হাফলাতুল কুরআন ফী-সাবিলিল্লাহ্

  • Home
  • হাফলাতুল কুরআন ফী-সাবিলিল্লাহ্

হাফলাতুল কুরআন ফী-সাবিলিল্লাহ্ কুরআন তিলাওয়াত শেয়ার করে ছড়িয়ে দিন আপনার প্রিয়জনদের কাছে..... 🌹

17/08/2025

শীঘ্রই ক্বেরাত প্রতিযোগিতার পোস্টার আপলোড হবে। নারী-পুরুষ উভয়ে অংশ নিতে পারবে। নারী ১২ বছর পর্যন্ত, পুরুষ ২১ বছর।
বিস্তারিত আসছে..

হুসনে সাওত প্রতিযোগিতা'র সনদগুলি এভাবে সাজিয়ে বিজয়ীদের নিকট পৌঁছিয়ে দেওয়া হচ্ছে.... ❤️
16/08/2025

হুসনে সাওত প্রতিযোগিতা'র সনদগুলি এভাবে সাজিয়ে বিজয়ীদের নিকট পৌঁছিয়ে দেওয়া হচ্ছে.... ❤️

"আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হলো।"
15/08/2025

"আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হলো।"

15/08/2025

হুসনে সাওত প্রতিযোগিতা ২০২৫ এর রেজাল্ট ঘোষণা করা হচ্ছে.... ❤️

15/08/2025

কিছু সমস্যার কারণে হুসনে সাওত প্রতিযোগিতার লাইভ বা'দ এশা এই পেইজ থেকেই সম্প্রচার হবে
ইং শা আল্লাহ্

15/08/2025

বা'দ মাগরিব হুসনে সাওত প্রতিযোগিতার রেজাল্ট বিষয়ে গুরুত্বপূর্ণ লাইভ হবে ইং শা আল্লাহ্

📢 গুরুত্বপূর্ণ ঘোষণাআলহামদুলিল্লাহ, বহু প্রতীক্ষিত হুসনে সাওত প্রতিযোগিতা ২০২৫ এর ফলাফল প্রকাশিত হবে ১৫ আগস্ট ইনশাআল্লাহ...
13/08/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা

আলহামদুলিল্লাহ, বহু প্রতীক্ষিত হুসনে সাওত প্রতিযোগিতা ২০২৫ এর ফলাফল প্রকাশিত হবে ১৫ আগস্ট ইনশাআল্লাহ।

📅 সেই দিন আমরা জানতে পারব কারা এবারের সেরা কণ্ঠের সৌন্দর্য উপহার দিতে পেরেছেন।
তবে আমাদের কাছে প্রতিটি প্রতিযোগীই বিজয়ী, কারণ আপনারা সবাই কুরআনের সুরে আলোর বার্তা ছড়িয়ে দিয়েছেন।

🤲 আল্লাহ তাআলা সবার তিলাওয়াত কবুল করুন, আমাদের অন্তরে কুরআনের ভালোবাসা বৃদ্ধি করুন, এবং আমাদের জীবনকে কুরআনের আলোয় আলোকিত করুন।

⏳ আর মাত্র কিছু সময়… অপেক্ষার পালা শেষ হবে শিগগিরই।

আলহামদুলিল্লাহ্! গর্বের অনুভূতি 💐আল ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদ-এর উদ্যোগে আয়োজিত (জাতীয় ক্বিরাত ও হামদ-নাত) প্রতিযোগিতা ...
03/08/2025

আলহামদুলিল্লাহ্! গর্বের অনুভূতি 💐
আল ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদ-এর উদ্যোগে আয়োজিত (জাতীয় ক্বিরাত ও হামদ-নাত) প্রতিযোগিতা ২০২৫’-এ আপনাদের দো'আ ও আল্লাহর অশেষ রহমতে হাফলাতুল কুরআন ফী-সাবিলিল্লাহ্ এর সিনিয়র ক্বারী Tahsin Arafat এবং ক্বারী Muhammad Imtiaz Hamidi ১ম ও ২য় স্থান অর্জন করেছেন।

📍 স্থান: ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদরাসা,পাঠানটিলা, সিলেট।

এই সম্মান শুধু আমাদের ভাইদের নয়, বরং পুরো পরিবার, এলাকার এবং তাঁর উস্তাদদের জন্য এক বড় আনন্দ ও গৌরবের বিষয়।
আল্লাহ যেন আমাদের ভাইদের আরও উচ্চ মাকাম দান করেন, কুরআনের খেদমতে কবুল করেন, এবং দ্বীনের পথে অগ্রসর করেন।
🤲 সবাই দো'আ করবেন।

আলহামদুলিল্লাহ্! হাফলাতুল কুরআন ফী-সাবিলিল্লাহ্ এর সিনিয়র ক্বারী আমাদের প্রিয় ভালোবাসার, মুহতারম ক্বারী Tahsin Arafat সা...
31/07/2025

