Mr. Binodon

Mr. Binodon Life is very Beautiful if You are Enjoy it��

ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতিমাসে বাবার একাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়, বাকী টাকা জমা থ...
10/07/2025

ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতিমাসে বাবার একাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়, বাকী টাকা জমা থাকে একাউন্টে। গত দুই বছর এভাবেই চলেছে তাদের সংসার। এরই মধ‍্যে ছেলের পাঠানো টাকা জমা হতে হতে দশ লাখে পরিণত হয়েছে।

এবার ছেলে সেই টাকা তার মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে চায়। বাবাও তাতে খুশি।

আজ বাবা-মা জনতা ব্যাংক, দাউদকান্দি শাখায় আসেন। তারা যখন আমার সামনে বসা, এ সময় ছেলে আমাকে ফোন দিয়ে অনুরোধ করে- আমি যেনো পুরো দশ লাখ টাকা তার মায়ের হাতে কিছুক্ষণের জন্য তুলে দেই। সে ছেলের কামাইয়ের টাকা নিজ হাতে ছুঁয়ে দেখবে।

তার কথা শোনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম!

মায়ের সেই ছোট্ট খোকাটি আজ অনেক বড় হয়েছে।

সে কেবল তার কামাইয়ের টাকা পরিমান বা সংখ‍্যা দিয়ে মাকে বুঝাতে চায় না, মায়ের চোখে দৃশ‍্যমান করতে চায়।

দেখো মা- এই টাকা তোমার খোকা তোমার জন‍্য জোগার করেছে!

ছেলের কথাগুলো শোনছিলাম, আর মনে মনে ভাবছিলাম ছোট্ট বেলার “বীরপুরুষ” কবিতাটির কথা-

মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে, মা, চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে,
আমি যাচ্ছি রাঙ্গা ঘোড়ার ‘পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে।

আজকাল তো অনেক মায়েরা জানতেই পারে না তার ছেলের রোজগারের খবর !

প্রতিটি মায়ের এমন একটি করে “বীরপুরুষ”থাকুক……

-মোহাম্মদ জসীম উদ্দিন

নতুন হিজরি বর্ষে আমাদের জীবনে আসুক— শান্তি, সমৃদ্ধি ও মুক্তির বার্তা।
27/06/2025

নতুন হিজরি বর্ষে আমাদের জীবনে আসুক— শান্তি, সমৃদ্ধি ও মুক্তির বার্তা।

আমরা প্রস্তুত আছি ✊বিষয়টা হয়তো মজার কিন্তু একবার ভেবে দেখছেন কোন কারণে যদি বাংলাদেশের সাথে ভারত মিয়ানমার বা অন্য কোন ...
21/06/2025

আমরা প্রস্তুত আছি ✊
বিষয়টা হয়তো মজার কিন্তু একবার ভেবে দেখছেন কোন কারণে যদি বাংলাদেশের সাথে ভারত মিয়ানমার বা অন্য কোন দেশের যুদ্ধ বেধে যায় তাহলে বাংলাদেশ কয়দিন টিকতে পারবে। রাস্তাঘাট আর দালান কোথা দিয়ে শুধু একটি দেশ শক্তিশালী বা উন্নত হয় না। থাকতে হয় নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। যাতে অন্য কোন দেশ যুদ্ধ তো বড় কথা চোখ তুলে না তাকাতে পারে। বাংলাদেশ আতি নেতা পাতি নেতা সহ সভাপতি ছাড়া আর কি আছে একটু বলেন? দেশের তরুণেরা শুধু বিদেশে টাকার জন্য যায় না তারাও জানে এ দেশের কোন ভবিষ্যৎ নেই।বিষয়টা কঠিন হলোও বাস্তব।

তীব্র গরম উপেক্ষা করে ই-রান জুড়ে ই-স-রা-য়েল বি-রোধী বিক্ষোভ 🙂
20/06/2025

তীব্র গরম উপেক্ষা করে ই-রান জুড়ে ই-স-রা-য়েল বি-রোধী বিক্ষোভ 🙂

13/06/2025

ভারতের বিমান দুর্ঘটনায় (যা অনিচ্ছাকৃত) দুনিয়ার সুশীল মহলের যে পরিমাণ মায়াকান্না ভেসে আসছে, বিগত প্রায় ৫০ বছর ধরে ফি লি স্তি ন, ক।শ্মির,অ।র।ক।ন,শ। ম, ইরাক,চায়না কিংবা অ।ফ গ।নে কু ফ ফ। র দের (ইচ্ছাকৃত ও সুপরিকল্পিত) মুসলিম নি/ধ/নে/র বেলায় তাদের জবানে সমপরিমাণ কুলুপ এঁটে থাকাটা হিপোক্রেসির কোন লেভেল হতে পারে সেটাও মেপে দেখা দরকার।
Taw Haa Muhammad Adnan

11/06/2025

জাপানের মাটিতে পরিবার ছাড়া এই প্রথম ঈদ। প্রিয় মাতৃভূমি ও প্রবাসীদের জানাই ঈদ মোবারক। ❤️❤️

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।। COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে...
10/06/2025

সর্বসাধারনের জন্য সতর্ক বার্তা।।
COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।
১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:
i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।
iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।
v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।
vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।
২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।
৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।
৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।
* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।
৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকোন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*
৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।
এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।
* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
অনুগ্রহ করে আপনার আত্মীয়স্বজন এবং বন্ধুদের যতটা সম্ভব বলুন।
নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।
- সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম

May Allah Accepting our Dua's 🤲🏻
04/06/2025

May Allah Accepting our Dua's 🤲🏻

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা।
04/06/2025

মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা।

03/06/2025

বৃহস্পতিবার হজ্জের খুতবা, শুক্রবার জুমা'র খুতবা, শনিবার ঈদের খুতবা।

আলহামদুলিল্লাহ!

Address

Dohar

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Binodon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Binodon:

Share