SMART Team

SMART Team Beautiful padma village in Bangladesh Smart team work for humans. They teach people, help people & care environment.

All team members are clean, skilled & confident.

আলহামদুলিল্লাহ্‌ স্মার্ট টিম এর উদ্যোগে, দুইদিনের প্রচেষ্টায়  আমডাঙ্গা এবং সড়াতৈল  বাজার মিলিয়ে ১৫০০০ টাকা বন্যার্ত মানু...
24/08/2024

আলহামদুলিল্লাহ্‌ স্মার্ট টিম এর উদ্যোগে, দুইদিনের প্রচেষ্টায় আমডাঙ্গা এবং সড়াতৈল বাজার মিলিয়ে ১৫০০০ টাকা বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে পাঠানো হয়েছে। স্মার্ট টিমের সদস্য ও যারা স্মার্ট টিমকে সহায়তা করেছে তাদের জন্য আন্তরিক ভালবাসা।

অন্যায় এর কাছে কখনো মাথা নত করতে শিখিনি ।
05/08/2024

অন্যায় এর কাছে কখনো মাথা নত করতে শিখিনি ।

দেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদরা দায়ী। প্রকৃত রাজনীতিবিদ এর অভাবে ধুঁকছে বাংলাদেশ। সময়ের সাথে নিজেদের মানুষিকত...
01/08/2024

দেশের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদরা দায়ী। প্রকৃত রাজনীতিবিদ এর অভাবে ধুঁকছে বাংলাদেশ। সময়ের সাথে নিজেদের মানুষিকতার পরিবর্তন করতে না পারা, রাজনীতি চর্চা থেকে দূরে থাকা, সারা বিশ্বের সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা না করা, চিন্তা ধারার পরিবর্তনে অনাগ্রহ, অতিমাত্রায় ক্ষমতার লোভ, তেলবাজি, ব্যক্তিত্বহীনতা,
অযোগ্যতা, সমালোচনা সহ্য করতে না পারার মানুষিকতা, নিজের ভুল স্বীকার না করা, যেকোনো বিষয়কে ছোট করে দেখার মানুষিকতা, সততা ও দায়বদ্ধতার অভাব। মনে রাখা উচিৎ এই যোগাযোগ বিপ্লবের যুগে আপনার কোন কিছুই লুকাতে পারবেন না। একটা দেশের মানুষ তখনি রাস্তায় নেমে আসে, যখন সহ্যের সীমানা হারিয়ে ফেলে। আমি কোন রাজনীতিক ব্যক্তিত্ব না, যখন দেশের পরিস্থিতি খারাপ থাকে সব ধরনের পেশায় তার ছাপ পরে। ছাত্র আন্দোলন অনেক ভয়ানক বিষয়, সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়েছে ছাত্র আন্দোলন দিয়ে। আমি মনে করি যারা দেশ পরিচালনায় আছেন তারা অতি দ্রুত সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া এবং তাদের দাবীগুলো মেনে নিয়ে পরিস্থিতি এখনি স্বাভাবিক করা। না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আমরা যারা সোস্যাল মিডিয়াতে আছি, তারা কোন পোস্ট বা ভিডিও দেখে যাচাই না করেই অন্ধবিশ্বাস থেকে দূরে থাকি। একটা মিথ্যে গুজব একটা দেশকে ধ্বংস করতে পারে। আমাদের অনেক দূরে যেতে হবে, আজকে আমরা বিদেশিদের থেকে শিখছি, এক সময় বিদেশিরা আমাদের থেকে শিখবে। চিন্তাধারা বড় করতে হবে। সর্বোপরি যারা শহিদ হয়েছে তাদের রূহের মাগফেরাত কামনা করি। আর যেন একটি প্রাণ না ঝরে সেটার জন্য সতর্ক থাকি।

20/03/2024

Welcome to our new journey.

Address

Sirajganj

Telephone

+8801738214668

Website

Alerts

Be the first to know and let us send you an email when SMART Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SMART Team:

Share