29 Hatman House

  • Home
  • 29 Hatman House

29 Hatman House News, Facts & Amazing Stories... ✨
(1)

দালালের সাহায্যে অবৈধভাবে সাড়ে ৩ লাখ টাকা ঋণ নিয়ে সৌদিতে যাওয়া বাংলাদেশি যুবক চাকরির অভাবে সাইফুল মারা গেলেন। সম্প্রতি স...
14/08/2025

দালালের সাহায্যে অবৈধভাবে সাড়ে ৩ লাখ টাকা ঋণ নিয়ে সৌদিতে যাওয়া বাংলাদেশি যুবক চাকরির অভাবে সাইফুল মারা গেলেন। সম্প্রতি সৌদির এক হাসপাতালের সামনে চিকিৎসা ও খাবারের অভাবে মারা যান দিনমজুর বাবার ছেলে সাইফুল।

Source: Somoy TV

সৌদি আরবে এক ব্যক্তির প্রথম স্ত্রী নিজের ৮০% লিভার নিজের স্বামীর অসুস্থ দ্বিতীয় স্ত্রীকে (সতীন) দান করেছেন! এতে করে মহান...
12/08/2025

সৌদি আরবে এক ব্যক্তির প্রথম স্ত্রী নিজের ৮০% লিভার নিজের স্বামীর অসুস্থ দ্বিতীয় স্ত্রীকে (সতীন) দান করেছেন! এতে করে মহানুভবতার এক নজির সৃষ্টি করেছেন বলে সবাই বাহবা দিলে তিনি বলেন, আল্লাহর জন্য দান করেছি।

Source : Gulf News

বাংলাদেশ ক্রিকেট টিমের স্পিন কোচ মুশতাক আহমেদ দৈনিক বেতন হিসেবে পাচ্ছেন ৮৬,১০০ টাকা!Source: T Sports
06/08/2025

বাংলাদেশ ক্রিকেট টিমের স্পিন কোচ মুশতাক আহমেদ দৈনিক বেতন হিসেবে পাচ্ছেন ৮৬,১০০ টাকা!

Source: T Sports

বাংলাদেশের HSC ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থীর সমান!Source : TDC    ...
02/08/2025

বাংলাদেশের HSC ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির একজন শিক্ষার্থীর সমান!

Source : TDC

Humanity has no boundaries... ❤️তথ্য: এই মিশরীয় ব্যক্তি বোতলে ভরে শস্য ও খাবার সাগরে পাঠিয়েছেন, এই আশায় যে তা সাগরের অপর...
29/07/2025

Humanity has no boundaries... ❤️

তথ্য: এই মিশরীয় ব্যক্তি বোতলে ভরে শস্য ও খাবার সাগরে পাঠিয়েছেন, এই আশায় যে তা সাগরের অপর পাশে ক্ষুধার্ত গা*জায় পৌঁছাবে। সৌভাগ্যক্রমে কিছু খাবারে ভরা বোতল আসলেই গা*জাতে পৌঁছে যায়।

Source : Middle East Eye

অস্ট্রিয়ান ক্লাব হার্টবার্গ তাদের জার্সি ও মোজায় ২৩ টি স্পন্সরের লোগো রেখেছে। কোনো বড় স্পন্সর না পাওয়ায় পৌরসভা থেকে শুরু...
25/07/2025

অস্ট্রিয়ান ক্লাব হার্টবার্গ তাদের জার্সি ও মোজায় ২৩ টি স্পন্সরের লোগো রেখেছে। কোনো বড় স্পন্সর না পাওয়ায় পৌরসভা থেকে শুরু করে স্পার্মবুস্টার পণ্যেরও লোগো রয়েছে তাদের জার্সিতে! 🥶

Source : One Football

21/07/2025

একটু সহজ করে বলি।

দগ্ধ হওয়ার পরও যে সকল রোগী বেঁচে যায়, তারা পরবর্তীতে সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে থাকেন ইনফেকশন বা জীবাণু সংক্রমণের কারণে। কারণ আমার আপনার চামড়া দিয়ে জীবাণু সহজে ঢুকতে পারে না কিন্তু পুড়ে যাওয়া রোগীর চামড়া উন্মুক্ত ব‍্যাকটেরিয়ার জন‍্য। জীবাণু সংক্রমিত হয়ে multisystem organ dysfunction পর্যন্ত যেতে পারে। দুর্ভাগ্যবশত আমাদের হাসপাতালগুলোর পরিবেশও জীবাণুর প্রবেশের জন‍্য সহায়ক।

