
16/08/2025
জীবনের প্রত্যেকটা মুহূর্ত যে ইনজয় না করেন। তাহলে আজ থেকেই শুরু করুন সেটা যেভাবেই হোক,, অবশ্যই দিন আর আল্লাহর পথের সময় ব্যয় করুন।। আমরা অনেক সময় বলি কি আর হবে হয়তো চ লে যাব। কিন্তু যখন ওই সময়টা আপনার আসবে তখন বেঁ চে থাকার ইচ্ছা বেঁ চে থাকার আকাঙ্ক্ষা বুঝতে পারবেন। বেশি না ৪-৫ বার ওই ঘ র থেকে আসছি তো জানি। অবশ্যই মহান আল্লাহর রহমত ছিল এখনো আছে।
জীবন কখনো অনেক লম্বা কখনো খুব ক্ষণস্থায়ী।