বাবুর আব্বু シ

বাবুর আব্বু シ আমি আপনার সৌন্দযে নয় মায়ায় আটকে গেছি..🙂

12/04/2025

ভালোবাসা পাগলই বুঝে
সুস্থ মস্তিষ্কের মানুষ তো শুধু স্বার্থ খুঁজে🌸🌸🖤

10/04/2025

এই গরমে বিচ্ছু বাহিনী নিয়ে ডিপ ঘরে গোসল করলাম! Eiii shampoo laga🤣

৯০ দশক হচ্ছে এনালগ থেকে ডিজিটাল যুগের সন্ধিক্ষন। ছবিগুলো দেখুন, হারিয়ে যাবেন কিছু সময়ের জন্য হলেও শৈশবে। আমিও হয়ে গেলাম ...
03/04/2025

৯০ দশক হচ্ছে এনালগ থেকে ডিজিটাল যুগের সন্ধিক্ষন। ছবিগুলো দেখুন, হারিয়ে যাবেন কিছু সময়ের জন্য হলেও শৈশবে। আমিও হয়ে গেলাম জিবলিময়।

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধ...
26/03/2025

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।

ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক থাকবে কিন্তু খা'রাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাবেন।

আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কী নিয়েছেন, সেটা বিভিন্ন ভাবে ফেরত নেয়ার চেষ্টা করবে মানুষ।

তেমনি পৃথিবীতে মানুষ চিনতে পারা অনেক কঠিন। জীবন নাটকের চেয়ে না'টকীয়।

14/03/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়। 🖤

14/03/2025

সময় আমাদের শিখিয়ে দেয়, কল্পনার চেয়ে বাস্তবতা কত কঠিন। কল্পনা করা সহজ, কল্পনা সদা-সুন্দর! কল্পনা সাময়িক তৃপ্তি দিতে শেখায়, আর বাস্তবতা সংকটকালীন প্রতিটা মুহুর্ত উপলব্ধি করতে শেখায়।

মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, স্বপ্ন বদলায়।
সময় বলে দেয়, কে সত্যিকারের আপন, আর কে শুধু প্রয়োজন ফুরোলেই ভুলে যায়।

যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে বাস্তবতা আমাদের শিখিয়ে দেবে কিভাবে উঠে দাঁড়াতে হয়! জীবনে হুচট আসবে, অনাক্ষাঙ্খিত অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যা আপনি কখনো কল্পনাই করেন নি কিন্তু বাস্তবে সেটাই হয়েছে। হ্যা এজন্যই তো বলা হয় বাস্তবতা কঠিন শুধু কঠিন না,বাস্তবতা বড্ড কঠিন!

সময়ের সাথে সব কিছু বদলে যাবে, এমনকি আপনি নিজেও আর এটাই বাস্তব! তাই যখন যে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হোন সেটা মেনে নিয়ে, বাস্তবতার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে শিখুন!

"কল্পণার পৃথিবী সহজ, বাস্তবতার দুনিয়া কঠিন!
বাস্তবতার সাথে নিজেকে খাপ খাইয়ে নিন, জীবন সাবলীল!" 🤗

"চিন্তা করো না, আমিতো তোমার জন্য তোমার পাশে সবসময় আছি।এই ছোট কথাটা অনেক স্ত্রীর জন্য বেঁচে থাকার প্রেরণা হয়ে উঠে, তাদে...
28/02/2025

"চিন্তা করো না, আমিতো তোমার জন্য তোমার পাশে সবসময় আছি।এই ছোট কথাটা অনেক স্ত্রীর জন্য বেঁচে থাকার প্রেরণা হয়ে উঠে, তাদের নতুন করে বাঁচতে শেখায়। হাসতে শেখায়।যত বিপদই আসুক না কেন হাসি মুখে লড়তে শেখায়।🤍

তুমি না থাকলে সব কিছু অসম্পূর্ণ।একে অপরের সঙ্গেই তো আমাদের জীবন পূর্ণ।❤️‍🩹🌸
19/02/2025

তুমি না থাকলে সব কিছু অসম্পূর্ণ।
একে অপরের সঙ্গেই তো আমাদের জীবন পূর্ণ।❤️‍🩹🌸

তোমার বাইরে এই পৃথিবীতে আর কোনো কিছুতেই আমার তেমন টান নেই। নেশা, আসক্তি—এসব যেন আমার জীবনের বাইরে কোনো গল্প। যদি নেশা বল...
18/02/2025

তোমার বাইরে এই পৃথিবীতে আর কোনো কিছুতেই আমার তেমন টান নেই। নেশা, আসক্তি—এসব যেন আমার জীবনের বাইরে কোনো গল্প। যদি নেশা বলতে কিছু থাকে, তবে তা কেবলই তুমি।

তোমার হাসি, তোমার কথা, তোমার উপস্থিতি—এসবই আমার একমাত্র নেশা। তুমি ছাড়া সবকিছুই যেন অর্থহীন। তুমিই আমার স্বপ্ন, তুমিই আমার শান্তি, আর তুমিই আমার অনন্ত আসক্তি।

আমি হাজার বার বলতে চাই....
তোমার ছাড়া আর কোনো কিছুতেই আমার মন জড়ায় না, নেশা বলতে যদি কিছু থাকে, তবে তা শুধুই তুমি।

In a world full of chaos, you’re my calm.♡
15/02/2025

In a world full of chaos, you’re my calm.♡

Dream corner 🤍
15/02/2025

Dream corner 🤍

Address

Ullapara

Telephone

+8801783370017

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাবুর আব্বু シ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাবুর আব্বু シ:

Share

Category