
07/08/2025
মিরসরাইয়ের জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এর ছাত্র ছাত্রীদের মানববন্ধন।
চট্টগ্রাম মিরসরাইয়ে ঐতিহ্যবাহী জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের একটি জায়গা কৃষি বিভাগ কর্তৃক অবৈধ দখল মুক্ত করে পাঠাগার নির্মাণের দাবিতে মানববন্ধন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
বৃহস্পতিবার ৭ আগস্ট সকাল ১০ টায় জোরারগঞ্জ স্কুল মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই, প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবু সুফিয়ান চৌধুরী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।
মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম জানান এটি একটি ঐতিহাসিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রত্যেকটি জায়গা সংরক্ষণের দায়িত্ব আমাদের, এই জায়গায় এক সময় বিদ্যালয়ের একটি ভবন ছিল। ভবন পরিত্যক্ত হওয়ায় দীর্ঘ দিন ধরে কৃষি বিভাগ অস্থায়ীভাবে একটি অফিস করে গেছেন। এখন আমাদের বিদ্যালয়ের একটি পাঠাগার নির্মাণের প্রয়োজনে কৃষি বিভাগকে নোটিশ করি। কিন্তু উনারা এখান থেকে যেতে রাজি নন। বর্তমানে উনারা বিভিন্ন কাগজপত্র দেখিয়ে বিদ্যালয়ের নামে মামলা করেন। অথচ বিদ্যালয়ের নামে প্রয়োজনীয় সকল কাগজপত্র আছে। বিদ্যালয় কর্তৃপক্ষ মামলার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে ভবন নির্মাণের কাজ শুরু করে। তারপরে উনারা বিভিন্ন ধরনের আমাদেরকে ভীতি প্রদর্শন করে যাচ্ছেন এর প্রতিবাদে আমরা মানববন্ধনের আয়োজন করি। আমরা এই জায়গায় ছাত্রছাত্রীদের জন্য একটি পাঠাগার নির্মাণ করব।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই জানান আমরা দায়িত্ব নেওয়ার পর দেখি এই জায়গাটি বিদ্যালয়ের নামে আর এস, বি এস, সব কিছু আছে। কিন্তু কৃষি বিভাগ অন্যায় ভাবে দখল করে আছে। এ জায়গাটি বিদ্যালয়ে দখলিয় খতিয়ান ভুক্ত জায়গা আমরা নিয়মিত খাজনা প্রদান করে আসছি। আমরা কিছুতেই আমাদের বিদ্যালয়ের জায়গা অন্যদেরকে দিব না। কৃষি বিভাগকে অনেক দিন আগে হাইওয়ে কর্তৃপক্ষ কিছু জায়গা বরাদ্দ দিয়েছে তারা ওই জায়গায় না গিয়ে আমাদের জায়গা দখল করে আছে। তারা দখল করার পরেও বিভিন্ন ধরনের মামলা করে হয়রানি ও বিদ্যালয় এর অর্থ অপচয় করার চেষ্টা করছে। এই জায়গাটি দখলমুক্ত করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আজকে মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছে । আমরা বিদ্যালয়ের জায়গাটি ফিরে পেতে চাই।
মানববন্ধনে ছাত্র ছাত্রীদের মধ্যে বক্তব্য প্রদান করে কাজী জান্নাতুল ফেরদৌস হাবিবা, আশরাফুল ইসলাম, মালীশা ভৌমিক। ছাত্র-ছাত্রীরা দাবি করেন বিদ্যালয়ের একটি পাঠাগার প্রয়োজন তাই এই জায়গাটিতে দ্রুত একটি পাঠাগার নির্মাণ করা হোক।