ZIFAT

ZIFAT আসসালামু আলাইকুম 😍😍😍

09/08/2025

আমার শাশুড়ী আমাকে অনেক জ্বালাতন করে || সারাদিন আমার হাতে কাজ করায় || 💔😰 ⛔ পুরো ভিডিও না দেখে মন্তব্য করবেন না ||

08/08/2025

11-07-24 Gift Unpacking Video 🎁🎊🤍

ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত || কিন্তু, ভুল থেকে আমরা শিক্ষা না নিয়ে আরো বড় ভুল করি || 🤕💔😬
08/08/2025

ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত || কিন্তু, ভুল থেকে আমরা শিক্ষা না নিয়ে আরো বড় ভুল করি || 🤕💔😬

08/08/2025

মেয়ে বাবুদের ড্রেস দেখলে চোখে মুখে নেশা নেশা লাগে 🥹🥹🥹

07/08/2025

বাংলাদেশে এখন ইট-পাথর দিয়ে মানুষ থেত*লে মে*রে ফেলা অনেক সহজ হয়ে গেছে |ভয়ে আতংকে শেষ |

গতকালের ঘটনা'র আড়ালের কিছু ঘটনা যা কেউ হাইলাইট করেনি! """ওমান প্রবাসী বাহার মাত্র এক মাস দশ দিন স্ত্রী’র সঙ্গে ছিলেন। প্...
07/08/2025

গতকালের ঘটনা'র আড়ালের কিছু ঘটনা যা কেউ হাইলাইট করেনি!

"""ওমান প্রবাসী বাহার মাত্র এক মাস দশ দিন স্ত্রী’র সঙ্গে ছিলেন। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপরই ওমানে পাড়ি। বিদেশে থাকতেই তার স্ত্রীর কোলজুড়ে আসে সন্তান। সেই সন্তানকে জীবনে প্রথমবার ছুঁয়ে দেখা এয়ারপোর্টে।

কিন্তু দেশে ফেরার আনন্দ বেশি সময় টেকেনি। বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি পানিতে পড়ে যায়। মুহূর্তেই মৃ*ত্যু হয় পরিবারের ৭ সদস্যের।

বাহার বলেন দুর্ঘ*টনার পর গাড়িটি ভেসে ছিল, তিনি প্রাণপণে আশেপাশের মানুষদের অনুরোধ করছিলেন,
“পায়ে ধরি, একটু পানিতে নামেন, আমার পরিবারকে বাঁচাতে সাহায্য করুন।”
কিন্তু কেউ এগিয়ে আসেনি কেউ দেখছিল, কেউ ভিডিও করছিল।

তার স্ত্রীকে উদ্ধার করার পর দেখা যায়, শ্বাস-প্রশ্বাস চলছিল। দ্রুত নেওয়া হয় চন্দ্রগঞ্জ ন্যাশনাল হাসপাতালে। সেখানকার ডাক্তার জানান, আইসিইউতে ভর্তি করাতে পারলে প্রাণ বাঁচানো সম্ভব।
পরে নেওয়া হয় নোয়াখালী প্রাইম হাসপাতালে, কিন্তু সেখানে চিকিৎসক জানিয়ে দেন পুলিশ না এলে আইসিইউতে ভর্তি সম্ভব নয়। স্ত্রীর তিন বোন কাঁদতে কাঁদতে পায়ে ধরেও ডাক্তারকে রাজি করাতে পারেননি।

একটি প্রাণ হারিয়ে যায় নিয়মের জটিলতায়, আর মানুষের অবহেলায়।

এই ঘটনা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং পুরো সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের মানবিকতার অভাব, চিকিৎসা ব্যবস্থার জটিলতা আর অসচেতন বিবেক কতটা ভয়াবহ হতে পারে। সময় থাকতে জাগতে না পারলে, এমন মৃত্যু আমাদের চারপাশে আরও নিঃশব্দে হানা দেবে।

collected

💔 ইলিশ মাছ বাংগালীদের ইমোশনের একটা জায়গা || প্রতি ১০ জনের মধ্যে ৮ জনের ই ইলিশ মাছ প্রিয় বলা চলে || কিন্তু, বর্তমানে আমাদ...
07/08/2025

💔 ইলিশ মাছ বাংগালীদের ইমোশনের একটা জায়গা || প্রতি ১০ জনের মধ্যে ৮ জনের ই ইলিশ মাছ প্রিয় বলা চলে || কিন্তু, বর্তমানে আমাদের মধ্যেবৃত্তদের জন্যে এই মাছ না ||

💔 এই মাছ ১ কেজির যেই দাম,,, সেই দামে ব্রয়লার মুরগী প্রায় ১০/১২ কেজি পাওয়া যাবে || ১ কেজি ইলিশ মাছ মন ভরে খেতে গেলে একবেলাতে ই শেষ || তারচেয়েও এই ব্রয়লার মুরগী ই ভালো ||

💔 এই মাছ মধ্যেবৃত্ত এবং গরিবদের জন্য না ||

07/08/2025

প্রয়োজনের তুলনায় বেশী পেয়ে গেলে ,,সে জিনিসের দাম থাকেনা || 💔

06/08/2025

আমার জামাই ফোন দেখার সময় মনে হয় সে যেনো কানে শুনতে পায় না || এত্তো জোরে মোবাইলে ভিডিও দেখে মনে হয় যে মাথা টা হ্যাং হয়ে যায় আমার || 🤕😑

যাদের হারিয়ে কাঁদছে পুরো দেশবাসী 💔ওমান ফেরত বাহার বলেন, আমার বিয়ের ছয় মাস পরই ওমান চলে যাই। তখন আমার সন্তান তার মায়ের পে...
06/08/2025

যাদের হারিয়ে কাঁদছে পুরো দেশবাসী 💔

ওমান ফেরত বাহার বলেন, আমার বিয়ের ছয় মাস পরই ওমান চলে যাই। তখন আমার সন্তান তার মায়ের পে!টে। সেই সন্তানকে আজ মাত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি। এখন মনে হচ্ছে কেন মেয়েটাকে আরেকটু আদর করলাম না। কেন আমার স্ত্রীকে একটু জড়িয়ে ধরলাম না। কেন আমার মাকে জড়িয়ে ধরলাম না। সবকিছু এতো দ্রুত শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি।

Address

Maijdee, DC Office Road

Telephone

+8801845581587

Website

https://www.facebook.com/profile.php?id=61565575265897&mibext

Alerts

Be the first to know and let us send you an email when ZIFAT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ZIFAT:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share