All News Bangladesh

  • Home
  • All News Bangladesh

All News Bangladesh This page only for update news. Stay with us.

৪ আগষ্ট, মুন্সিগঞ্জ
10/07/2025

৪ আগষ্ট, মুন্সিগঞ্জ

10/07/2025

সাবধান!!
রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা,
তুমি কিন্তু মা-বাবার কলিজার টুকরা।

10/07/2025

SSC রেজাল্ট যাই হোক কেউ কাউকে ignore- insult না করে, ভবিষ্যতের জন্য inspire করবেন !

নিশ্চয়ই আল্লাহ সর্বোউত্তম পরিকল্পনাকারী!

24/06/2025

ব্যালিস্টিক হ্মেপণাস্ত্রের নোড়কে ক্লাস্টার বোমা ছুড়ছে ইরান- দাবি ইসরাইলের। #ইরান #ইসরাইল #আমেরিকা

২৩ জুন ২০২৫ বিস্তারিত... ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটনতুন করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ...
23/06/2025

২৩ জুন ২০২৫ বিস্তারিত...
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট
নতুন করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দক্ষিণ ইসরাইলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই হামলা চালানোর কথা নিশ্চিত করেছে।
১ মিনিটে পড়ুন

সোমবার (২৩ জুন) আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এদিকে, টাইমস অব ইসরাইল জানিয়েছে, ইসরাইলের ইলেকট্রিক কর্পোরেশন একটি কৌশলগত অবকাঠামোগত সুবিধার কাছে আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। বলেছে যে ইরানি হামলায় এলাকার বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে।

যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে দলগুলো বিভিন্ন স্থানে কাজ করছে। এই অভিযানের মধ্যে অবকাঠামো মেরামত এবং নিরাপত্তা ঝুঁকি দূর করার কাজ করা হচ্ছে বলে জানানো হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে এই কাজ করা হচ্ছে বলেও প্রতিবেদনে বলা হয়।

হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বাজতে থাকে, ফলে নাগরিকদের দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হয়। ইসরাইলের চ্যানেল ১৩ জানায়, ইরান-ইসরাইল সংঘাত শুরুর পর থেকে এবারই ইসরাইলিরা সবচেয়ে দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে কাটালেন।

23/06/2025

অভিভাবকদের সচেতন করতে ভিডিওটি শেয়ার দিবেন(অনুরোধ) ❤️🥰৷ #সচেতন

৭ মে ২০২৫ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা ‘উলবাকিয়া মশা’ডেঙ্গু মোকাবিলায় একটি বড় বৈজ্ঞানিক অগ্রগতি বাংলাদেশের জন্য নতুন...
07/05/2025

৭ মে ২০২৫
ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা ‘উলবাকিয়া মশা’

ডেঙ্গু মোকাবিলায় একটি বড় বৈজ্ঞানিক অগ্রগতি বাংলাদেশের জন্য নতুন আশার আলো জাগাচ্ছে। আন্তর্জাতিক গবেষকদের একটি দল এক ধরনের উলবাকিয়াসংক্রমিত এডিস ইজিপ্টি মশা সফলভাবে তৈরি করেছেন। এটি ঢাকা শহরের স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। এটিকে ‘ভালো মশা’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে।

উলবাকিয়া ব্যাকটেরিয়া আক্রান্ত মশার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে আশা দেখছেন বিজ্ঞানীরা
৩ মিনিটে পড়ুন

এই অগ্রগতি বাংলাদেশকে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত বা আর্বোভাইরাল ভাইরাস সংক্রমণ রোগের বিস্তার নিয়ন্ত্রণে একটি নিরাপদ, জৈবিক পদ্ধতি ব্যবহারের নতুন দ্বার উন্মোচন করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা সংস্থা আইসিডিডিআর,বি।

এই গবেষণা দলে রয়েছেন– অস্ট্রেলিয়ার কিউআইএমআর বার্গহোফার মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআর,বি এবং যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের বিজ্ঞানীরা। গবেষণাটি সম্প্রতি জার্নাল দ্য নেচারের সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আইসিডিডিআর,বি জানায়, বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু একটি গুরুতর জনস্বাস্থ্য হুমকি। ২০২৩ সালে রেকর্ড সংখ্যক ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয় এবং ১ হাজার ৭০০ এরও বেশি মৃত্যু হয়; যা এখন পর্যন্ত ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বছর। নগরায়ন, অনিয়মিত বৃষ্টিপাত এবং উষ্ণ তাপমাত্রা ডেঙ্গুর প্রাথমিক বাহক এডিস মশার বিস্তারকে বাড়িয়ে তুলছে। অন্যদিকে প্রচলিত কীটনাশকনির্ভর মশা নিয়ন্ত্রণে মশাদের মধ্যে কীটনাশকের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়ায় এর কার্যকারিতা কমে যাচ্ছে।

