Md Jubraz Hossain

  • Home
  • Md Jubraz Hossain

Md Jubraz Hossain All folow koro

08/09/2022

সাদা সাদা🌝কালা কালা🌚
কারেন্ট গেছে রাত্রিবেলা
আমি বলি বাতি জ্বালা🙂

পল্লি বিদ্যুৎ বলে তুই ও কালা রাত ও কালা,
অন্ধকারে বইসা থাক সা!লা!'🤨সাদা সাদা🌝কালা কালা🌚
কারেন্ট গেছে রাত্রিবেলা
আমি বলি বাতি জ্বালা🙂

পল্লি বিদ্যুৎ বলে তুই ও কালা রাত ও কালা,
অন্ধকারে বইসা থাক সা!লা!'🤨

আপনি কি জানেন তালায় এই ছোট্ট ছিদ্র কেন থাকে ?১৫০০ বছর আগে তুরষ্কের রাজা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছিলেন। রাজার আদেশে রা...
03/09/2022

আপনি কি জানেন তালায় এই ছোট্ট ছিদ্র কেন থাকে ?
১৫০০ বছর আগে তুরষ্কের রাজা বিয়ে করার জন্য মেয়ে খুঁজছিলেন। রাজার আদেশে রাজ্যের ২০ টি সুন্দরী মেয়েকে উপস্থিত করা হয়, রাজা সবাইকে একটি করে বীজ দিলেন এবং বললেন, যে মেয়েটি ০৬ মাস পর এই বীজ থেকে গোলাপ ফুল ফুটাতে পারবে আমি তাকে বিয়ে করবো

ছয় মাস পর সব মেয়েরা এলো, সবার হাতে একটা করে গোলাপ, কারো হাতে লাল, কারো হলুদ, কারো হাতে সাদা। শুধু একটি মেয়ের হাতে গোলাপ ফুল ছিল না।

রাজা তাকে জিজ্ঞেস করলো তোমার গোলাপ কোথায় ?
মেয়েটি উত্তর দিল, রাজামশাই আপনি যে বীজটি দিয়েছিলেন তা গোলাপের বীজ ছিল না।
তার সততায় খুশি হয়ে রাজা তাকে বিয়ে করেন।

আর তালায় এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে সেটা আমারও জানা নাই :)

02/09/2022

মাঝরাতে ছেলেটা আমাকে মেসেজ দিয়ে বললো " ২৫ ডজন চুড়ি, ০৫ টা শাড়ি, ০৫ টা থ্রি পিছ, ০৫ জোড়া জুতা আরো অনেক কিছু অর্ডার করতে চাই। আপনি কি ঠিকমতো পৌঁছে দিতে পারবেন? "

আমি অবাক হয়ে গেলাম। সবেমাত্র কিছুদিন আগে থেকে শুরু করেছি আমার অনলাইনের এই ছোট্ট বিজনেস। কিছু কিছু গ্রুপের মধ্যে টুকটাক পোস্ট করি। কিন্তু এই লোকটা যে পরিমাণ লিস্ট দিয়েছে তাতে কমপক্ষে ত্রিশ হাজার টাকার শপিং হবে।

আমি বললাম " ভাইয়া সবটাই যোগাড় করে দিতে পারবো, আপনার কবে নাগাদ লাগবে? "

" আমার হাতে বারো দিন সময় আছে, আপনি সেই বারো দিনের মধ্যে সংগ্রহ করবেন। সবকিছু হিসাব করে দামটা বলেন। আমি আপনাকে টাকা পাঠিয়ে দেবো। "

এবার আরেকটু ভাবনা বেড়ে গেল। এতগুলো টাকা তিনি অগ্রিম দিতে চাইছেন। একদিকে যেমন ভাবছি, অন্যদিকে তেমন আনন্দ হচ্ছে। চোখ ভর্তি ঘুম ছিল, সব ঘুম হারিয়ে গেছে। আবার হঠাৎ করে মনে হলো কেউ ফাজলামো করে না তো। এমনও হতে পারে যে সবকিছু বলে তারপর আর নিবে না।

বললাম " ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে সম্পুর্ন খরচের লিস্ট দিচ্ছি। "

" ঠিক আছে তাড়াতাড়ি করবেন, গার্লফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে গিফট করবো। "

আমি সবকিছুর হিসাব করলাম। কিছু কিছুর দাম জানা নেই সেগুলোও জেনে ও আনুমানিক ভাবে হিসাব দিলাম। সবমিলিয়ে মোট তেত্রিশ হাজার সাতশো সত্তুর টাকা হলো।

লোকটা আমার বিকাশ নাম্বার নিয়ে পঁচিশ হাজার টাকা পাঠিয়ে দিলেন। তারপর মেসেজ দিয়ে বললেন " বাকিটা আগামীকাল দেবো, আজকে আর পাঠানো যাবে না। আপনি সবগুলো সংগ্রহ করার ব্যবস্থা করবেন। "

" ঠিক আছে ভাইয়া, কিন্তু ঠিকানা? "

