাধ্যমে—অথবা উল্টোটা)

সে নিজেই সব কিছু করেছে বা ক্ষতি করেছে—এই দাবিতে

সে মুসলমান বা বন্দী—এই কথায়

ইসলাম গ্রহণ করেছে বা রোগীকে সাহায্য করছে—এই ভান করে

ব্যথা ও যন্ত্রণার অভিনয় করে চিৎকারে

আল্লাহই ভালো জানেন—তাদের কথার প্রকৃত সত্য কী।
কিন্তু নিশ্চিত কথা হলো—
জিনের কথার ওপর কোনো চিকিৎসা বা রোগ নির্ণয় নির্ভর করা যায় না।
অজ্ঞ রুকইয়া-কারীরা জিনের কথাবার্তায় মুগ্ধ হয়,
কিন্তু তারা জানে না—
জিনের সাথে কথা বলার সময়টাই আসলে জিনের বিশ্রামের সময়।
জিনকে পরাজিত করা যায় না কথোপকথনের মাধ্যমে,
বরং কুরআনের মাধ্যমেই তাকে পরাস্ত করা হয়।
রুকইয়া কখনোই নয়:
কথোপকথন
জেরা বা তদন্ত
শক্তি প্রদর্শন
রুকইয়া হলো:
কুরআন চিকিৎসার ওপর পূর্ণ মনোযোগ

জিনের সাথে কোনো সংলাপ নয়

রোগীকে স্পর্শ নয়

মারধর বা কষ্ট দেওয়া নয়

যখন রুকইয়া-কারী জিনের কথা অগ্রাহ্য করে শোনা বন্ধ করে দেয় এবং কেবল কুরআনকেই একমাত্র বক্তা করে তোলে অনবরত তেলোয়াত করে যায়—
তখনই আল্লাহর অনুমতিতে আরোগ্য শুরু হয়।
﴿নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল﴾@

06/12/2025
03/12/2025

তারা বিয়ে করেছেন তাতে আপনারা জ্বলছেন কেন!
শয়তানের মত আচরণ করবেন না, কারণ শয়তান মানুষের ডিভোর্সে খুশি হয়, আর বিয়েতে কষ্ট পায়!

১৫টি অপরাধের কারণে ভুমিকম্প আসবে, সবগুলোই আমাদের মাঝে বিরাজমান। তাই পাপ থেকে ফিরে আসা সময়ের দাবি।عَنْ أَبِي هُرَيْرَةَ،...
23/11/2025

১৫টি অপরাধের কারণে ভুমিকম্প আসবে, সবগুলোই আমাদের মাঝে বিরাজমান। তাই পাপ থেকে ফিরে আসা সময়ের দাবি।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً
☞১> যখন গানীমাতের (যুদ্বলব্দ) মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,

وَالأَمَانَةُ مَغْنَمًا
☞২> আমানতের মাল লুটের মালে পরিণত হবে,

وَالزَّكَاةُ مَغْرَمًا
☞৩> যাকাতকে জরিমানা মনে করা হবে,

وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ
☞৪> ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে,

وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ
☞৫> পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে

وَعَقَّ أُمَّهُ
☞৬> কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে,

وَأَدْنَى صَدِيقَهُ
☞৭> বন্ধু-বান্ধবকে কাছে টেনে নিবে,

وَأَقْصَى أَبَاهُ
☞৮> কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে,

وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ
☞৯> মসজিদে কলরব ও হট্টগোল করবে,

وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ
☞১০> পাপাচারীরা গোত্রের নেতা হবে,

وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ
☞১১> নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে,

وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ
☞১২> কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে,

وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ
☞১৩>গায়িকা-নর্তকী ও বাদ্য যন্ত্রের বিস্তার ঘটবে,

وَشُرِبَتِ الْخُمُورُ
☞১৪> মদ পান করা হবে,

وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا
☞১৫> এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববতী মনীষীদের অভিসম্পাত করবে,

فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ ‏"‏
তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১।

~ মাওলানা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ।

22/11/2025

আমাদের পাপের পরিমাণ বেড়ে গেছে, তাই আল্লাহপাক বার বার ভূমিকম্প দিয়ে আমাদের সতর্ক করছেন...
🤲🤲

21/11/2025

এভাবেই কোনো এক শুক্রবারে সবার অহংকার ধূলিস্যাৎ করে দিবেন আল্লাহ🥺💔

Address

Ullapara

Telephone

+8801733037811

Website

Alerts

Be the first to know and let us send you an email when সন্ধ্যাবিলাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সন্ধ্যাবিলাস:

Share