Rafsan Ahmed Babu

  • Home
  • Rafsan Ahmed Babu

Rafsan Ahmed Babu Be happy yourself, keep others happy..��

11/08/2025

শার্টের ভাঙা বোতামে পেঁচিয়ে যাওয়া
খোলা চুলের মতো হৃদয়ে আটকে আছ তুমি।

09/08/2025

প্রাক্তন আমাদেরও আছে!

সম্পর্কের বিচ্ছেদ আমাদেরও হয়েছে। আমরাও কারোও প্রাক্তন, কারোও অতীত। আমাদের একসময় একটা সম্পর্ক ছিল। কেউ আমাদের অনেক কথা দিয়ে কথা রাখেনি। আমাদের সাথেও অন্যায় হয়েছে। কেউ ঠকেছে, কেউ ঠকিয়েছে।

কিন্তু আমরা অন্তত এই তথাকথিত 'এক্সপোজ' পদ্ধতিকে বেছে নিইনি, সকলের সামনে টেনেহিঁছড়ে অপমান করিনি, নিচে নামাইনি। কেন নামাবো? ভালোবাসা কি এতই মূল্যহীন জিনিস? যে সম্পর্ক শেষ, আর গোপনীয়তাও শেষ করে দিবে, তাকে অসম্মান করবো সকলের সামনে?
অন্যের দোষ গোপন রাখা মানে ধর্মেরই নীতি, তার শাস্তি সে তার হিসেবে পেয়ে যাবে।

'এক্সপোজ' কোনো সুস্থ প্রেমিক-প্রেমিকার কাজ নয়। আমি ব্যক্তিগতভাবে এসবের সমর্থনে নেই!

07/08/2025

অধিকার হারানোর পর বিরক্ত করতে নেই!❤️‍🩹🩹

30/07/2025

তোমারে পাই নাই–বিদেশ ফেরৎ প্রবাসী ছেলেডা যেমন দ্যাখতে পায় নাই শেষবারের মতোন মরহুম বাপের লা শে র মুখখান।

তোমারে পাই নাই– মা ম রা বাচ্ছাটা যেমন পায় নাই বুকের শাল দুধ, কিংবা সৎমায়ের আদর।

তোমারে পাই নাই– খাঁচায় বন্ধি টিয়া পাখিডা যেমন আর কোনোদিন পায় নাই মুক্ত আকাশ।

জীবনে তো অনেক কিছুই পাই নাই– শুধু তোমারে না পাওনের দুঃখখান মনে হইলেই মাইঝ রাইতে ঘুম ভাইঙা দাউদাউ কইরা পুইড়া যাই।

তোমারে পাইলে সুন্দর একখান সংসার হইতো, আমি মাঠে ধান কাটতে যাইতাম ভোরে, তুমি টমাটু দিয়া রান্না করতা পাবদা মাছ।

আমি কারে বুঝাই, তুমি হারাইয়া গেছো– ইশকুলে যাওনের পথে যেমন হারাইয়া গেছিলো শখের লাল কলমটা, যারে আর কোনোদিন খুঁইজ্যা পাই নাই..

DEDICATED : SONDHI

তোমারে পাওয়ার লাইগ্যা, উৎসর্গ করলাম আমার শৈশবের জমানো পবিত্র ভালোবাসা।। 🖤
10/07/2025

তোমারে পাওয়ার লাইগ্যা, উৎসর্গ করলাম আমার শৈশবের জমানো পবিত্র ভালোবাসা।। 🖤

10/07/2025

নিজের জন্য বাচো❤️🥰

"তোমার পাশে কিছু নিঃশব্দ মুহূর্ত চাই— যেখানে থাকবে শুধু তুমি আর আমি, আর একটুকরো নীরব ভালোবাসা"। 🤍🌸
19/06/2025

"তোমার পাশে কিছু নিঃশব্দ মুহূর্ত চাই— যেখানে থাকবে শুধু তুমি আর আমি, আর একটুকরো নীরব ভালোবাসা"। 🤍🌸

18/06/2025

তারপর আমি দেখলাম, আমার না থাকা জুড়ে তোমার শহরে শোকের কোনো ছিটেফোঁটা নেই!

18/06/2025

তোমাকে ভালোবেসে বুঝেছি,
গরীবের কেনো পছন্দের একটাই পোশাক থাকে।

18/06/2025

জীবনের অর্ধেকটা সমস্যা কিংবা হতাশা দূর হয়ে যায়, যদি পাশে নিজেকে বুঝতে পারার মতো একজন বিশ্বস্ত সেই সাথে মনোযোগী মানুষ থাকে।

টাকা-পয়সা, ধন-সম্পদ আপনাকে বিলাসবহুল জীবন দিতে পারে, তবে আশেপাশের মানুষগুলো যদি টক্সিস হয় না, টাকা-পয়সা, ধন-সম্পদ সব জলে যাবে!

জীবনের সমীকরণ বড্ড জটিল!
মানুষের জীবন সহজ থাকে, শুধু ভুল মানুষের পাল্লায় পড়ে, আমরা সহজ জিনিসটাকে জটিল করে তুলি!

জীবনের সব হতাশা, ব্যর্থতা, দুঃখ-কষ্ট যন্ত্রণা নিমিষেই ভুলে থাকা যায়, যদি পাশে ভরসা করার মতো সঠিক একজন মানুষ থাকে। দশটা খারাপ মানুষের ভীড়ে যদি মাত্র একজন ভালো মানুষ পাওয়া যায় পাশে, তবে জীবন অন্যরকম হতে পারে।

মানুষ আসলে কি চায়? মানুষ যখন ভালোবাসার পিছনে ছুটে কেবল দুঃখই পায়, তখন মানুষ ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নেয়।

জীবনে দুঃখ-কষ্ট অনিবার্য। প্রচন্ড দুঃখ পাওয়ার পর যদি কারো মুখের দিকে তাকিয়ে নিজেকে মানসিক ভাবে শক্তিশালী নাই করা যায়, তবে এর থেকে বড় আক্ষেপ আর কি হতে পারে? জীবন এমন তো নয়, সারাজীবন একা একা কাটিয়ে দেয়া মাত্র। পৃথিবীতে আসার কারণই হচ্ছে, সঙ্গী নিয়ে বেঁচে থাকা। সুখে-দুখে একসাথে থাকা। আর এমন সময় যদি সবসময়, সব ক্ষেত্রে যদি নিজেকে একা একা সংগ্রাম করে যেতে হয়, তবে মানুষের দুঃখ রাখার জায়গা থাকে না আসলে!

মানুষ আসলে চায় এমন একটা মানুষ, যে তাকে বুঝবে। অন্তত সবসময় না হোক, যখন সে প্রচন্ড হতাশ হয় কিংবা অসহায়বোধ করে।

18/06/2025

কেউ একজন আমাকে কিছুটা সময় দিয়েছিল,
আমি তা ভালোবাসা ভেবে, যত্নে রেখে দিয়েছি..!💜

11/05/2025

Happy Mother's Day 💝

Address


Telephone

+8801783658222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rafsan Ahmed Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rafsan Ahmed Babu:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share