
03/06/2023
" Create unique ideas if you want to lead sales" !!!
অনেক চেষ্টা করেও দেখা যায় আমরা Sale বাড়াতে পারি না। Sale বাড়ানোর জন্য যা কিছু দরকার সব আছে সব। তারপরও Sale বাড়ছে না !!! তাহলে কোথায় সমস্যা ? সমস্যা তো কোথাও না কোথাও অবশ্যই আছে ।
আপনাকে বলছি । আপনার Idea পরিবর্তন করুন। Unique আইডিয়া নিয়ে আসুন Market এ। ইতিহাস স্বাক্ষী আছে । যে সকল নামি দামী ব্রান্ডের কোম্পানি যখনি কোনো Crisis Moment পার করেছে তারা Market এ নতুন Idea Generate করেছে । এবং দ্রুত সফলতা অর্জন করেছে। PEPSI , APPLE, RELIANCE, DOMINOS PIZZA, সহ অসংখ্য কোম্পানি আছে যারা শুধু মাত্র তাদের Unique Idea তৈরি করে Market এ ফিরে এসেছে । পক্ষান্তরে NOKIA, SIEMENS, KODAK সহ অসংখ্য কোম্পানি হারিয়ে যাচ্ছে !!!
বর্তমানে প্রতিযোগী কোম্পানির অভাব নেই। আপনি কি নিয়ে বিজনেস করবেন তার হুবহু পণ্য/ সেবা অন্য কোম্পানিতে আছে !!! বরং আপনার চেয়ে বেশি সুবিধা প্রতিযোগী কোম্পানিগুলো দিচ্ছে। তাই আপনাকে Unique Idea নিয়ে কাজ করতে হবে। আপনি আপনার পণ্যের দাম কতো রাখছেন , কি পরিমান সুবিধা ক্রেতা কে দিচ্ছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি ধরনের সেবা তাকে দিচ্ছেন যা ক্রেতা অন্যের নিকট পাচ্ছে না। মনে রাখবেন , আপনার সেবা টি যদি Unique হয় এবং সেটা যদি ক্রেতাকে আকৃষ্ট করতে পারে তাহলে দাম কোনো সমস্যা নয়। তার বাস্তব প্রমাণ Apple, Samsung, Mercedes , Disney ইত্যাদি।
তাই Sales এ নেতৃত্ব দিতে হলে Unique Idea Generate করার কোনো বিকল্প নেই। Let's Change !!!
( সংক্ষিপ্ত )
Mohammad Golam Kibria
Sales Leadership Trainer