
26/08/2025
☺️
জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে গঠিত হচ্ছে ই-স্পোর্টস অ্যাসোসিয়েশন
গত ১৩ জুলাই ই-স্পোর্টসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর থেকে এ খাতের কাঠামো গঠন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় ই-স্পোর্টস খাতের অংশীজনদের সঙ্গে আজ মঙ্গলবার এক মতবিনিময় সভায় অংশ নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সভায় ই-স্পোর্টসের জন্য নীতিমালা প্রণয়ন, অ্যাসোসিয়েশন গঠন এবং খাতটির প্রসারে সামগ্রিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ধরনের ধারাবাহিক মতবিনিময় ও পরামর্শ সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়মিতভাবে আয়োজন করবে এবং পর্যায়ক্রমে সকল অংশীজনকে আলোচনায় সম্পৃক্ত করা হবে।
(এডমিন)