27/12/2022
ফেসবুকে দীর্ঘদিন প্রেম করার পর আজকে প্রথম দেখা করতে গেলাম। মেয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।
কসবায় একটা রিসোর্টে দেখা হলো আমাদের। 🥰কিছুক্ষন আলাপ আলোচনার পরে গেলাম মেয়ের নিজের বাসায়।বাসায় ঢুকার আগে গেটেই খেলাম এক শক! পুরো বাড়িতে ডেকোরেশন করানো🤔🤔। বাড়িতে মেহমানের কোনো কমতি নেই। ভাবলাম হয়ত কারো জন্মদিন/কোনো অনুষ্ঠান হবে হয়ত।
কিন্তু শকের ২য় পর্যায় খেলাম যখন ৫-৬ বছরের এক বাচ্চা মেয়ে আমাকে এসে দুলাভাই দুলাভাই বলে সম্বোধন করা শুরু করলো! আমি তো রিতিমতো অবাক হচ্ছি। রুপা কে জিজ্ঞেস করলাম কাহিনী কি? ওই মেয়ে আমাকে দুলাভাই বলছে কেন? রুপা বললো আরে ও আমার ছোট বোন। আর তোমার সাথে কথা বলতে দেখে ধারনা করে নিয়েছে দুলাভাই হবে হয়ত।
যাই হোক বাংলায় একটি প্রবাদ আছে সাদা মনে নাকি
কাদা থাকেনা।
আমিও বোকার মতো তেমন কিছু না ভেবে বাসার ভেতরে ঢুকলাম। সাথে সাথে রুপার আম্মু এসে বললো বাবা ভালো আছো? আমি হ্যা সূচক মাথা নাড়ালাম। সাথে সাথে রুপার বাবাও হাজির।
বাহ!বাহ!জামাই বাবা তো মাশাল্লাহ। কিন্তু মনে হচ্ছে
গত এক বছরে খাওয়া দাওয়া করেনা,একদম শুকিয়ে
হাড্ডি হয়ে গেছে। সমস্যা নাই এখন থেকে আমাদের বাসায় রেখে যত্ন করে খাওয়াবো। রুপা তুই জামাই বাবাকে নিয়ে ছাদে চলে যা। আমি কাজী সাহেবকে নিয়ে আসতেছি।
আমি রিতিমতো জ্ঞান হারানোর মতো অবস্থায় আছি। মুখ দিয়ে যে কথা বলে সেটাও মনে আসছেনা।হাল্কা একটু জ্ঞান ফিরলো রুপার নরম হাতের উষ্ন ধাক্কায়। এই চলো ছাদে যাই, সেখানে আমাদের জন্য
সবাই ওয়েট করছে। সেই সময়টাতে আমার নিজের
মস্তিষ্কের নিউরন কাজ করছিলো না। হতভম্বের
মতো কিছুক্ষন দাড়িয়ে থাকলাম। এবার রুপা হাত ধরে টেনে ছাদে নিয়ে গেলো। কিন্তু শকের সর্বোচ্চ পর্যায়ে পৌছে একদম জ্ঞানহা রা হয়ে গেলাম যখন স্টেজের এক কোনায়, ফুল দিয়ে বাধানো ফোমের কার্ডে লিখা দেখলাম আজ নাদিম এবং রুপার বিয়ে।
কখন কোথায় কিভাবে জ্ঞান হারা হয়ে গেছিলাম মনে নেই। জ্ঞান ফিরলো প্রায় ১০-১২ ঘন্টা পরে। চোখ খুলে দেখি পাশে দাড়িয়ে আছে সুন্দরী সুদর্শনা একজন তরুনী নার্স।
কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটি বলতে শুরু
করলো এখন কেমন লাগছে?
আমি উত্তর দিতে পারলাম না। এর আগেই হসপিটালের
রুমে ঢুকলো আব্বু,আম্মু,বড় ভাই।
পরে তাদের কাছে জানতে পারলাম গতকাল দুপুরে
ঘুমানোর পর হতে আমি অ/ জ্ঞা/ ন।
তাৎক্ষনিকভাবে মনে পড়লো তাহলে কি আমি
সবকিছু স্বপ্নে দেখেছিলাম?
স্বপ্নে দেখেও কি মানুষ অ/ জ্ঞা/ ন হতে পারে?🤔🤔