তাই second বা third degree burn এর রোগীদের পরবর্তীতে মৃত্যু ঝুঁকি থেকে বাঁচানো আরেকটা বিরাট যুদ্ধ।

এখন যদি রোগীর বেড সাইডে বা এমনকি ওই ইউনিটে অহেতুক ভিআইপিরা যান সেটা পুড়ে যাওয়া রোগীর জন‍্য উল্টো ক্ষতি। ভিআইপি ঘিরে প্রটোকল, মিডিয়া, উৎসুক জনতা তো আছেই।

Burn রোগীর চিকিৎসার অন‍্যতম বড় চ‍্যালেন্জ রোগীকে complication থেকে বাঁচানো। তার উপর অধিকাংশ আক্রান্ত ৭-১৫ বছর বয়সের মধ্যে।

হাসপাতালে এদের দেখতে না গিয়ে আপনি রাজনীতিতে একটু পিছিয়ে পরলেও মানুষ হিসেবে নিশ্চিত এগিয়ে থাকবেন।

©️ Courtesy : Tajnuva Jabeen

#মাইলস্টোন #উত্তরা

21/07/2025

হায়রে!
এদেশের মানুষের ভাগ্যটা ঠিক কতটা খারাপ।
দুর্নীতিবাজদের কারণে সব সেকেলে বিমান কেনা, তারপর তার নিচে পড়ে ফুটন্ত তেলে পড়ার মতো অবস্থায় প্রাণ হারানো।
কিন্তু, এতেও শেষ নেই। এবার শুরু হবে আপনার লাশ নিয়ে রাজনীতি! থু!

১৯৬২ সালের গান হলেও এবছর ভাইরাল হয়! ❤️তথ্য: 'প্রিটি লিটল বেবি' ভাইরাল গানটির গায়িকা কনি ফ্রান্সিস ৮৭ বছর বয়সে আজ মৃত্যুব...
17/07/2025

১৯৬২ সালের গান হলেও এবছর ভাইরাল হয়! ❤️

তথ্য: 'প্রিটি লিটল বেবি' ভাইরাল গানটির গায়িকা কনি ফ্রান্সিস ৮৭ বছর বয়সে আজ মৃত্যুবরণ করেছেন!

Source : NBC News

📺 Vikings🔸 Season 5, Episode 20
11/07/2025

📺 Vikings
🔸 Season 5, Episode 20

দক্ষিণ কোরিয়ায় একটি কঠোর আইন আছে—২৮ বছর হওয়ার আগে সব সুস্থ-সবল পুরুষকে বাধ্যতামূলকভাবে ১৮–২১ মাস সেনাবাহিনীতে কাজ করতে হ...
08/07/2025

দক্ষিণ কোরিয়ায় একটি কঠোর আইন আছে—২৮ বছর হওয়ার আগে সব সুস্থ-সবল পুরুষকে বাধ্যতামূলকভাবে ১৮–২১ মাস সেনাবাহিনীতে কাজ করতে হয়। ব্যতিক্রম নেই, এমনকি বিশ্বমানের অ্যাথলিটরাও বাদ নয়।

২০১৮ সালে সন হিউং মিন ছিলেন ২৬ বছর বয়সী, তখনই সেই নিয়মের মুখোমুখি হন। অর্থাৎ, ইউরোপের বড় মঞ্চে খেলা থামিয়ে তাকে দেশের হয়ে রাইফেল কাঁধে তুলে নিতে হতো। কিন্তু ছিল এক ‘last chance’।

যদি তিনি 'জাকার্তা এশিয়ান গেমস ২০১৮'-এ দক্ষিণ কোরিয়াকে সোনা জেতাতে পারেন, তাহলে সামরিক দায়িত্ব থেকে পুরোপুরি নয়, তবে উল্লেখযোগ্য ছাড় মিলবে।

চাপটা বিশাল ছিল। দেশের আশা, নিজের ক্যারিয়ার—সব কিছু দুলছিল এক সুতোয়।

ফাইনালে জাপানের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় এনে দিয়ে সন হিউং মিন দেশকে উপহার দেন এশিয়ান গেমস ফুটবলে স্বর্ণপদক। তার নেতৃত্বে দক্ষিণ কোরিয়া 2-1 গোলে হারায় শক্তিশালী জাপানকে।
এরপর শুধু নিজেই নয়, পুরো স্কোয়াডই পায় সামরিক দায়িত্ব থেকে মুক্তির সুযোগ। ২১ মাসের পরিবর্তে সেই নিয়ম নেমে আসে মাত্র ৩ সপ্তাহে!

