
19/07/2025
# # দুই বডি বিল্ডার আর এক হালি ডিম
এক গ্রামে থাকতো দুই দারুণ বডি বিল্ডার—একজনের নাম ছিল বজলু, আরেকজন মজনু। দু'জনেরই শরীর যেন একেবারে পাথর! হাত পা দেখে গ্রামের লোকেরা বলতো, “বাহ, এরা তো Hulk আর Thor এর দূর সম্পর্কের ভাই হবে!”
কিন্তু সমস্যা ছিল—দুজনেই ভাবতো, সে-ই গ্রামে সবচেয়ে শক্তিশালী। একদিন বজলু বাজারে গিয়ে ৬টা ডিম কিনে ফিরছিল। হঠাৎ মজনু সামনে পড়ে গেল।
মজনু বললো,
— “এই বজলু! শুনেছি ডিম খেয়ে নাকি তোর পেশি বেড়ে গেছে? চল দেখা যাক, কে বেশি শক্তিশালী!”
বজলু হেসে বললো,
— “ডিম খাওয়াই শুধু না, শক্তি দেখাতে গেলে আগে প্রতিযোগিতা করতে হবে। ডিম ছিনিয়ে খাওয়ার প্রতিযোগিতা কেমন হবে?”
মজনু বললো,
— “চ্যালেঞ্জ একসেপ্টেড!”
ব্যস, দুই জনই রাস্তায় দাঁড়িয়ে গেল। নিয়ম হলো—যে বেশি ডিম ছিনিয়ে খাবে, সেই হবে গ্রামের 'ডিম মাস্টার'।
প্রথম রাউন্ডে বজলু ডিম ছুঁড়ে দিল আর মজনু লাফ দিয়ে ক্যাচ করলো। খেতে গিয়ে দেখি ডিম কাঁচা! পুরো মুখ দিয়ে স্লিপ করে পড়লো জামায়। সবাই হো হো করে হাসতে লাগল।
দ্বিতীয় রাউন্ডে মজনু ছুঁড়লো, বজলু ক্যাচ করলো। সে ভাবলো ফাটিয়ে খাবে। কিন্তু এইবার ডিমটা নাকি বাচ্চা মুরগির ডিম! ঠোকর দিয়ে ঢুকিয়ে দিল পুরো মুখে, আর এক চিৎকার—“কুড় কুড় কুড়!”
গ্রামের সবাই হেসে লুটোপুটি।
শেষ রাউন্ডে বজলু বললো,
— “এইবার আসল খেলা!”
বজলু একসাথে ৪টা ডিম এক হাতে নিয়ে মজনুকে বললো,
— “যদি পারিস এই ডিম ছাড়াই শক্তি দেখাও।”
মজনু হঠাৎ পাশের কলাগাছ উপড়ে ফেললো। বজলু কিছু না বলে ডিম ভাজা বানিয়ে সবাইকে খাওয়াতে শুরু করলো।
গ্রামের মাতব্বর বললো,
— “শক্তির আসল ব্যবহার হলো শান্তি আর ডিম খাওয়ার মধ্যে!”
সেই থেকে গ্রামের নিয়ম—যখনই ঝগড়া হবে, সবাই মিলে ডিম ভাজা খাবে।
আর বজলু আর মজনু এখন শুধু শরীর বানায় না, ভালো ডিমের হালিমও বানায়!
# # # —শেষ— 🥚💪