13/09/2025
আল্লাহ তাআলা দিলে ধন হতে লাগে কতক্ষণ, জলন্ত প্রমাণ আমাদের আয়েশা খালা।
হবিগন্জ লন্ডন প্রবাসি শ্রদ্ধেয় আতিকুর রহমান পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অর্থায়নে আয়েশা খালাকে আমি গরুটি কিনে দিয়ে আসছিলাম ৬/৭ মাস আগে বর্তমান মাশা-আল্লাহ অনেক বড় হয়েছে।