13/04/2023
নব আনন্দে জাগো আজি নব রবিকিরণে
শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে।
সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।
সম্মানিত জেনারেশন রোলপ্লে নাগরিকবৃন্দ।
বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে, জেনারেশন রোল প্লে বাংলাদেশ ১৪/০৪/২০২৩ ইং (পহেলা বৈশাখ ১৪৩০) তারিখে একটি ইভেন্ট হাতে নিয়েছে। ইভেন্টে সাংস্কৃতিক সন্ধ্যা সহ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
নববর্ষ উপলক্ষে ১৪/০৪/২০২৩ তারিখ সার্ভার উন্মুক্ত রাখা হবে, সার্ভার আইপি এড্রেস দিয়ে ফাইভ এম এর মাধ্যমে ঢুকতে পারবেন।
নববর্ষ উপলক্ষে বিভিন্ন এক্টিভিটিস রাখা হচ্ছে,আপনারাও চাইলে অংশগ্রহণ করতে পারেন।
Dear esteemed citizens of Generation Roleplay,
As we welcome the Bengali New Year 1430, we at Generation Role Play Bangladesh are delighted to announce our upcoming event on 14th April 2023 (Pahela Baisakh 1430), in celebration of this joyous occasion.
Our event will feature cultural evenings and informative discussion sessions, and we would be honored by your presence. We believe that your participation in the festivities will enhance the experience for everyone involved.
The server will be open on 14/04/2023 to mark the occasion of the New Year, and you can easily join us via 5M with the server IP address.
We are proud to offer a variety of activities to commemorate the New Year, and we welcome your active participation should you wish to join in.
We hope to see you at our event and wish you a very Happy Bengali New Year 1430!