নাওগাঁও ইউনিয়ন২৫.কম

  • Home
  • নাওগাঁও ইউনিয়ন২৫.কম

নাওগাঁও ইউনিয়ন২৫.কম আমাদের পেইজ টি লাইক দিয়ে সাথেই থাকুন।

27/07/2025

Good night

📰 শিরোনাম:"২২ একর জমি হারিয়েও দুর্নীতির পথে হাঁটেননি আঃ রাজ্জাক!"📍স্থান: শিবপুর গ্রাম, নাওগাও ইউনিয়ন, ফুলবাড়ীয়া থানা, ময়...
23/07/2025

📰 শিরোনাম:

"২২ একর জমি হারিয়েও দুর্নীতির পথে হাঁটেননি আঃ রাজ্জাক!"

📍স্থান: শিবপুর গ্রাম, নাওগাও ইউনিয়ন, ফুলবাড়ীয়া থানা, ময়মনসিংহ
🗓️ সময়: ২১ জুলাই, সন্ধ্যা ৭টা
**🖊️ প্রতিবেদক: জনগণের নিউজ ২৪

সব নেতা অন্যায় করে না—এই কথার এক জীবন্ত উদাহরণ হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার শিবপুর গ্রামের আঃ রাজ্জাক।
তিনি ছিলেন সাদাসিধে এক রাজনৈতিক কর্মী, যিনি সারাটা জীবন কাটিয়েছেন নিজ গ্রামের বাজারে, মানুষের সঙ্গে মিশে।
স্থানীয় বিএনপি নেতারাও কখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি—এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি।

তবে দুর্ভাগ্যজনকভাবে, ২১ জুলাই সন্ধ্যা ৭টার দিকে তাকে শিবপুর বোর্ডের বাজারের এক চায়ের স্টল থেকে গ্রেফতার করা হয়।
যেখানে তিনি প্রতিদিনের মতো বসেছিলেন এক কাপ চায়ের জন্য, সেখান থেকেই তাকে চুপিচুপি তুলে নেয়া হয়।

আঃ রাজ্জাক রাজনীতি করতে গিয়ে তার বাবার রেখে যাওয়া ২২ একর জমি শেষ করে দিয়েছেন।
তিনি চাইলে সেই জমিকে দ্বিগুণ, এমনকি আরও বেশি করতে পারতেন।
কিন্তু তিনি দুর্নীতির পথে হাঁটেননি।
সততা আর আদর্শকেই করেছেন জীবনের চালিকা শক্তি।

তবে আজ প্রশ্ন উঠছে—
🔸 ভালো মানুষ হলে কি তার শাস্তি অবধারিত?
🔸 সৎ থেকেও যদি কেউ বাঁচতে না পারে, তাহলে রাজনীতির ভবিষ্যৎ কোথায়?
🔸 পদ-পদবি কি আজ ভালো মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে?

আঃ রাজ্জাকের গ্রেফতার তাই শুধু একজন ব্যক্তির ঘটনা নয়,
এটি সততা, ত্যাগ ও নীতির বিরুদ্ধে করা এক সরাসরি আঘাত।

---

📌 তথ্যসূত্র: স্থানীয় জনগণ ও রাজনৈতিক সহকর্মীরা
🗞️ প্রকাশনায়: জনগণের নিউজ ২৪

18/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

সবাই পাবেন১জিবি ফ্রী ইন্টারনেট ।শেয়ার করে অন্যকে জানান। #ফ্রী_ইন্টারনেট
18/07/2025

সবাই পাবেন১জিবি ফ্রী ইন্টারনেট ।শেয়ার করে অন্যকে জানান।
#ফ্রী_ইন্টারনেট

সমাবেশ আগামীকাল দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও...বিস্তারিত কমেন্টে...
18/07/2025

সমাবেশ আগামীকাল দুপুর ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও...

বিস্তারিত কমেন্টে...

15/07/2025

ঘরের সবাইকে এক রুমে বেধে ডাকাতির পর যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষ/ণ

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তান সহ মাকে জবাই করে হত্যাবিস্তারিত কমেন্টে.......
14/07/2025

ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তান সহ মাকে জবাই করে হত্যা
বিস্তারিত কমেন্টে.......