এ অবস্থায় পৃথিবীব্যাপী বিজ্ঞানীরা আরও টেকসই সমাধান খুঁজতে শুরু করেছেন। এর মধ্যে অন্যতম ‘ভালো মশা’ ব্যবহারের কৌশল।

যেভাবে কাজ করে উলবাকিয়া মশা

গবেষকদের মতে, উলবাকিয়া ব্যবহারের কারণ হলো, এটি এডিস মশায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের সংক্রমণ রোধ করে, কিন্তু মানুষ বা পরিবেশের কোনো ক্ষতি করে না। উলবাকিয়া একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া; যা প্রজাপতি, ফলের মাছি এবং কিছু মশার দেহে স্বাভাবিকভাবেই থাকে, কিন্তু এডিস মশায় থাকে না। এই ব্যাকটেরিয়া মানুষ বা প্রাণীকে সংক্রমিত করতে পারে না এবং কামড় বা সংস্পর্শের মাধ্যমেও এটি ছড়ায় না।

গবেষকরা জানান, এডিস

২১ টা ৫৫ মিনিট, ১৯ জুন ২০২৩বিস্তারিত-যেসব অভ্যাসে মস্তিষ্কের কার্যক্ষমতা কমেআমাদের প্রত্যেক দিনের কিছু অভ্যাস মস্তিষ্কের...
19/06/2023

২১ টা ৫৫ মিনিট, ১৯ জুন ২০২৩বিস্তারিত-
যেসব অভ্যাসে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে
আমাদের প্রত্যেক দিনের কিছু অভ্যাস মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে। আর দিনের পর দিন এসব অভ্যাসে নিজের অজান্তেই ক্ষতি করছি।
২ মিনিটে পড়ুন

তাই চলুন জেনে নিই কোন কোন অভ্যাসগুলো আমাদের প্রত্যাহিক জীবন থেকে বাদ দিলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে-

স্ক্রিন টাইম কমানো

অতিরিক্ত ‘স্ক্রিন টাইম’ আমাদের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে। অফিসে গিয়ে সারাক্ষণ ল্যাপটপের সামনে বসে থাকা, বাড়ি ফিরেও মোবাইলে সিমেনা বা সিরিজ দেখা। এসব মিলিয়ে দিনের বেশির ভাগ সময়ই আমাদের কাটে পর্দার সামনে। এতে চোখের ক্ষতি তো হচ্ছেই, সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতাও কমে যাচ্ছে। মূলত স্ক্রিন টাইম যত বেশি, ততই আমরা একাকী থাকি, অন্যদের সঙ্গে কথা কম বলি। যেকোনো কাজে আমাদের মনোযোগ কম থাকে, এত করে ফলে মস্তিষ্ক ধীরে ধীরে অচল হয়ে পড়ে।

উচ্চশব্দে গান শোনা

কানে বড় হেডফোন বা ইয়ারবাড গুঁজে ঘণ্টার পর ঘণ্টা উচ্চস্বরে গান শোনা মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে। টানা ৩০ মিনিট অতি উচ্চমাত্রার শব্দে থাকলে এক জনের শ্রবণশক্তি সম্পূর্ণরূপে লোপ পেতে পারে। শ্রবণশক্তি লোপ পাওয়ার পাশাপাশি স্মৃতিশক্তিও লোপ পেতে পারে। এ ছাড়া ব্রেনের টিস্যু নষ্ট হয়ে যেতে পারে।

অতিরিক্ত অন্ধকারে থাকা

অতিরিক্ত অন্ধকারে থাকার অভ্যাস মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে। আবার এই অভ্যাস আমাদের মনে বিষণ্ণতা তৈরি করে। আর বিষণ্ণতার ফলে মস্তিষ্কের কার্যকারিতা মন্থর হয়ে যায়। এ কারণেই শীতপ্রধান দেশে আত্মহত্যার হার বেশি। প্রাকৃতিক আলোতে থাকলে আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে।

