13/12/2025
শীতকালীন ঝড় ও ব'ন্যায় প্রা/ণ/হা/নি ভেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে
গাজায় আ*ঘা*ত হানা শীতকালীন ঝড় ও বন্যায় প্রা/ণ/হা/নি ভেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, নি/হ'তদের মধ্যে ৩ শি'শু রয়েছে। এ ছাড়া ঝড়ের কবলে পড়ে ভবন ও দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন অনেকে। প্রবল বৃষ্টি, ঝড়ো বাতাস ও তীব্র শীতে বাস্তুচ্যুত মানুষদের চর'ম দু"র্ভো"গ পোহাতে হচ্ছে। বন্যা কবলিত হয়ে পড়েছে ২৭ হাজার তাঁবু।