আজ সেই বাস্তব জীবনের নায়কের জন্মদিন যিনি বিশ্বমঞ্চে এশিয়াকে তুলে ধরছেন প্রতিটি মূহুর্তে। দুনিয়ার অন্যতম হেটার্সবিহীন ফুটবলার।

শুভ জন্মদিন হিউং মিন সন! ❤️

Source : The Guardian

আকাশ থেকে তোলা এই ছবিটি একটি স্বাধীন দেশের, নাম : নাউরু। এটি প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে, অস্ট্রেলিয়া ও হাওয়...
06/07/2025

আকাশ থেকে তোলা এই ছবিটি একটি স্বাধীন দেশের, নাম : নাউরু। এটি প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে, অস্ট্রেলিয়া ও হাওয়াইয়ের মাঝামাঝি একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র।

নাউরুর আয়তন মাত্র ২১ বর্গ কিলোমিটার, যা বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র। জনসংখ্যা প্রায় ১২ হাজার। এই দেশটির কোনো রাজধানী নেই! সারা দেশে আছে মাত্র একটি বিমানবন্দর ও কয়েকটি রাস্তা, যেগুলো দিয়ে পুরো দ্বীপটি গাড়িতে ঘুরে দেখা যায় মাত্র আধা ঘণ্টায়।

একসময় দেশটির প্রধান অর্থনৈতিক উৎস ছিল ফসফেট খনন। অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশে এই ফসফেট রপ্তানি করে নাউরু হয়ে উঠেছিল বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি মাথাপিছু আয়ে। কিন্তু খনি শেষ হয়ে যাওয়ার পর দেশটি অর্থনৈতিকভাবে প্রায় ভেঙে পড়ে। এখানে অস্ট্রেলিয়ার মুদ্রা চলে।

নাউরু আরেকটি দিক থেকেও রেকর্ডধারী — বিশ্বের সবচেয়ে স্থুল দেশ এটি। প্রায় ৯৭% প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্থুলতায় ভোগেন। এর প্রধান কারণ হলো দীর্ঘদিনের আমদানিনির্ভর ফাস্টফুড ও কর্মহীনতা। তাছাড়া, অন্যান্য দেশে প্রাণীর লেজের অংশসহ যেসব চর্বিযুক্ত খাবার মানুষ খায় না, তা এদেশে আমদানি হয় ও মানুষ খেয়ে খেয়ে স্থূলতায় ভোগে।

নাউরুতে কোনো নদী নেই, পানির জন্য নির্ভর করতে হয় বৃষ্টির জল ও পরিশোধিত সমুদ্রজলের ওপর। এটি বিশ্বের সবচেয়ে কম পরিদর্শিত দেশগুলোর একটি — এখানে বছরে মাত্র কয়েকশো পর্যটক আসেন। নাউরুতে একসময় নিজস্ব রেললাইন ছিল, যা শুধু ফসফেট পরিবহনের জন্য ব্যবহার হতো। ফসফেট শেষ হওয়ার পর দেশ ভেঙে পড়েছে। বেকারত্ব প্রায় ৯০ শতাংশ। দেউলিয়া থেকে বাঁচতে অস্ট্রেলিয়ায় এসাইলাম চাওয়াদের এখানে আনা হয়। এতে নাউরো কিছু টাকা পায়।

জলবায়ু পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নাউরুকে ভবিষ্যতে পুরোপুরি ডুবিয়ে দিতে পারে। এই ছোট্ট দেশটি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে দিন কাটাচ্ছে। নাউরুবাসীদের অস্ট্রেলিয়ায় শিফট করানোর কথা হচ্ছিল কিন্তু নাউরোবাসী তাদের দেশ ছাড়তে চায় না।

Source : Britannica, Enjoy Travel

Address


Telephone

+8801760403706

Website

Alerts

Be the first to know and let us send you an email when 29 Hatman House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 29 Hatman House:

  • Want your business to be the top-listed Media Company?

Share