
16/06/2025
ফেসবুকের আলো ছড়িয়ে যায়,
ভিউয়ার্সেরা মনের গায়,
হাসি, কথা, অনুভূতি,
সবই রবে স্মৃতির গতি।
স্ক্রল চলুক, গল্প গড়ুক,
বন্ধুত্বের রঙিন শরৎ,
ভিউয়ার্সের ছোঁয়ায় ভরে,
মুগ্ধতার মিষ্টি স্বরে।
লাইক, কমেন্ট, শেয়ার গানে,
তোমরা থাকো হৃদয়পানে,
ফেসবুকের আলোয় জ্বলে,
ভালোবাসার সুর যে চলে