Insaf Bazar

Insaf Bazar নিজের উপস্থিতিতে গ্রাম্য প্রাকৃতিক চাকের মধু কেটে এনে সেল করি নিজের উপস্থিতিতে চাক কেটে আনা

10/11/2023

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

🐝মধু/মধু/মধুঠান্ডা পড়তেছে আর রোগ বালাই বাড়তেছে ঠান্ডা কাশি তো লেগেই থাকে এ সময়,তাই এ সকল রোগ প্রতিরোধে মধুর উপকারিতা ...
13/10/2023

🐝মধু/মধু/মধু
ঠান্ডা পড়তেছে আর রোগ বালাই বাড়তেছে ঠান্ডা কাশি তো লেগেই থাকে এ সময়,তাই এ সকল রোগ প্রতিরোধে মধুর উপকারিতা আশা করি আর বলতে হবে না
০১৯৬৩৬৪৭০০৮

25/08/2023
02/07/2023

আলহামদুলিল্লাহ খাটিঁ মধুর পাশাপাশি কাঠের ঘানিতে ভাঙানো শরিষার তৈল ও ভাল সেল হচ্ছে প্রয়োজনে ০১৯৬৩৬৪৭০০৮

07/06/2023

আমরা সব সময় মনে করি BSTI এর অনুমোদিত কোম্পানির প্রোডাক্ট খুব ভালো, আসলেই কি তাই?

আপনি জানেন কি, উন্নত দেশগুলোতে মধু শুধু খায়-ই না, মধু দিয়ে ক্যান্ডি, চুইং গাম, কাস্টার্ড, মধু মিল্ক শেক, আইসক্রীম বানায়....
11/05/2023

আপনি জানেন কি, উন্নত দেশগুলোতে মধু শুধু খায়-ই না, মধু দিয়ে ক্যান্ডি, চুইং গাম, কাস্টার্ড, মধু মিল্ক শেক, আইসক্রীম বানায়..
পুডিং, কেক, পেস্ট্রি, রুটি বানায়, নানা ধরনের বিস্কিট বানায়..
বিভিন্ন ধরনের ফলের আচার বানায়, মধু বাদাম বানায়..
নানা ধরনের মেকআপ প্রোডাক্ট, লোশন, ফেসওয়াশ, ক্রীম, সাবান বানায়..
মধু দিয়ে মাখন বানায়..
মধু থেকে চিনি বানায়..
এমনকী মধু দিয়ে বিয়ার পর্যন্ত বানায়।

এদিকে আমরা বাঙ্গালীরা মধু থেকে বানানো ক্যান্ডি, চুইং গাম, কেক, বিস্কিট খাবো কি আর চিনি বানাবো কি, মধু খাওয়াই এখনো শিখি নাই! অথচ একটু গুগল করলেই, একটু অনলাইনে ব্রাউজ করলেই মানবশরীরে মধুর নানান উপকারীতার ভুরি ভুরি তথ্যবহুল লেখা, আর্টিকেল আর নানান ধরনের ডাটা পাওয়া যায়..

ক্রেতাদের বলব আপনার চাইলেই যে কারো কাছ থেকে খাঁটি মধু কিনে খেতে পারেন। অনেকেই এর, ওর কিংবা তার মধু খাঁটি কিনা এই সন্দেহেই দিন পার করে দিচ্ছেন। ভাবছেন সব্বাই ঘরে ঘরে চিনি জ্বাল করে মধু বানাচ্ছে আর তাকে ঠকানোর জন্য বুঝি ওৎ পেতে বসে আছে। আরে ভাই, দেশে ভেজাল মধুর সেই দিন আর নাই! যে মধু উৎপাদন হয়, সেটা বেচেই কুল পায় না আবার ভেজাল করবে কোন দুঃক্ষে? তবে হ্যা, মানের পার্থক্য আছে, এটা ঠিক।

অনেকেই অভিযোগ করেন তিনি জীবনে কখনো কারো কাছ থেকে খাঁটি মধু পান নাই, অমুক ইমাম সাব তমুক মুফতি সাব, তমুক দাড়িটুপিঅলাও তাকে ঠকায় দিসে। দয়া করে এদের কথা বিশ্বাস করবেন না। কিছু সন্দেহবাতিক লোক আছে শুধু মধু না, এরা জীবনে যা কিনে তাতেই ভাবে যে তাকে ঠকানো হয়েছে। তাদেরকে মৌমাছি নিজে এসে মধু দিয়ে গেলেও এরা বলবে তোকে সন্দেহ লাগছে, তুই চিনি খেয়ে মধু বানিয়েছিস!!

অথচ সারা বাংলাদেশ আজ খাঁটি মধু তে সয়লাব। বিশ্বাস হয় না? আপনার আইডি থেকে এক্ষুনি একটা পোস্ট দেন, জাস্ট লিখেন খাঁটি মধু কোথায় পাবো? তারপর দেখবেন ৫ মিনিটে না হলেও ৫০ জন এসে বলবে ভাই, আমার কাছে খাটি মধু পাবেন!