" ঠিকানা দেবো, আগে সংগ্রহ করেন। তাছাড়া লিস্টে আরো কিছু এড হতে পারে। আপনি সব সংগ্রহ করে আমাকে বলবেন। আর আমি পঁচিশটা চিরকুট দেবো, আপনি সেগুলো আলাদা আলাদা কাগজে লিখবেন। "

" ঠিক আছে। "

" আরেকটা কথা, আমার পরিচিত একজনের কাছ থেকে আপনার কথা জেনেছি। তাই আপনার কাছে সব অর্ডার দিলাম। তাছাড়া আমিও খুলনার মানুষ, আপনি আমি একই শহরের মানুষ। "

" কে সে? "

" তেমন কেউ না, বাদ দেন। "

" আচ্ছা। "

লোকটা শুভরাত্রি বলে অফলাইন হয়ে গেল। আমি আমার আইডি দিয়ে তার আইডির ভিতর গেলাম। অনেকটা কৌতূহল নিয়েই গেলাম। যিনি তার প্রিয়জনের জন্মদিনে এতকিছু দিচ্ছেন তার প্রতি কৌতূহল হতেই পারে।

অনেক পোস্ট আর পিকচার আপলোড দেখলাম। একটা মেয়ের হাতে হাত রেখে, পিছন থেকে ও মেয়েটা হিজাব পরিধান করা অবস্থায় কিছু ছবি আছে। বুঝ

This will coming soon.  15 September 🤣🤣🤣 are you redy? Move live hobe. Examer rutin unujai purbo kora hoyese.
02/09/2022

This will coming soon. 15 September 🤣🤣🤣 are you redy? Move live hobe.
Examer rutin unujai purbo kora hoyese.

All friend. নতুন মুভি তৈরি করলাম,,, 😁😁😁😁15 tarikhe rilij hobe.  Live hobe move ta atodin folow diye sathe thakun Md JMd ...
02/09/2022

All friend.

নতুন মুভি তৈরি করলাম,,, 😁😁😁😁
15 tarikhe rilij hobe.

Live hobe move ta atodin folow diye sathe thakun Md JMd Jubraz HossainrMd Jubraz HossainsMd Jubraz Hossaini 🤣🤣🤣🤣🤣🤣

02/09/2022

পরিবারের বড় ছেলে যে কেনো হলি তুই... বড় ছেলে না হলে বেঁচে যেতি অনেক দায়িত্ব থেকে"

'বন্ধু নীলের কথা শুনে আমি আকাশের দিকে তাকিয়ে নিরব হাসলাম।

'তুই হাসছিস কেনো?

আমি বললাম পরিবারের বড় ছেলে হয়েছি বলেই নিজ দায়িত্বে মা বাবার জন্য দিন রাত খেঁটে তাদেরকে সেবা করার সুযোগ পাচ্ছি। পরিবারের বড় ছেলে বলেই ছোট ভাই দুটোকে পড়াশোনা করিয়ে সমাজের মুখ থেকে বাহবা পাচ্ছি। এই সৌভাগ্য কয়টা ছেলের জুটে বলতো?

বাসায় ঢুকতেই দেখলাম মা বারান্দায় মোমবাতি জ্বালিয়ে বসে আছে আমার জন্য। আমি সামান্য একটা চাকরি করি। বাবা কয়েকদিন আগে এক্সসিডেন্টে একটা পা হারায়। মা অনেক বার কাজ করবে বলেছিলো আমি করতে দেয়নি।

"বাপ আইছোস?

" হো আম্মা। তুমি ঘুমাওনাই?

"তোরে না খাওয়াইয়া আমি কোনোদিন ঘুমাইবার গেছি?

" সবাই খাইছে?

"আমি কথাটা বলতেই দেখলাম আমার দুইটা ছোট ভাই চুপচাপ মসথা নিচু করে আমার সামনে এসে দাঁড়িয়েছে। বাবাও এসে দাঁড়িয়েছে। তখন বুঝলাম কেউ খায়নি। আমি না আসা অব্দি কেউ কখনো খেয়ে ঘুমাইনা। আমি বললাম, " আম্মা বেগুন ভাজা আর শুঁটকির ভর্তা দিয়া ভাত ভারো। সবাই জমিয়ে খাবো। ভাই দুটো জড়িয়ে ধরলো আমায়। আম্মার মুখে স্নিগ্ধ হাসি। বাবার চোখে আনন্দের অশ্রুকণা। এইগুলোর চেয়ে বড় উপহার একটা ছেলের জীবনে কিইবা হতে পারে!

#অনুগল্প
#সৌভাগ্যবান
:মারশিয়া_জাহান_মেঘ

02/09/2022

@+[102041911303093:0]

+ চিহ্ন বাদ দিয়ে কোডটি লিখেন😊
কালিমা তাইয়্যেবা চলে আসবে❤❤

02/09/2022

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

👉 সংগ্রহীত MMd Shahidul Islam AkashSMd Shahidul Islam AkashIMd Shahidul Islam AkashAMd Shahidul Islam Akash

Address


Telephone

+8801726265718

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Jubraz Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share