বিস্তারিত কমেন্টে
13/07/2025

বিস্তারিত কমেন্টে

07/07/2025
জরিপ পরিচালনাকারী সংস্থার মতে, এটি পুরো জনসংখ্যার বা অন্যান্য বয়সের নাগরিকদের চিত্র নয়। এ জরিপের ফলাফল ব্যাখ্যার ক্ষেত্র...
07/07/2025

জরিপ পরিচালনাকারী সংস্থার মতে, এটি পুরো জনসংখ্যার বা অন্যান্য বয়সের নাগরিকদের চিত্র নয়। এ জরিপের ফলাফল ব্যাখ্যার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যেন ভুল ব্যাখ্যা বা বিভ্রান্তি না হয়৷

বিস্তারিত জানুন এই লিংকে 👉🏽 https://p.dw.com/p/4x4rR

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণ করেছেন গার্মেন্টসকর্মী মো. পারভেজ মিয়া (২৬)। যন্ত্রণা ও অ...
07/07/2025

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণ করেছেন গার্মেন্টসকর্মী মো. পারভেজ মিয়া (২৬)। যন্ত্রণা ও অভাবের ভারে নুয়ে পড়া পারভেজ এখন হুইলচেয়ারে বন্দি জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় আড়াই মাস বয়সী সন্তানকে নিয়ে স্ত্রী ফিরে গেছেন বাপের বাড়িতে।

২০২৪ সালের ৫ আগস্ট গাজীপুরের মাওনা চৌরাস্তায় বিজিবির গুলিতে গুরুতর আহত হন পারভেজ। গুলি লাগে তার তলপেটে। ময়মনসিংহ মেডিকেল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে এখন তিনি বাড়িতে। দুইবার অস্ত্রোপচার হলেও তার বাম পা এখনো অবশ।

পারভেজ বলেন, “মরি নাই, তবে মরে গেলেই ভালো ছিল। এখন পঙ্গু হয়ে বেঁচে থাকা এক বিষাদময় বোঝা। স্ত্রী-সন্তানও আমাকে ছেড়ে গেছে।”

চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা। সরকার থেকে পেয়েছেন মাত্র ১ লাখ টাকা। অভিযোগ করেন, স্থানীয় ইউএনও সহায়তা না করে অবহেলা করেছেন। পরে বিভাগীয় কমিশনার দিয়েছেন মাত্র ৫ হাজার টাকা।

পারভেজের মা পারভিন বেগম বলেন, “ছেলের সব আয় সংসারের একমাত্র ভরসা ছিল। চিকিৎসায় সর্বস্ব শেষ, এখন শুধু বাড়িটুকু আছে। বউ চলে গেছে, নাতনিকে নিয়েও আর দেখাই নেই।”

তাঁর প্রতিবেশী ও স্বজনরা বলছেন, একজন সাধারণ শ্রমজীবী যুবক বৈষম্যের প্রতিবাদে রাস্তায় নেমে গুলিবিদ্ধ হয়েছেন, অথচ তার পাশে দাঁড়াচ্ছে না কেউ। বরং তিনি এখন সমাজের চোখে বোঝা হয়ে উঠেছেন।

পারভেজের কষ্টের কণ্ঠে প্রশ্ন, “এই বৈষম্য দূর করার জন্যই তো আমরা আন্দোলনে নেমেছিলাম। অথচ আজ আমি নিজেই সেই বৈষম্যের শিকার। এইভাবে আর কতদিন বাঁচব?”

#জুলাইআন্দোলন #পারভেজমিয়া #ফুলবাড়িয়া #বৈষম্যবিরোধীআন্দোলন #বাংলাদেশরাজনীতি #জুলাইক্ল্যাশ #সরকারিসহায়তা #অবহেলারশিকার #জুলাইযোদ্ধা #গণআন্দোলন #সমাজেরচিত্র

Address


Alerts

Be the first to know and let us send you an email when নাওগাঁও ইউনিয়ন২৫.কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাওগাঁও ইউনিয়ন২৫.কম:

  • Want your business to be the top-listed Media Company?

Share