22/12/2024
একটি বিশেষ সতর্কতা মূলক পোস্টঃ
সম্প্রতি একটি চক্র দূর থেকে ফলো করে আপনার ও আপনার পরিবারের সদস্যদের বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে, সময় সুযোগ বুঝে আপনার বয়স্ক বাবা/মা কে ফোন করে বলবে, “আমি ডিবি থেকে বলছি, কিছু নেশাগ্রস্থ / ইয়াবা ব্যবসায়ীর সাথে আপনার ছেলেকে সন্দেহ ভাজন হিসেবে আমরা এরেস্ট করেছি। আপনার ছেলেকে দেখে মনে হচ্ছে, সে এসবের সাথে জড়িত না। আপনি এক কাজ করেন বিকাশ নম্বর দিচ্ছি, ঐটাতে ২৫০০০ টাকা খরচসহ পাঠান। আমরা আপনার ছেলেকে তাহলে আর থানায় দিবো না। প্রমান হিসেবে তারা এমন একজনের সাথে আপনাকে কথা বলিয়ে দিবে যে নিজেকে আপনার ছেলে দাবি করবে।
এই ধরনের কোন কল পেলে ৫/১০ মিনিট সময় নিবেন, নিয়ে যেই ছেলেকে ধরার কথা বলছে সেই ছেলেকে কল দিবেন। তার সাথে কথা বলে নিশ্চিত হবেন। যদি দেখেন আপনার ছেলে সুস্থ ও স্বাভাবিক আছে। তবে সাথে সাথে ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানাবেন। যে নম্বর থেকে কল দিয়ে টাকা চাইবে সেই নম্বর আর যেই নম্বরে টাকা দিতে বলবে সেই নম্বর প্রশাসনকে অবগত করবেন।