ভাঁড়ারা - Bharara

  • Home
  • ভাঁড়ারা - Bharara

ভাঁড়ারা - Bharara ভাঁড়ারা সব নিউজ পেতে আমাদের সাথেই থা?

ভাঁড়ারা ইউনিয়নের হাসপাতাল কোথায় হওয়া উচিত!!খেলার মাঠে হাসপাতাল ও একই এলাকায় দুটো হাসপাতাল মোটেও কাম্য নয়!তবে সার্ব...
01/10/2025

ভাঁড়ারা ইউনিয়নের হাসপাতাল কোথায় হওয়া উচিত!!

খেলার মাঠে হাসপাতাল ও একই এলাকায় দুটো হাসপাতাল মোটেও কাম্য নয়!
তবে সার্বিক দিক বিবেচনায় কোথায় হলে ভালো হয় তার কিছু যুক্তি তুলে ধরছি:-
★পদ্মা হাসপাতালের মাঠ অত্র ইউনিয়নের একমাত্র খেলার মাঠ, যেখানে আমাদের ইউনিয়নের তরুণ ও যুবক ছেলেরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে এবং খেলাধুলা করে।যখন হাসপাতাল হবে তখন একমাত্র খেলার মাঠ আর থাকবে না।
★ভাউডাঙ্গায় একটি স্বাস্থ্যসেবা কমপ্লেক্স থাকার পরও কিভাবে তার পাশেই আর একটা হাসপাতাল এর স্থান নির্ধারিত হয় এটা আমার বোধগম্য নয়।
★ ভাঁড়ারা,আওরঙ্গবাদ, জামুয়া,মহাদেব পুর,কালুরপাড়া,দিয়ারপাড়া,কোলাদী,হলুদবাড়িয়া,বকশিপুর, পারচিথুলিয়া,শ্রীরামপুর, বলরামপুর এর জনগণ অনেকেই হয়তো জানেই না যে দড়ি ভাউডাঙ্গা কোন স্বাস্থ্যসেবা কমপ্লেক্স আছে যেখানে সাধারণ চিকিৎসা নেয়া যায়?
★ পদ্মা হাসপাতাল এর জায়গা যখন সরকারকে হাসপাতাল করার ঐ এলাকার দানশীল মানুষ জমি দেয় তখন এরশাদ সরকারের এর টালমাটাল পরিস্থিতি হয়নি এবং গণ-অভ্যুত্থানের মাধ্যমে পতন হলে পরবর্তী সরকার এরশাদের সমস্ত প্রকল্প বাতিল করে। আর স্বাস্থ্যসেবা কমপ্লেক্স দড়ি ভাউডাঙ্গা স্থাপন করে।
★এখন প্রশ্ন আসতেই পারে পদ্মা মাঠে কেনো হলো না? পদ্মা মাঠে না হওয়ার অনেক গুলো কারণ ছিলো তারমধ্যে অন্যতম কারণ কোন বাজার নেই, কোন স্কুল কলেজ নেই। অর্থাৎ জনসমাগমের ঘাটতি ছিলো
★ আর যোগাযোগ ব্যবস্থা কথা তো সবাই বলছে। জনসমাগমের বিষয় মাথায় রেখে একটা জনগণের সেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করা উচিত।
★ সরকার যখন নতুন কোন প্রতিষ্ঠান বরাদ্দ দেয় তখন প্রাথমিক থেকে চুড়ান্ত পর্যায়ের কাজ করার জন্য বাজেট দিয়ে থাকে।তাই জমি অধিগ্রহণ করলে সরকারের টাকা নষ্ট হবে এই কারণ দেখিয়ে একটা খেলার মাঠ,জনসমাগমহীন, যোগাযোগ ও নিরাপত্তার অভাব পরিলক্ষিত হয় এমন জায়গায় করার কোন মানেই হয় না।
★আমাদের ইউনিয়নের একমাত্র সেন্টার হলো খয়েরবাগান, যেখানে পুরো ইউনিয়নের প্রতিটি এলাকার সাথে সংযোগ রাস্তা আছে। নির্বিঘ্নে ইউনিয়নের যেকোন এলাকা থেকে আসতে পারবে। এখানে কোন সমস্যা বা অসুবিধা আছে হাসপাতাল না হওয়ার মত।
★ ইউনিয়নের সবচেয়ে বড় বাজার,ইউনিয়ন কমপ্লেক্স, মাদ্রাসা, জনসমাগম, যোগাযোগ ব্যবস্থা।
★ শুধু ভোটের হিসাব না করে জনগণের সুবিধাজনক স্থানে হাসপাতাল নির্মাণ হলে পুরো ইউনিয়ন সেবা পাবে।
তাই এই বৃহৎ স্বার্থে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আমাদের ইউনিয়নের সকল চিন্তাবিদ, রাজনৈতিক নেতা,সুশীল সমাজ,শিক্ষিত ও সচেতন সমাজ, তরুণ, যুবক এবং বয়োজ্যেষ্ঠ প্রবীণ গুনীজন সবাই সকলের সুবিধা হয় এমন জায়গা নির্বাচন করে সিদ্ধান্ত নেয়া উচিত।কারোর দ্বারা প্ররোচিত না হয়ে নিজের চিন্তা শক্তি দিয়ে সুবিধা ও অসুবিধা বিবেচনা করে সিদ্ধান্ত নিন।মনে রাখবেন এটা জনগণের সেবামূলক প্রতিষ্ঠান একটি হাসপাতাল।

ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ
আমাদের ভাঁড়ারা ইউনিয়ন

11/08/2025

একদিকে ভাঙ্গা রাস্তা অন্যদিকে ব্যারিকেড (ভাঁড়ারা টু কুলোনিয়া)

Address


Alerts

Be the first to know and let us send you an email when ভাঁড়ারা - Bharara posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভাঁড়ারা - Bharara:

  • Want your business to be the top-listed Media Company?

Share