
19/06/2025
পছন্দের কতো কিছু ছেড়ে দিয়েছি- ছোটবেলার সেই এক টাকার চকলেট, তিন টাকা দামের লাঠির আইসক্রিম! খুব পছন্দের ছিলো। সময়ের সাথে সাথে সব ছেড়ে দিয়েছি!
ছোটবেলায় সেই পুতুল পুতুল বিয়ে খেলা ছেড়ে দিয়েছি!
মাটির টুকরো কিংবা ইটের টুকরো গাছে ছু"ড়ে মে"রে আম ও পেয়ারা খাওয়াটা ছিলো পছন্দের! এখন ফ্রিজে থাকতে থাকতে পঁচে যায় কিন্তু খাওয়া হয় না এটাও ছেড়ে দিয়েছি!
তোমাকে আমার পছন্দ তাই বলে যে ছাড়তে পারবো না এমনটা না ভাবারও প্রয়োজন নাই! তুমি সেখানে যেতেই পারো যেখানে তোমার মন টানে, শান্তি লাগে!
আমার মতো বেহায়ার মানুষটাকে ছেড়ে গিয়ে তুমি কোথাও ভালো থাকলে, আমি তোমাকে সেখানে এগিয়ে দিতে চাই! কারন ভালো থাকার অধিকার সবার আছে।
পরিশেষে এটাই বলবো-যার যেখানে শান্তি মেলে সে সেখানেই থাকোক!
আমার মতো মানুষ কারো জীবনে না আসুক!!
পছন্দের খেলা, শখ বেশুরে গলায় পছন্দের গান গাওয়া ছেড়ে দিয়েছি! পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া ছেড়ে দিয়েছি! পছন্দের অনেক কিছুই ছেড়ে আসা মানুষ আমি!