আলহামদুলিল্লাহ্! হাফলাতুল কুরআন ফী-সাবিলিল্লাহ্ এর সিনিয়র ক্বারী আমাদের প্রিয় ভালোবাসার, মুহতারম ক্বারী Tahsin Arafat সাহেবের আরেকটি সফলতা।
আন্তর্জাতিক (অনলাইন) আজান প্রতিযোগিতা-২০২৫ এ ২০০ প্রতিযোগির মধ্যে ৪র্থ স্থান অর্জন করে সার্টিফিকেট এবং পুরষ্কার হিসেবে ৫ হাজার টাকা পেয়েছেন।
১ম পুরষ্কার ২৫ হাজার টাকা।
২য় পুরষ্কার ১৫ হাজার টাকা।
৩য় পুরস্কার ১০ হাজার টাকা।
৪র্থ পুরষ্কার ৫ হাজার টাকা।
এবং সাথে আন্তর্জাতিক সার্টিফিকেট ❤️

পোস্ট

29/07/2025

🕊️ ফলাফলের অপেক্ষায় কিছু কথা...

হুসনে সাওত প্রতিযোগিতা শেষে এখন চলছে সেই প্রতীক্ষার সময়…
ভেতরে ভেতরে এক অদ্ভুত অনুভূতি—উৎসাহ, ভয়, আশা আর দোয়ার মিশ্রণে এক অনির্বচনীয় আবেগ।

আমরা সবাই চেষ্টা করেছি নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে।
কার কণ্ঠে কেমন প্রভাব পড়েছে, কে কতটা মুগ্ধ করতে পেরেছে—তা এখন বিচারকদের বিচারে।
আমরা শুধু চেষ্টা করেছি, ফলাফল তো আল্লাহর হাতে।

হয়তো কেউ বিজয়ী হবে, কেউ হবে না।
তবুও আমরা সবাই একজন অপরজনের সাথেই আছি।

এটা শুধু একটা প্রতিযোগিতা নয়—এটা ছিল এক ইবাদতের অংশ,
এটা ছিল আল্লাহর কালামের সুমিষ্ট ধ্বনিতে নিজেদের সাজিয়ে তোলার একটি যাত্রা।

🤲 **আল্লাহ যেন আমাদের এই সাওতকে কবুল করে নেন।

21/07/2025

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ্!
🌟 হুসনে সাওত (অনলাইন) প্রতিযোগিতা ২০২৫
🕌 রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে!

আলহামদুলিল্লাহ্‌, হাফলাতুল কুরআন ফী-সাবিলিল্লাহ্‌ এর আয়োজিত “হুসনে সাওত” প্রতিযোগিতার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
আপনাদের আগ্রহ ও সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে — আপনাদের প্রতি রইলো হৃদয়ের গভীর শুভেচ্ছা।

🎙️ যারা কুরআনের সুরে হৃদয় জাগাতে চায়,
📖 যারা তিলাওয়াতে খুঁজে পায় আত্মার প্রশান্তি —
তাদের জন্যই ছিল এই বিশেষ আয়োজন।

🕊️ এখন প্রতীক্ষার পালা...
আপনার পাঠানো তিলাওয়াত আমাদের বিচারক প্যানেলের হাতে।
রেজাল্ট শিগগিরই জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ্।
ততদিন অপেক্ষায় থাকুন, দোআয় রাখুন — হোক বিজয় কুরআনের প্রেমিক কণ্ঠের।

🌿 আপনাদের জন্য আমাদের দোআ:
اللهم اجعلنا من أهل القرآن الذين هم أهلك وخاصتك

#হুসনে_সাওত_২০২৫



20/07/2025

"হুসনে সাওত (অনলাইন) প্রতিযোগীতা" ২০২৫

প্রতিযোগিতা নং ৫১
নাম: মোঃ আদিল আহনাফ মুঈন
পিতা : মোঃ মোরশেদ রায়হান
প্রতিযোগির বয়স : ১৪ বছর
শিক্ষা প্রতিষ্ঠান : জেবুন নাহার মুসা হাফেজিয়া মাদ্রাসা।
জেলা : কুমিল্লা।

মোবাইল নং : 01747-779879

১ম পুরস্কার ২ হাজার টাকা
২য় পুরস্কার ১ হাজার টাকা
৩য় পুরস্কার ৫০০ টাকা
(৪র্থ থেকে ১৫ তম পর্যন্ত হাফলাতুল কুরআনের পক্ষ থেকে অংশগ্রহণ সনদ ডকুমেন্ট করে দেওয়া হবে।)

প্রতিযোগীতার পরবর্তী আপডেট পেতে পেইজটি ফলো করুন।
আপনার প্রতিযোগীকে জয়ী করতে লাইক, কমেন্ট, শেয়ার করুন।

সৌজন্যে : হাফলাতুল কুরআন ফী-সাবিলিল্লাহ্ (সকল ক্বারী সাহেবান)

Address


Telephone

+8801877495173

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাফলাতুল কুরআন ফী-সাবিলিল্লাহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাফলাতুল কুরআন ফী-সাবিলিল্লাহ্:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share