এর কারন কি জানেন? আমাদের দেশ বছরে ২৬ লাখ টন মধু উৎপাদনকারী দেশ (অনেকেই এটা জানতেন না আমি শিওর)। বিসিক ২০২৫ সালের মধ্যে দেশে বছরে ৪০ লাখ টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে, জানেন এটা?

বাংলাদেশে মধু নিয়ে কাজ করছে এমন ছোট বড় লাখো উদ্দেক্তা সৃষ্টি হয়েছে গত ৪/৫ বছরে। এরা অনলাইন অফলাইনে খাঁটি মধু বিক্রি করে যাচ্ছে সমানে। মধু রপ্তানি হচ্ছে জাপানে, মালয়েশিয়ায়, ইন্ডিয়ায়। কয়েকটি দেশীয় বহুজাতিক খাদ্যপন্যবিপনন কোম্পানী এবং নামকরা চেইনশপগুলা বাজারে মধু নিয়ে আসছে আগামী বছরের মধ্যেই! ফেসবুকে খাঁটি মধুর বিজ্ঞাপন চোখে পড়ে নাই এমন ইউজার খুব কমই আছে..

সবশেষে সবশেষে নবীন বিক্রেতাদের বলব আগে নিজে মধু খাওয়ার অভ্যাস করেন। মধুকে ভালোবাসেন। একে শুধুমাত্র ব্যবসায়িক পন্য হিসেবে দেখবেন না, একটি মহৌষধ হিসেবে দেখবেন। তারপর ক্রেতাদের মধু খেতে বলেন। বহু মানুষ আছে হঠাৎ মন চায়, সখ করে খায়। মধুর বিভিন্নমুখী উপকারীতা বর্ননা করে তাদের নিয়মিত প্রতিদিন খেতে উৎসাহী করেন। মধুর খাটিত্বের ব্যাপারে যারা অজ্ঞতাবশত সন্দেহ করেন তাদেরকে একাধিক বিক্রেতার কাছ থেকে অল্প স্বল্প করে কিনলে খেয়ে দেখতে বলেন, যারটা ভালো লাগে তারটা খেতে বলেন। মানুষকে মধু খাওয়া শেখান। এখন গরমকাল। বেশীরভাগ বিক্রেতার অভিযোগ গরমকালে এদেশের মানুষ মধু খেতে চায় না, কিন্তু কয়জন বিক্রেতা জানেন যে এক গ্লাস মধু লেবুর শরবত শরীর ঠান্ডা করে? কয়জন বিক্রেতা এটা তাদের ক্রেতাকে টেষ্ট করে দেখতে বলেন? আমার তো মনে হয় অনেক বিক্রেতাই এ কথা শুনে মনে মনে অবাক হয়ে গেছেন। নিজে এক গ্লাস খেয়ে দেখেন না..সত্যি না মিথ্যা?

মধু ব্যবহারের উপকারীতা কত প্রকার ও কিকি জানতে গুগল করেন, গুগল আপনাকে এ বিষয়ে এক্সপার্ট বানিয়ে দেবে। ইংরেজীতে ব্রাউজ করবেন, বাংলায় না। বাঙ্গালীরা বেশীরভাগই বিদেশী সাইট থেকে মধুর গুনাগুন কপি পেস্ট করে দিয়ে দেয়।।

17/04/2023

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

🤷‍♂️ডায়াবেটিকস নিয়ে ভাবনা..?? 🐝ইফতারিতে চিনির শরবত নিয়ে চিন্তা🙇‍♂️আর নয়, শরবত এখন চলবে চাকেঁর খাঁটি মধু দিয়ে, দিনের ক্লা...
22/03/2023

🤷‍♂️ডায়াবেটিকস নিয়ে ভাবনা..??
🐝ইফতারিতে চিনির শরবত নিয়ে চিন্তা🙇‍♂️
আর নয়, শরবত এখন চলবে চাকেঁর খাঁটি মধু দিয়ে, দিনের ক্লান্তি নিমিষেই শেষ,

কেমিকেল যুক্ত আখের গুর বাজার থেকে কিনে নিজের অসুস্ততাকে ঝুকিতে না ফেলে ইনসাফ বাজার থেকে নেন অর্জিনাল আখের গুড়,

🤗যারা শরবতের জন্য মধু অর্ডার করবেন বিশেষ দামে

🚒কুরিয়ার মাধ্যমে জেলা-শহরে ডেলিভারির শুবিদা ইনবক্সে এ অর্ডার করুন ঘড়ে বসেই পণ্য হাতে তুলুন,

👇~♦আর যা যা পাবেন♦~👇
★কাঠের ঘানিতে ভাঙ্গানো শরিষার তৈল
★অর্জিনাল আখের গুড়
★প্রাকৃতিক চাকেঁর খাঁটি মধু

মাওঃসাইফুল ইসলাম
ফাউন্ডার-ইনসাফ বাজার
চিটাগাংরোড,সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
☎️0196367008

