19/12/2025
# #বারুদের যে শিখা আবরার জ্বেলেছে—
পিচাশেরা সে আগুনে তাঁরই লহু ঢেলেছে।
#আবু সাঈদের বুকে জ্বলেছিলো সে আগুন,
হাত দুটি মেলে দিয়ে হয়ে গেলো সেও খুন।
#কারবালা ময়দানে পানি হাতে মুগ্ধ—
ডেকে বলে এ জমিন আজও অবরুদ্ধ # #
#টগবগে তরুণেরা চেতনায় আজাদী—
ইনসাফ নিয়ে আসে শরীফ ওসমান হাদি।
#ইনকিলাবের বানী মুখে নিয়ে সে ছোটে।
ওসমানও শুয়ে পড়ে ঘাতকের বুলেটে।
#সাতান্ন বীর সেনা ভালোবেসে দেশ তো—
অতন্দ্র প্রহরীরা, গুলি খেয়ে শেষ তো।
#সীমান্তে বীরগাঁথা হয়ে গেলো ছাড়খাড়।
ফেলানীরা প্রাণ দেয় কাঁটাতারে বারবার।
#শাপলায় নেমে এলে তৌহিদী জনতা—
আঁধারেই খুন হলো! সেকি বর্বরতা!
#রাজপথ ভিজে গেলো কত তাজা রক্তে!
আহাজারি মিশে গেছে ফজরের ওয়াক্তে।
#পরাজয়ের গ্লানিবোধ, ভোলেনাই এ জাতি—
ঘরে ঘরে জন্ম নিল, লাখো প্রাণ আজাদী।
#সাতচল্লিশ, একাত্তর হয়ে এলো প্রেরণা—
চব্বিশে জেনজিদেরর মুক্তির তারণা।
#লাখো প্রাণ রাজপথে পেতেছিলো বুক যে—
আজাদীর জন্যে, প্রাণ দেয়াও সুখ যে!
#যেনে রেখো ঘাতকেরা, শোনো ওরে হায়না।
আদর্শ চেতনা, বুলেটে মারা যায় না #
#ঘরে ঘরে জন্মাবে আবু সাঈদ, আবরার।
ওসমান হাদিরা ফিরে আসবে বারবার #