Durjoy sarker

  • Home
  • Durjoy sarker

Durjoy sarker যে কোন অর্গানিক ফুড পেতে আমাদের এই পেজে ভিজিট করুন।

Permanently closed.
বিয়ে করে কি পেয়েছি?-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!-পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা ...
20/11/2023

বিয়ে করে কি পেয়েছি?

-বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি!
-পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসেনা তখন একটা কল করে ' তুমি এখন কোথায়? বলার মানুষ পেয়েছি! তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ 'পাবলিক' মনে হয়।
- একজন কুকার/সেফ/পাঁচক/রাঁধুনি পেয়েছি। একটা ওয়াসিং মেশিন পেয়েছি। পাঞ্জাবীটা ময়লা হয়েছে বললেই, মেশিন অটো চলে!

-একটা অটো টেপরেকর্ডার পেয়েছি, মাঝে মাঝে 'কি-বোর্ড' টেপা ছাড়াই বাজতে থাকে! কখনো জোড়ে 'স্টপ' বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে 'বৃষ্টি' চালু হয়! কখনো 'হাইফাইভ' দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার!

-সপ্তাহ পাঁচ-সাত দিন পর পর অতি যত্ন সহকারে বাজার-সদায়ের লিস্ট ধরিয়ে দেয়ার জন্য একজন 'কেয়ারটেকার' পেয়েছি!
-আমার ঘরে রাত ১১টা সাড়ে ১১টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেয়ার 'দারোয়ান' পেয়েছি!

-ছোট একটা 'এলার্মক্লক' পেয়েছি!

-বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুড়-শ্বাশুড়ি, শালা-শালী, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি।
- একটা সন্তান পেয়েছি। সে যখন Baba বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভুতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়!

-এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও! প্রথমত, কুমারত্ব হারিয়েছি ! (যদিও কোন মেডিকেল রিপোর্ট নাই)

-অতপর, মানিব্যাগ আর রিমোর্টের একছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়!
✌️🙊
সর্বশেষ সুখে- দুখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি!💙

একটা ছেলেও ধর্ষিত হয়, কিভাবে জানেন?যখন একটি মেয়ে দীর্ঘদিন সিরিয়াস রিলেশনশিপে থাকার পর বলে, "তোমার সাথে আমার আর সম্পর্ক র...
29/03/2023

একটা ছেলেও ধর্ষিত হয়, কিভাবে জানেন?
যখন একটি মেয়ে দীর্ঘদিন সিরিয়াস রিলেশনশিপে থাকার পর বলে, "তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব নয়" তখন ছেলেটা নিঃশব্দে ধর্ষিত হয়।
ছেলেটি যখন হাজারো আশা, অনুভূতি আর স্বপ্ন দিয়ে সাজানো ভালোবাসার পৃথিবীটা দেখায়, আর মেয়েটা নিতান্তই নিজের সুখের জন্য অন্য কারোর হাতে হাত রেখে তার পৃথিবীটা ভেঙে দিয়ে যায়, তখন সে আবারো ধর্ষিত হয়।
ভালোবাসাটা যখন টাকা পয়সা দিয়ে মাপা শুরু হয়, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই হারে। একজন ছেলের ভালোবাসা যখন মনের রাস্তা ছেড়ে সরকারি চাকরির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, তখন ছেলেটার মনটাই ধর্ষিত হয়।
কয়েক বছরের পুরনো প্রেমিক রেখে মেয়েটি যখন রাত ১ টায় নতুন প্রেমিককে বলে, "আমি তোমাকে ভালোবাসি" এবং নতুন ভাবে ফোনালাপে ব্যস্ত এবং পুরোনো ফোন ওয়েটিং, তখনও ছেলেরা ধর্ষিত হয়।
ছেলেরা হাউমাউ করে কাঁদতে পারে না। মৃত্যুর আগ পর্যন্ত হেসে যাবার ক্ষমতা রাখে। দুঃখ লুকিয়েও মুচকি হাসি দিয়ে বলতে পারে "ভালো আছি, ভালো থেকো।"
মেয়েরা ছেলেদের শারীরিক ভাবে ধর্ষণ করতে না পারলেও, তাদের মনের মধ্যে তিলতিল করে বেড়ে ওঠা আশা, অনুভূতিগুলোর টুঁটি চেপে মেরে ফেলতে পারে। প্রতিদিন মানসিকভাবে ধর্ষণ, শারীরিক ধর্ষণের চেয়ে কোনো অংশে কম নয়।
পার্থক্য একটাই, "শারীরিক ধর্ষণের বিচার হয়, আর মনের ধর্ষণের বিচার হয়না।" 😪
©

02/11/2021
ঘরে থাকুন নিজেকে সুস্থ রাখুন 🙏🙏🙏🙏
02/06/2020

ঘরে থাকুন নিজেকে সুস্থ রাখুন 🙏🙏🙏🙏

🙏🙏🙏দয়া করে বাহির থেকে এসে এই কাজ গুলো করুন, নিজে সুস্থ থাকুন অন্য কে সুস্থ থাকতে সাহায্য করুন... জনসার্থে প্রচারের জন্য
16/04/2020

🙏🙏🙏দয়া করে বাহির থেকে এসে এই কাজ গুলো করুন, নিজে সুস্থ থাকুন অন্য কে সুস্থ থাকতে সাহায্য করুন...
জনসার্থে প্রচারের জন্য

জেনে নিন বিভিন্ন জেলার প্রতি দিন এর করোনার জরিপ...
10/04/2020

জেনে নিন বিভিন্ন জেলার প্রতি দিন এর করোনার জরিপ...

সবার কাছে একটাই অনুরুধ 🙏🙏🙏 দয়া করে সবাই ঘরে থাকুন, নিজেকে সুস্থ রাখুন অন্য কে সুস্থ থাকতে সাহায্য করুন. জনসার্থে প্রচারে...
10/04/2020

সবার কাছে একটাই অনুরুধ 🙏🙏🙏 দয়া করে সবাই ঘরে থাকুন, নিজেকে সুস্থ রাখুন অন্য কে সুস্থ থাকতে সাহায্য করুন.
জনসার্থে প্রচারের জন্য

❤💜💛💚💙💏💑
10/04/2020

❤💜💛💚💙💏💑

09/04/2020

আমি কথায় নয়,কাজে বিশ্বাসী, ইলেক্ট্রিক্যাল & ইলেকট্রনিকস কাজে দক্ষ..

23/03/2020

কেউ এরিয়ে যাবেন না, পারলে একটা শেয়ার করে সবাইকে সচেতন করুন, আর নিজেও সচেতন হন,
জসার্থে প্রচারের জন্য।
#পেজে_একটা_লাইক_দিয়ে_সাথেই_থাকুন_ নতুন নতুন সব জানা অজানা খবর পেতে। ধন্যবাদ

বেশি বেশি শেয়ার করুন✋✋✋জনসার্থে প্রচারের জন্য 👍👍
22/03/2020

বেশি বেশি শেয়ার করুন✋✋✋
জনসার্থে প্রচারের জন্য 👍👍

Address


Alerts

Be the first to know and let us send you an email when Durjoy sarker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Durjoy sarker:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share