ইসলাম শান্তির ধর্ম

  • Home
  • ইসলাম শান্তির ধর্ম

ইসলাম শান্তির ধর্ম ইসলাম একমাত্র শান্তির ধর্ম

11/05/2024

তওবা করে ফিরে আসলে পূর্বের গুনাহ গুলোকে আল্লাহ্ তা'য়ালা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন।

[সূরা ফুরকান: ৭০]

03/05/2024

“প্রতিরাতে শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে এসে আল্লাহ বলেন,

কেউ আমাকে ডাকো আমি সাড়া দেব ; যা চাইবে তাই দেব।”

__[বুখারী:১৪৪৫]

03/05/2024

“যে ব্যক্তি কোন বিপদে পড়ে বলবে, হে আল্লাহ আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন । আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন ।”
— সহিঃ মুসলিম ২১৬৫

03/05/2024

“আজ শুক্রবার! নিরবে ক’ষ্ট পাচ্ছে এমন প্রতিটি অন্তরে আল্লাহ প্রশান্তি দান করুন _আমিন”

03/05/2024

“যারা অসৎ হয় তারা কখনো অন্যকে সৎ মনে করে না, সবাইকে তার মতোই অসৎ ভাবে”।

__হযরত আলী (রা.)

03/05/2024

“যে ব্যক্তি ভিক্ষুককে কিছু না দিয়ে তাড়িয়ে দেয় ফেরেস্তা নারাজ হয়ে সাতদিন তার ঘরে প্রবেশ করে না”

__[আল হাদীস]

03/05/2024

“সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।”

__[সুরা বাকারা – ১৫২]

03/05/2024

“লাশবাহী গাড়িটা জানে কত দাপটবান, কত প্রভাবশালী, কত অর্থওয়ালা মানুষ তার গাড়িতে উঠেছে‌। যে নরম গদি ছাড়া কখনো শোয়নি তাকেও লাশবাহী গাড়ির ঐ শক্ত বিছানায় শুয়ে যেতে হয়েছে মাটির স্থায়ী বাড়িটিতে। তবুও মানুষের কত অহংকার হায় আফসোস। ”

03/05/2024

“আজ শরীরে শক্তি আছে কিন্তু ইবাদত করার ইচ্ছা নেই, কাল ইবাদত করার ইচ্ছে থাকবে কিন্তু শরীরে শক্তি থাকবে না”। আল্লাহ তায়ালা আমাদের সকলকে যুবক কালে তার ইবাদত করার তৌফিক দান করুন “আমিন”

03/05/2024

“হে আমার রব, তুমি আমাকে মাফ করে দাও আমার তওবা কবুল করো তুমি নিশ্চয়ই তওবা কবুলকারী এবং পরম দয়ালু”

__[আবু দাউদ: ১৫১৬]

03/05/2024

“যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককে আল্লাহ হেদায়েত দান করেন, তাহলে তা হবে তোমার জন্য একপাল লাল উটের চেয়ে উত্তম”

__[আবু দাউদ: ৩৬৬১]

03/05/2024

“বান্দা যখন আমাদের দিকে হেঁটে অগ্রসারিত হয়, আমি তখন তার দিকে দৌড়ে অগ্রসারিত হয়”

__[সহীহ হাদীস: ৭৪০৫]

Address


Alerts

Be the first to know and let us send you an email when ইসলাম শান্তির ধর্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইসলাম শান্তির ধর্ম:

  • Want your business to be the top-listed Media Company?

Share