21/03/2023

রমজান উপলক্ষে
হানি জুস এ পাবেন
বিশাল অফার,নিতে ইনবক্সে /কল
০১৯৬৩৬৪৭০০৮

আমি সাইফুল ইসলাম ব্যবসা করছি চিটাগাংরোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ         ০১৯৬৩৬৪৭০০৮@ # কাঠের ঘানিতে ভাঙ্গানো খাঁটি শরিষার...
19/03/2023

আমি সাইফুল ইসলাম ব্যবসা করছি চিটাগাংরোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ
০১৯৬৩৬৪৭০০৮
@ # কাঠের ঘানিতে ভাঙ্গানো খাঁটি শরিষার তেল
@ # প্রাকৃতিক চাকেঁর খাঁটি মধু
@ # অর্জিনাল আখের গুড়
এই সিজনের মধুর স্বাদ বেশি হওয়ার কারণ। এ মধুতে কালোজিরা ধনিয়া খেসারি মসুরি সজিনা শিমুল পিঁয়াজ লিচু সহ আরো বিভিন্ন ফুলের নেক্টার রয়েছে।
আর আমরা সকলেই জানি
multi flower honey সবসময়ই মজাদার হয়।

আমরা সবচেয়ে বেশি দোয়া পেয়েছি এই গুড়টা সেল করে।গতবছর রমজানে যারা নিয়েছেন, তাদের অনেকেই সারাবছর  কেউ না কেউ নক দিয়েছে।চলে ...
03/03/2023

আমরা সবচেয়ে বেশি দোয়া পেয়েছি এই গুড়টা সেল করে।
গতবছর রমজানে যারা নিয়েছেন, তাদের অনেকেই সারাবছর কেউ না কেউ নক দিয়েছে।

চলে এসেছে সেই বিখ্যাত আখের দানাদার গুড়।
আপনি খাবেন আর দোয়া করবেন ইনশাআল্লাহ।
সামনে রমজান দাম বেরে যাবে তাই আগে ভাগেই নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কেমিকেল মুক্ত আখের গুড়।

~♦আমার কাছে যা যা পাবেন
©~বিভিন্ন ফুলের প্রাকৃতিক চাকেঁর খাঁটি মধু
©~টেটুল কাঠের ঘানিতে ভাঙ্গানো শরিষার তেল
©~আখের গুড়
©~দেশি-বিদেশি খেজুর

♥বিঃদ্রাঃএ সকল পন্য খুচরা ও পাইকারি তে পাবেন।

🚒বাংলাদেশের সকল জেলাশহরে কুরিয়ার মাধ্যমে কেশ অন ডেলিভারি দেওয়া হয়

মোঃসাইফুল ইসলাম
ফাউন্ডার:-ইনসাফ বাজার
চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
☎️01963647009

♦খাঁটি সরিষার তেল চেনার উপায়💦 খাঁটি সরিষার তেল বলতে সাধারণত ঘানি ভাঙ্গা সরিষার তেলকেই বোঝায়। যা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ...
26/02/2023

♦খাঁটি সরিষার তেল চেনার উপায়

💦 খাঁটি সরিষার তেল বলতে সাধারণত ঘানি ভাঙ্গা সরিষার তেলকেই বোঝায়। যা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কাঠের ঘানি দ্বারা সরিষা পিষ্ট করে বের করা হয়। এই দেশীয় পদ্ধতিতে নিঃসরণকৃত সরিষার তেলে ঝাঁজ হয় খুবই কম কিন্তু সুঘ্রাণ হয় তীব্র।

🍃অপরদিকে, ইলেকট্রিক কলে পিষ্ট হয়ে ও অনেকটা পুড়ে যে সরিষার তেল বের হয়, সেই তেলই বাজারে বেশি পাওয়া যায়। যার সুঘ্রাণ তীব্র না হলেও ঝাঁজ থাকে অনেক বেশি। তাই খাঁটি তেলের স্বাদ ও উপকার পেতে ঘানি ভাঙ্গা সরিষার তেল ব্যবহার করুন।

@ # সকল প্রকার খাঁটি মধু
@ # ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল
@ # দেশি-বিদেশি খেজুর
@ # কেমিকেল মুক্ত আখের গুড় যা গরমের অস্থির ভাব দুর করে আপনার শরিরে নতুন শক্তি যুগাবে

🌈সামনে রমজান তাই দাম বেরে যাওয়ার আগেই নিয়ে রাখতে পারেন

~♥খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়।

অর্ডার করতে ইনবক্সে মেসেজ বা কল দিন ০১৯৬৩৬৪৭০০৮(imo+watsap)

🚒বি.দ্র: কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে পৌঁছে যাবে আপনার পণ্য আপনার হাতের নাগালে।
insaf baza
-----------
মাওলানা মোঃসাইফুল ইসলাম
চিটাগাংরোড,সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ

ভালো ভালো অফার পেতে পেইজে লাইক দিয়ে সাথে থাকুন
https://www.facebook.com/insafmodugor?mibextid=ZbWKwL

Address


Telephone

+8801963647008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Insaf Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Insaf Bazar:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share