Habib khan

Habib khan O+
(1)

31/05/2025

With RA Riyad Islam – I'm on a streak! I've been a top fan for 7 months in a row. 🎉

28/09/2024

মাটিতে পানি ঢাললে কাঁদা মাটি তৈরি হয়।

আর রক্ত ঢাললে মাতৃভূমি

বন্ধুগণ অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে এখন থেকে আমরা অতি সহজেই এখান থেকে আমাদের পছন্দনীয় জিনিস কিনে জিতে যেতে পার...
08/07/2024

বন্ধুগণ অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে এখন থেকে আমরা অতি সহজেই এখান থেকে আমাদের পছন্দনীয় জিনিস কিনে জিতে যেতে পারি। ধন্যবাদ

Your Trusted Online Shopping Center

মাঝে মাঝে চেনা মানুষগুলো অচেনা লাগতেই পারে। যেমনটি হয়েছিল নবী ইউসুফ (আঃ) এর সাথে।
30/06/2024

মাঝে মাঝে চেনা মানুষগুলো
অচেনা লাগতেই পারে।
যেমনটি হয়েছিল নবী
ইউসুফ (আঃ) এর সাথে।

তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো নাচুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দিবে। ♡
14/05/2024

তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না

চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দিবে। ♡

হে আল্লাহ ভীষণ ভাবে এলোমেলো আমি!জীবনের গতি হারিয়ে ফেলা এক নাবিক...কেউ দেখেনি বুকের দহন,ফুঁসে উঠা যন্ত্রণা ঠোঁটে হাসি নেই...
13/05/2024

হে আল্লাহ ভীষণ ভাবে এলোমেলো আমি!
জীবনের গতি হারিয়ে ফেলা এক নাবিক...
কেউ দেখেনি বুকের দহন,ফুঁসে উঠা যন্ত্রণা ঠোঁটে হাসি নেই কতকাল!
দেখেনি আঁধারে,রাতের শেষ ভাগে গোপনে জলফোটা গড়িয়ে পরছে চোখের।
কেউ না দেখলেও আপনি তো দেখেন ''ইয়া রব''
আপনি তো সে সব বান্দার কথা খুব শোনেন
যাদের কথা শোনার আপনি ছাড়া কেউ নেই।
আমি ডাকছি আর আপনি আমার ডাকে সাড়া দেবেন না তা কখনো ও হতে পারে না।
আপনিই তো বলেন: তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো।
নিশ্চয়ই আপনি আমার কঠিন ঈমানের পরিক্ষা শেষে
এতো সস্তি দেবেন যে আমি খুশি হয়ে যাবো...
ইনশাআল্লাহ

বই আর বউ, দুজনই জ্ঞানের খনি। বই যদি হয় জ্ঞানের সাগর, তবে বউ হল জ্ঞানের নদী, যেখানে জোয়ারের সময় জ্ঞানের ঢেউ আছড়ে পড়ে। বই ...
08/05/2024

বই আর বউ, দুজনই জ্ঞানের খনি। বই যদি হয় জ্ঞানের সাগর, তবে বউ হল জ্ঞানের নদী, যেখানে জোয়ারের সময় জ্ঞানের ঢেউ আছড়ে পড়ে। বই পড়লে মনের জানালা খুলে যায়, আর বউয়ের কথা শুনলে জীবনের সব জানালা, দরজা এমনকি ছাদের টালি পর্যন্ত খুলে যায়, যেখানে আকাশ থেকে জ্ঞানের বৃষ্টি ঝরে। বই শিখায় বিশ্বের ইতিহাস, আর বউ শিখায় সংসারের রসায়ন। বইয়ের পাতায় পাতায় লুকিয়ে থাকে গল্প, কবিতা, বিজ্ঞান; আর বউয়ের চোখের ইশারায়, মুখের হাসিতে লুকিয়ে থাকে জীবনের সূত্রপাত, সংগ্রাম, সুখ-দুঃখের অমূল্য শিক্ষা। তাই বলা যায়, বই আর বউ দুজনই আমাদের জীবনের জ্ঞানের প্রদীপ, যারা আমাদের পথ চলার পথে আলোর দিশারি।

06/02/2024

দিন ফুরিয়ে যাচ্ছে

ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে।

এতো আনন্দ,

কোলাহল

সুখের বাড়ি -সবকিছু লিখে দিতে হবে

শুধু মাত্র একটি "মৃত্যুর" দলিলে!

29/01/2024

জীবনে ঠিক ততখানি সরল হোন,যতখানি সরল হলে কেউ ঠকিয়ে যাওয়ার পরেও পায়ের তলার মাটি সরে যাবে না।

Address

Ullapara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habib khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habib khan:

Share