অতিরিক্ত একা থাকা

বর্তমানে হাজার হাজার বন্ধু আছে আমাদের, তবে সেটি ভার্চুয়ালি। বাস্তব জীবনে আমাদের সুখ-দুঃখ ভাগ করে নেয়ার বন্ধুর বড্ড অভাব। আবার অনেকেই আছেন অফিস পার্টি হোক কিংবা পারিবারিক অনুষ্ঠান— সবকিছুই এড়িয়ে চলে। এসব কার্যক্রম আমাদের মস্তিস্কের ওপর বিরূপ প্রভাব ফেলে।

বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, যারা কাছের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেন, তারা অন্যদের তুলনায় হাসিখুশি ও কর্মদক্ষ হন। তাদের স্মৃতিশক্তিও অন্যদের তুলনায় বেশি হয়।

অতিরিক্ত চিনি খাওয়া

অতিরিক্ত চিনি খাওয়াও মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকর। এছাড়া ফাস্টফুড (বার্গার, পিজ্জা, চিপ্‌স, কোমল পানীয়) খেলেও স্মৃতিশক্তি লোপ পায়। অন্যদিকে সবুজ শাকসবজি, ফল ও বাদা

বাংলাদেশ১৯ টা ৪৩ মিনিট, ১৯ জুন ২০২৩বিস্তারিত-চাঁদ দেখা গেছে, ২৯ জুন পবিত্র ঈদুল আজহাবাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দে...
19/06/2023

বাংলাদেশ
১৯ টা ৪৩ মিনিট, ১৯ জুন ২০২৩বিস্তারিত-
চাঁদ দেখা গেছে, ২৯ জুন পবিত্র ঈদুল আজহা
বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। সোমবার (১৯ জুন) সন্ধ্যায় পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়।
১ মিনিটে পড়ুন

চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে ঈদুল আজহার তারিখ বিষয়ে জানান ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দার।

এর আগে, সৌদি আরব জানিয়েছিল, আগামী ২৮ জুন তাদের দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবের পাশাপাশি কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় এ উৎসবটি।

ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার আগে লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন।

ঈদুল আজহা কোরবানির ঈদ হিসেবে পরিচিত। প্রধানত বিশেষ নামাজ আদায় ও পশু কোরবানির মধ্যদিয়ে উদযাপন করা হয়। সৌদি আরবের আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। রোববার চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন (বৃহস্পতিবার) কোরবানির ঈদ উদযাপন করা হবে। দেশগুলোর স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চাকরি১৯ টা ৪৫ মিনিট, ১৯ জুন ২০২৩বিস্তারিত-তামাক নিয়ন্ত্রণ সেলে চাকরির সুযোগসম্প্রতি জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি)...
19/06/2023

চাকরি
১৯ টা ৪৫ মিনিট, ১৯ জুন ২০২৩বিস্তারিত-
তামাক নিয়ন্ত্রণ সেলে চাকরির সুযোগ
সম্প্রতি জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রোগ্রাম অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের জিইপি ডাকযোগে বা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ৪ জুলাই।
১ মিনিটে পড়ুন

পদের নাম: প্রোগ্রাম অফিসার।

পদসংখ্যা: ১

যোগ্যতা: পাবলিক হেলথ/সমাজবিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি বা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংস্থায় পাবলিক হেলথ–সংক্রান্ত প্রকল্পে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তামাক নিয়ন্ত্রণ প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

দক্ষতা: এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ টাইপিং, ইন্টারনেট ব্রাউজিং, সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট ব্যবস্থাপনা জানতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। তামাক বা কোনো ধরনের মাদক ব্যবহারকারীর আবেদনের প্রয়োজন নেই। এ বিষয়ে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা করানো হবে।

বেতন: আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের কাভার লেটারসহ পূর্ণাঙ্গ সিভি জিইপি ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, আনসারি ভবন (পঞ্চম তলা), ১৪/২ তোপখানা রোড, ঢাকা-১০০০। ই-মেইল: [email protected]

আন্তর্জাতিক১৮ টা ৫১ মিনিট, ১১ জুন ২০২৩বিস্তারিত-বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরাআসন্ন ঈদুল আজহা...
11/06/2023

আন্তর্জাতিক
১৮ টা ৫১ মিনিট, ১১ জুন ২০২৩বিস্তারিত-
বাংলাদেশে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
আসন্ন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিদরা। তাদের তথ্য মতে, আগামী ১৮ জুন আরবি বছরের ১১তম মাস জিলকদের ২৯তম দিন। এ দিন জিলহজ মাসের চাঁদ দেখার আকাশে দৃষ্টি থাকবে বিশ্বের মুসলিম দেশগুলোর।

