
22/07/2025
গতকালের ঘটনার পরই সরকার আজকের জন্য জাতীয় শোক ঘোষণা করেছিলো। ঘটনাস্থলে শিক্ষা উপদেষ্টা কে আসার দরকার ছিলো।এবং সেখানে থেকেই সকল পরীক্ষা স্থগিত এর ঘোষণা দেওয়া দরকার ছিলো।কিন্ত অযোগ্য শিক্ষা সচিব আর ভাব নেওয়া শিক্ষা উপদেষ্টা এসব না করে এসবের পরোয়াই করলো না।দুর্ভাগ্য তারা জীবিত থাকার পরও তথ্য উপদেষ্টা কে রাত তিনটায় পরীক্ষা স্থগিতের ঘোষণা দিতে হলো।
শিক্ষা ব্যবস্থা একমত ধবংসের দারপ্রান্তে!!!
শিক্ষকরা যেখানে মাসের ৪/৫ তারিখের মধ্যে বেতন পাইতো সেখানে ২০ তারিখেও বেতন পায় না!!!!! শিক্ষকদের বেতনের লাভ খাওয়ার জন্য সংশ্লিষ্ট আমলারা বিভোর হয়ে আছে!!!!
সরকার শিক্ষার্থীদের ৬ দফা যেখানে মেনে নিয়েছে, মেনে নেওয়ার পরও সচিবালয়ের গেইট ভেঙে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার কোন দরকার ছিলো না!!!
আন্দোলনের নামে মব তৈরীর চেষ্টা মানতে পারলাম না।
অবশেষে শিক্ষা সচিবের সাথে শিক্ষা উপদেষ্টারও পদত্যাগ চাই।
শিক্ষকবান্ধব মান্যবর, ড. ওয়াহিদ মাহমুদ স্যারকে এবং ব্যরিষ্টার সৈয়দ সাইদুল হক সুমন কে আবারও শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব হিসেবে দেখতে চাই!!!