17/06/2025
কিছু কিছু সময় দুনিয়ার আইন, কানুন, বিচারব্যবস্থায় ন্যায়বিচার পাওয়া যায় না। অত্যাচার যখন চরম সীমায় পৌছায় আর যখন দুনিয়ার সকল বিচারের পথ বন্ধ হয়ে যায়, তখন মজলুম আসমানের মালিকের নিকট প্রার্থনা জানায়। নিশ্চয়ই স্রষ্টা সকল জালিমকে নিস্তার দিবেন না।