২ মিনিটে পড়ুন

রোববার (১১ জুন) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ এবং টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হবে।


জ্যোতির্বিদদের গণনা অনুযায়ী, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। ফলে আশা করা হচ্ছে, আরাফার দিন পড়বে ২৭ জুন এবং ঈদুল আজহার প্রথম দিন পড়বে ২৮ জুন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে এখনও চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল আজহা উদযাপন করা হয়। এসব দেশ নিজেদের চাঁদ দেখা কমিটি বা সংস্থা রয়েছে।

এসব দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, মরক্কো, তুরস্ক এবং আফ্রিকার বেশিরভাগ মুসলিম সংখ্যালঘু দেশ রয়েছে।

ইসলামিক বিশ্বের পূর্বদিকে আগামী ১৮ জুন কোনোভাবেই চাঁদ দেখা সম্ভব নয় এবং ইসলামিক বিশ্বেও এদিন খালি চোখে চাঁদ দেখা যাবে না।

ফলে ধারণা করা হচ্ছে উপরোক্ত দেশগুলোতে ২০ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করা হবে এবং ঈদুল আজহা উদযাপিত হবে ২৯ জুন।

প্রসঙ্গত, ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার দিন বিশ্বব্যাপী মুসলমানরা পশু কোরবানি দেয়। এছাড়া আরাফাতের দিন হজ পালনকারী মুসলমানরা মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে জড়ো হন।

আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করেন মুসলিমরা।

আন্তর্জাতি১৫ টা ৩৬ মিনিট, ১১ জুন ২০২৩বিস্তারিত-অনলাইন গেম খেলে মায়ের অ্যাকাউন্ট ফাঁকা করল কিশোরীঅনলাইন গেমে আসক্ত হয়ে পড়...
11/06/2023

আন্তর্জাতি
১৫ টা ৩৬ মিনিট, ১১ জুন ২০২৩বিস্তারিত-
অনলাইন গেম খেলে মায়ের অ্যাকাউন্ট ফাঁকা করল কিশোরী
অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ে চীনের ১৩ বছরের এক কিশোরী। একপর্যায়ে গেমের বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে মায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় সে। গেমের পেছনে ওই কিশোরী ৬৪ হাজার ডলার ব্যয় করেছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৯ লাখ টাকা।
১ মিনিটে পড়ুন

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ওই কিশোরীর বাড়ি চীনের হেনান প্রদেশে। সে স্থানীয় একটি স্কুলে পড়ে। চার মাসের বেশি সময় ধরে মায়ের ব্যাংক হিসাব ব্যবহার করে অনলাইন গেমের পেছনে টাকা উড়িয়েছে সে।

ওই কিশোরীর মা ওয়াং বলেন, তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে নিয়মিত টাকা ব্যয় হচ্ছিল, তা প্রথমে টের পাননি তিনি। কারণ, গেমের পেছনে খরচের তথ্য আড়াল করতে ফোন থেকে লেনদেনের সব তথ্য মুছে ফেলত তার মেয়ে। পরে এক দিন স্কুলের এক শিক্ষকের কাছ থেকে মেয়ের গেম আসক্তির কথা জানতে পারেন। এ ঘটনার পর এক দিন ব্যাংকে যান ওয়াং। লেনদেনের তথ্য থেকে দেখতে পান, ৬৯ লাখের বেশি খরচ হয়ে গেছে।

পরে মেয়ের কাছে বিষয়টি জানতে চান তিনি। মেয়ে তার মায়ের কাছে গেমের পেছনে টাকা ব্যয়ের বিষয়টি স্বীকার করে। সে বলে, অনলাইন গেম কিনতে ১৮ লাখ টাকা খরচ করেছে। ৩২ লাখ টাকা উড়িয়েছে গেমগুলো থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে। এ ছাড়াও স্কুলের অন্তত ১০ সহপাঠীকেও ১৫ লাখ টাকার গেম কিনে দিয়েছে সে।

তবে ওই কিশোরী জানায়, কোথা থেকে এই অর্থ আসছিল, তা আদৌ জানত না সে। তবে বাসায় এক দিন মায়ের ব্যাংক হিসাবের একটি ডেবিট কার্ড পেয়েছিল। সেটিই সে নিজের মোবাইল ফোনের সঙ্গে যুক্ত করে নিয়েছিল। আর ওই ডেবিট কার্ডের পাসওয়ার্ড সে আগে থেকেই জানত।

Address


Telephone

+8801986560425

Website

Alerts

Be the first to know and let us send you an email when All News Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to All News Bangladesh:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share