27/10/2025
একান্তই নিজের সংসারের শুরুটা ছিল একেবারে সাধারণ, তবু তাতে ছিল অনেক শান্তি আলহামদুলিল্লাহ্❤️তখনও মনের মধ্যে ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি। আজও যখন পেছনে তাকাই, মনে হয়-আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব ছিল না।
মাশা’আল্লাহ, ধীরে ধীরে এখন সবই হয়েছে, ঠিক যেভাবে আল্লাহ্ চেয়েছেন।
জীবনে কী আছে, কী নেই— সেটার হিসাব না করে,
প্রত্যেক অবস্থায় শুকরিয়া আদায় করা উচিত